ফ্রি অ্যাম্বুলেন্সের পর বাসদ’র ‘মানবতার বাজার’ চালু

প্রতিদিন দু’শ পরিবারকে বিনামূল্যে নিত্যপণ্য

করোনার ভয়ে এখন সাধারণ রোগীরাও ভাড়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ করতে পারছেন না। এ অবস্থায় বরিশাল বাসদ রোগীদের পরিবহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। করোনার প্রাদুর্ভাব শুরু হবার পর থেকেই বাসদের পক্ষ থেকে হ্যান্ড সেনিটাইজার, তরল সাবান, ফ্রি চিকিৎসা সেবা, ত্রাণ প্রদান ও বিত্তবানদের কাছ থেকে মুষ্টি চাল সংগ্রহ করে তা দরিদ্রদের মধ্যে বিতরণ করে আসছে। তাদের এই কার্যক্রমে যুক্ত হয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানিয়েছেন ব্যাটারি চালিত ১০টি গাড়িকে জীবনানাশুক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। চালকসহ অন্যরা যাতে রোগীর সংস্পর্শে না যেতে পারেন সেজন্য রোগীর ও চালকের আসনের জন্য চালকের আসনের মাঝখানে মোটা পলিথিন ও কাপড় দিয়ে পৃথক করে দেয়া হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে চালক ও স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ পোশাক তৈরি করা হয়েছে। তাদের হটলাইন নম্বর ০১৫৭২৩১৪০৮৫ এ ফোন করলেই একজন চিকিৎসক, স্বেচ্ছাসেবক অ্যাম্বুলেন্স নিয়ে রোগীর বাড়িতে যাবেন। চিকিৎসক রেগীকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেবেন। প্রয়োজনে রেগীকে হাসপাতালে পৌঁছে দেবেন। তবে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গাড়িগুলো চিকিৎসক ও বুয়েটের প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে বিশেষভাবে তৈরী করা হয়েছে। বাইরের থেকে দেখলে সাধারন ব্যাটারিচালিত অটোরিক্সা বলে মনে হলেও এই গাড়িগুলো ভিন্নভাবে তৈরী করা হয়েছে। গাড়িগুলোর নির্ভিক, নির্ভয়, আস্থা, সৌহার্দ্য, আরোগ্য, মুক্তি এ ধরনের নামাকরন করা হয়েছে।

এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল শাখা বরিশালে ব্যতিক্রমী ‘মানবতার বাজার’ চালু করেছে । ১২ এপ্রিল সকালে নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল মাঠে ‘মানবতার বাজার’ উদ্বোধন করা হয়।

জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন বলেন, একটা পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রায় সবকিছু বিক্রি করা হবে মানবতার বাজারে। রোববার প্রথমদিন চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, ডিম, টমাটো, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, পুইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরি ওষুধ ইত্যাদি তোলা হয়েছে। প্রতিদিনই নতুন নতুন পণ্যযুক্ত করা হবে সেখানে। প্রকৌশলী রুমন বলেন, আর্থিক সামর্থ এবং পরিবারের সদস্য সংখ্যা বিচার করে আমরা প্রত্যেক পরিবারকে একটি করে রেশন বই প্রদান করব। ওই পরিবারগুলো বিনামূল্যে প্রায় ৬-৭শ’ টাকার বাজার করতে পারবেন মানবতার বাজার থেকে। প্রতিদিন অন্তত দুইশত পরিবারকে এই সহায়তা দেয়া হবে। বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, মানবতার বাজার কর্মসূচীর মাধ্যমে তিনহাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্য রয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই বাজার খোলা থাকবে। উল্লেখ্য, চলমান করোনাভাইরাস সঙ্কট শুরু হওয়ার পর বরিশালে বাসদ একের পর এক ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে আসছে। এর আগে বিভিন্ন বাসাবাড়ি থেকে মুষ্ঠিচাল সংগ্রহ করে হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। ১০টি ইজিবাইক অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করে জরুরী রোগীদের ফ্রি সেবা দেয়া হচ্ছে।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ , ১ বৈশাখ ১৪২৭, ১৯ শাবান ১৪৪১

