করোনা পরিস্থিতিতে ভ্যাট দিতে চায় না সিরামিক ব্যবসায়ীরা

করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি থাকায় দেশের সব সিরামিক (টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার) কারখানা বন্ধ রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্যাট দিতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে এই অ্যাসোসিয়েশন।

চিঠিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অধিকাংশ সিরামিক শিল্প এলাকা প্রশাসনের অবরুদ্ধ ঘোষণার আওতায় থাকায় কারখানাগুলো সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এছাড়াও সড়কে স্বাভাবিক চলাচলেও সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ভাইরাস সংক্রমণ রোধে চলমান সরকারি নির্দেশনা পালনার্থে দেশের সব সিরামিক কারখানার কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জননিরাপত্তার স্বার্থে মাসিক ভ্যাট দাখিলপত্র দাখিলের বর্তমান সময়সীমার আদেশ দেশের সব সিরামিক কারখানার জন্য স্থগিত করার আবেদন জানাচ্ছি।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ , ১ বৈশাখ ১৪২৭, ১৯ শাবান ১৪৪১

করোনা পরিস্থিতিতে ভ্যাট দিতে চায় না সিরামিক ব্যবসায়ীরা

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি থাকায় দেশের সব সিরামিক (টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার) কারখানা বন্ধ রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্যাট দিতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে এই অ্যাসোসিয়েশন।

চিঠিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অধিকাংশ সিরামিক শিল্প এলাকা প্রশাসনের অবরুদ্ধ ঘোষণার আওতায় থাকায় কারখানাগুলো সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এছাড়াও সড়কে স্বাভাবিক চলাচলেও সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ভাইরাস সংক্রমণ রোধে চলমান সরকারি নির্দেশনা পালনার্থে দেশের সব সিরামিক কারখানার কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জননিরাপত্তার স্বার্থে মাসিক ভ্যাট দাখিলপত্র দাখিলের বর্তমান সময়সীমার আদেশ দেশের সব সিরামিক কারখানার জন্য স্থগিত করার আবেদন জানাচ্ছি।