নারায়ণগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে আটক তিন শতাধিক

করোনা প্রাদুর্ভাবের কারণে নারায়ণগঞ্জ অবরুদ্ধ (লকডাউন)। নারায়ণগঞ্জ প্রবেশ-বাহিরে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু লকডাউন ভেঙ্গেই অনেকে নারায়ণগঞ্জ ছেড়ে বিভিন্ন স্থানে যাচ্ছেন। গত মঙ্গলবার রাতে লকডাউন ভেঙ্গে নৌ ও স্থলপথে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় কয়েকটি পিকআপ ভ্যান, বাল্কহেড, ট্রাক জব্দসহ তিন শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার চরবক্তাবলী ও দিবাগত রাত দেড়টার দিকে গাবতলী টাগারপাড়, মাউরাপট্টি এবং সাইনবোর্ড ও পঞ্চবটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মোট ৭টি পিকআপ ভ্যান, একটি ট্রাক ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জ ছেড়ে কিশোরগঞ্জ যাবার পথে প্রায় তিন শতাধিক লোক আটক করা হয়। আটকের পর তাদেরকে নিজ নিজ বাসায় পৌঁছে দিয়ে পরিবহনগুলো জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ , ৩ বৈশাখ ১৪২৭, ২১ শাবান ১৪৪১

লকডাউন অমান্য চলছেই

নারায়ণগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে আটক তিন শতাধিক

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

করোনা প্রাদুর্ভাবের কারণে নারায়ণগঞ্জ অবরুদ্ধ (লকডাউন)। নারায়ণগঞ্জ প্রবেশ-বাহিরে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু লকডাউন ভেঙ্গেই অনেকে নারায়ণগঞ্জ ছেড়ে বিভিন্ন স্থানে যাচ্ছেন। গত মঙ্গলবার রাতে লকডাউন ভেঙ্গে নৌ ও স্থলপথে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় কয়েকটি পিকআপ ভ্যান, বাল্কহেড, ট্রাক জব্দসহ তিন শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার চরবক্তাবলী ও দিবাগত রাত দেড়টার দিকে গাবতলী টাগারপাড়, মাউরাপট্টি এবং সাইনবোর্ড ও পঞ্চবটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মোট ৭টি পিকআপ ভ্যান, একটি ট্রাক ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জ ছেড়ে কিশোরগঞ্জ যাবার পথে প্রায় তিন শতাধিক লোক আটক করা হয়। আটকের পর তাদেরকে নিজ নিজ বাসায় পৌঁছে দিয়ে পরিবহনগুলো জব্দ করা হয়েছে।