বৈশাখী টিভির বৈশাখী আয়োজন

বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় আয়োজন পহেলা বৈশাখ। এ দিনটিকে কেন্দ্র করে প্রতিটি টিভি চ্যানেল সাজে নানা আয়োজনে। কিন্তু এবারই তার ব্যতিক্রম। কারণ চারদিকে করোনা ভাইরাসের মহামারী। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছে না টিভি চ্যানেলগুলো। এরপরও দর্শকদেও কথা মাথায় রেখে বৈশাখী টেলিভিশনের পর্দা সাজানো হয়েছে নানা অনুষ্ঠান দিয়ে।

বৈশাখী টেলিভিশনের পর্দায় থাকবে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন। মামুন আবদুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশের গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে পহেলা বৈশাখের স্পেশাল বৈশাখীর সকালের গানে অংশ নিবেন জনপ্রিয় সংগীত শিল্পী সালমা। তিনি গাইবেন দর্শকনন্দিত ৯টি গান। সকাল ৯টা ১০ মিনিটে পুরনো দিনের সিনেমার গান নিয়ে প্রচার হবে মিউজিক এ্যালবাম। দিবসটি উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে দুটি সিনেমা। সকাল ১০টা ২০মিনিটে প্রচার হবে ‘প্রাণের মানুষ’। অভিনয়ে- শাকিব খান, শাবনূর, ফেরদৌস প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘আয়নাবিবির পালা’। অভিনয়ে- ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে বৈশাখের বিশেষ নাটক ‘বৈশাখের ভালোবাসা’। সিদ্দিকের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সিদ্দিক, আহসানুল হক মিনু, সালেহা আহমেদ ও জাপানী অভিনেত্রী মাই আতানাবি প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে ‘যেই লাউ সেই কদু-২’। বেনু শর্মার চিত্রনাট্য ও আল হাজেনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, হায়দার আলী, শফিক খান দিলু, অলিউল হক রুমি। রাত ১১টায় প্রচার হবে ‘নীল ফুল’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিন্দু, আরেফিন শুভ প্রমুখ।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ , ১ বৈশাখ ১৪২৭, ১৯ শাবান ১৪৪১

বৈশাখী টিভির বৈশাখী আয়োজন

বিনোদন প্রতিবেদক |

image

বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় আয়োজন পহেলা বৈশাখ। এ দিনটিকে কেন্দ্র করে প্রতিটি টিভি চ্যানেল সাজে নানা আয়োজনে। কিন্তু এবারই তার ব্যতিক্রম। কারণ চারদিকে করোনা ভাইরাসের মহামারী। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছে না টিভি চ্যানেলগুলো। এরপরও দর্শকদেও কথা মাথায় রেখে বৈশাখী টেলিভিশনের পর্দা সাজানো হয়েছে নানা অনুষ্ঠান দিয়ে।

বৈশাখী টেলিভিশনের পর্দায় থাকবে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন। মামুন আবদুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশের গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে পহেলা বৈশাখের স্পেশাল বৈশাখীর সকালের গানে অংশ নিবেন জনপ্রিয় সংগীত শিল্পী সালমা। তিনি গাইবেন দর্শকনন্দিত ৯টি গান। সকাল ৯টা ১০ মিনিটে পুরনো দিনের সিনেমার গান নিয়ে প্রচার হবে মিউজিক এ্যালবাম। দিবসটি উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে দুটি সিনেমা। সকাল ১০টা ২০মিনিটে প্রচার হবে ‘প্রাণের মানুষ’। অভিনয়ে- শাকিব খান, শাবনূর, ফেরদৌস প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘আয়নাবিবির পালা’। অভিনয়ে- ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে বৈশাখের বিশেষ নাটক ‘বৈশাখের ভালোবাসা’। সিদ্দিকের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সিদ্দিক, আহসানুল হক মিনু, সালেহা আহমেদ ও জাপানী অভিনেত্রী মাই আতানাবি প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে ‘যেই লাউ সেই কদু-২’। বেনু শর্মার চিত্রনাট্য ও আল হাজেনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, হায়দার আলী, শফিক খান দিলু, অলিউল হক রুমি। রাত ১১টায় প্রচার হবে ‘নীল ফুল’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিন্দু, আরেফিন শুভ প্রমুখ।