ফ্রি অ্যাম্বুলেন্সের পর বাসদ’র ‘মানবতার বাজার’ চালু

প্রতিদিন দু’শ পরিবারকে বিনামূল্যে নিত্যপণ্য

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

image

বরিশাল : অ্যাম্বুলেন্স সার্ভিসের সামনে বাসদের সদস্য সচিব ডা. মনীষাসহ চালকরা -সংবাদ

করোনার ভয়ে এখন সাধারণ রোগীরাও ভাড়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ করতে পারছেন না। এ অবস্থায় বরিশাল বাসদ রোগীদের পরিবহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। করোনার প্রাদুর্ভাব শুরু হবার পর থেকেই বাসদের পক্ষ থেকে হ্যান্ড সেনিটাইজার, তরল সাবান, ফ্রি চিকিৎসা সেবা, ত্রাণ প্রদান ও বিত্তবানদের কাছ থেকে মুষ্টি চাল সংগ্রহ করে তা দরিদ্রদের মধ্যে বিতরণ করে আসছে। তাদের এই কার্যক্রমে যুক্ত হয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানিয়েছেন ব্যাটারি চালিত ১০টি গাড়িকে জীবনানাশুক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। চালকসহ অন্যরা যাতে রোগীর সংস্পর্শে না যেতে পারেন সেজন্য রোগীর ও চালকের আসনের জন্য চালকের আসনের মাঝখানে মোটা পলিথিন ও কাপড় দিয়ে পৃথক করে দেয়া হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে চালক ও স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ পোশাক তৈরি করা হয়েছে। তাদের হটলাইন নম্বর ০১৫৭২৩১৪০৮৫ এ ফোন করলেই একজন চিকিৎসক, স্বেচ্ছাসেবক অ্যাম্বুলেন্স নিয়ে রোগীর বাড়িতে যাবেন। চিকিৎসক রেগীকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেবেন। প্রয়োজনে রেগীকে হাসপাতালে পৌঁছে দেবেন। তবে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গাড়িগুলো চিকিৎসক ও বুয়েটের প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে বিশেষভাবে তৈরী করা হয়েছে। বাইরের থেকে দেখলে সাধারন ব্যাটারিচালিত অটোরিক্সা বলে মনে হলেও এই গাড়িগুলো ভিন্নভাবে তৈরী করা হয়েছে। গাড়িগুলোর নির্ভিক, নির্ভয়, আস্থা, সৌহার্দ্য, আরোগ্য, মুক্তি এ ধরনের নামাকরন করা হয়েছে।

এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল শাখা বরিশালে ব্যতিক্রমী ‘মানবতার বাজার’ চালু করেছে । ১২ এপ্রিল সকালে নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল মাঠে ‘মানবতার বাজার’ উদ্বোধন করা হয়।

জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন বলেন, একটা পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রায় সবকিছু বিক্রি করা হবে মানবতার বাজারে। রোববার প্রথমদিন চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, ডিম, টমাটো, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, পুইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরি ওষুধ ইত্যাদি তোলা হয়েছে। প্রতিদিনই নতুন নতুন পণ্যযুক্ত করা হবে সেখানে। প্রকৌশলী রুমন বলেন, আর্থিক সামর্থ এবং পরিবারের সদস্য সংখ্যা বিচার করে আমরা প্রত্যেক পরিবারকে একটি করে রেশন বই প্রদান করব। ওই পরিবারগুলো বিনামূল্যে প্রায় ৬-৭শ’ টাকার বাজার করতে পারবেন মানবতার বাজার থেকে। প্রতিদিন অন্তত দুইশত পরিবারকে এই সহায়তা দেয়া হবে। বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, মানবতার বাজার কর্মসূচীর মাধ্যমে তিনহাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্য রয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই বাজার খোলা থাকবে। উল্লেখ্য, চলমান করোনাভাইরাস সঙ্কট শুরু হওয়ার পর বরিশালে বাসদ একের পর এক ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে আসছে। এর আগে বিভিন্ন বাসাবাড়ি থেকে মুষ্ঠিচাল সংগ্রহ করে হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। ১০টি ইজিবাইক অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করে জরুরী রোগীদের ফ্রি সেবা দেয়া হচ্ছে।