সাপাহারে ১৭ কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা

নওগাঁর সাপাহার উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে করোনাভাইরাস প্রতিরোধ সচেতনতা সৃষ্ঠির লক্ষে সামাজিক দূরুত্ব বজায় রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে সচেতন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োজিত থাকায় গ্রাম এলাকার মহিলা, গর্ভবতী মা, প্রসূতি ও নবজাতকসহ হতদরিদ্র মানুষগুলো নিরাপদে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা গ্রহণ করছে। সাপাহার উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বর্তমানে সারাবিশ্বে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। প্রত্যন্ত এলাকা সমূহে এই কমিউনিটি ক্লিনিকগুলো সচল থাকায় মানুষ সহজে স্বাস্থ্য সেবা পাচ্ছে। সরেজমিনে উপজেলার গোপালপুর কমিউিনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে, মহামারী করোনাভাইরাস প্রতিরোধে রোগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে ক্লিনিকের দরজার বাইরে রোগীদের হাত ধোয়ার জন্য সাবান ও পানি রাখা হয়েছে। আগত রোগীগণ তাদের হাত পরিষ্কার করার পর সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা গ্রহণ করছে। দায়িত্বে নিয়োজিত প্রোভাইডার জাহাঙ্গীর আলম সদা হাস্যজ্জলভাবে রোগীদের স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করছেন। গোপালপুর কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার জাহাঙ্গীর আলম জানান, এখানে সেবা নিতে আসা রোগীদের মধ্যে সাধারণত মহিলা, গর্ভবতী মা, প্রসূতি মা ও নবজাতকের সংখ্যা বেশি। প্রতিদিন গড়ে ৬০-৭০ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। প্রতি মাসের জন্য ওই ক্লিনিকে ৩০ প্রকার ওষুধ সরবরাহ দেয়া হয়। ওই ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সোনাডাংগা গ্রামের রোগী হাজেরা বিবি জানান, করোনাভাইরাসের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সে চিকিৎসা নিতে যাওয়া সম্ভব হচ্ছেনা। সরকারী নির্দেশনা অনুযায়ি পরিবার পরিজন নিয়ে বাড়িতে অবস্থান করতে হচ্ছে।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ , ১ বৈশাখ ১৪২৭, ১৯ শাবান ১৪৪১

সাপাহারে ১৭ কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

image

সাপাহার (নওগাঁ) : নিরাপদ দূরত্ব বজায় রেখে চিকিৎসা সেবার অপেক্ষায় রোগীরা -সংবাদ

নওগাঁর সাপাহার উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে করোনাভাইরাস প্রতিরোধ সচেতনতা সৃষ্ঠির লক্ষে সামাজিক দূরুত্ব বজায় রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে সচেতন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োজিত থাকায় গ্রাম এলাকার মহিলা, গর্ভবতী মা, প্রসূতি ও নবজাতকসহ হতদরিদ্র মানুষগুলো নিরাপদে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা গ্রহণ করছে। সাপাহার উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বর্তমানে সারাবিশ্বে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। প্রত্যন্ত এলাকা সমূহে এই কমিউনিটি ক্লিনিকগুলো সচল থাকায় মানুষ সহজে স্বাস্থ্য সেবা পাচ্ছে। সরেজমিনে উপজেলার গোপালপুর কমিউিনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে, মহামারী করোনাভাইরাস প্রতিরোধে রোগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে ক্লিনিকের দরজার বাইরে রোগীদের হাত ধোয়ার জন্য সাবান ও পানি রাখা হয়েছে। আগত রোগীগণ তাদের হাত পরিষ্কার করার পর সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা গ্রহণ করছে। দায়িত্বে নিয়োজিত প্রোভাইডার জাহাঙ্গীর আলম সদা হাস্যজ্জলভাবে রোগীদের স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করছেন। গোপালপুর কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার জাহাঙ্গীর আলম জানান, এখানে সেবা নিতে আসা রোগীদের মধ্যে সাধারণত মহিলা, গর্ভবতী মা, প্রসূতি মা ও নবজাতকের সংখ্যা বেশি। প্রতিদিন গড়ে ৬০-৭০ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। প্রতি মাসের জন্য ওই ক্লিনিকে ৩০ প্রকার ওষুধ সরবরাহ দেয়া হয়। ওই ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সোনাডাংগা গ্রামের রোগী হাজেরা বিবি জানান, করোনাভাইরাসের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সে চিকিৎসা নিতে যাওয়া সম্ভব হচ্ছেনা। সরকারী নির্দেশনা অনুযায়ি পরিবার পরিজন নিয়ে বাড়িতে অবস্থান করতে হচ্ছে।