সংক্রমিত এলাকা ও ডাক্তার মিলবে অ্যাপে

করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্বের মতো বাংলাদেশও স্থবির। মানুষকে ঘরে রাখতে কয়েক দফায় বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা লকডাউনের আওতায় নেয়া হচ্ছে। প্রাণঘাতী ভাইরাসের ভয় দূর করে সচেতনতা তৈরির পাশাপাশি আশপাশের আক্রান্তের তথ্য জানতে তৈরি করা হয়েছে করোনা আইডেন্টিফায়ার নামে অ্যাপ।

নির্মাতা প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড জানায়, এর ফিচারে যুক্ত আছে সংক্রমণ নিশ্চিতকরণ প্রক্রিয়াও। প্রাথমিকভাবে সরকারি মোবাইল সেবা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে অ্যাপটির হার্ডওয়্যার সহযোগিতা এবং পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মন্ত্রী জানান, ডিজিটাল প্রযুক্তির বহুল ব্যবহারের অন্যতম খাত স্বাস্থ্যসেবা। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তির যথাযথ ব্যবহারের সফলতা ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে প্রমাণিত।

আগামী সাতদিনের মধ্যে অ্যাপটি গুগল পে স্টোরে আপ করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। সংশিষ্টরা বলছেন, চলমান সংকট থেকে জনগণকে উত্তরণের জন্য ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের প্রয়াস হিসেবে নেয়া হয়েছে এ উদ্যোগ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসেবা দিতে ভার্চ্যুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’ প্যাটফর্ম চালু করেছে সরকার। বাংলাদেশের প্রথম লাইফ স্টাইল অ্যাপ ‘কথা’, ‘আরগো ভেনচারস লিমিটেড’ এবং ‘আমারল্যাব’ এর যৌথ উদ্যোগে এই হাসপাতাল সেবা চালু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, জনগণের জীবন সহজ করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মূল লক্ষ্য। দেশের সব জনগণকে ঘরে বসে নাগরিক সেবা দিতে প্রযুক্তির ব্যবহারের কোন বিকল্প নেই। সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

প্রাথমিকভাবে প্রায় ৪০ জনের বেশি ডাক্তারের সমন্বয়ে একটি দক্ষ টিম রোগীদের সেবা প্রদান করবেন এই প্লাটফর্মের মাধ্যমে। মেসেঞ্জারের মাধ্যমে বিনামূল্যে সেবা নেয়ার সুযোগ থাকবে। খুব শীঘ্রই এই সেবাটি মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রদান করা হবে। অনালাইনে বিনামূল্যে ডাক্তারের সেবা নিতে আমারল্যাব নামক ফেসবুক পেজে ভিজিট করতে হবে।

বিনামূল্যে সেবা নিতে নিম্নে প্রদত্ত লিংক ব্যবহার করতে হবে- https://web.facebook.com/amarlab.bd/

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ , ৩ বৈশাখ ১৪২৭, ২১ শাবান ১৪৪১

সংক্রমিত এলাকা ও ডাক্তার মিলবে অ্যাপে

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্বের মতো বাংলাদেশও স্থবির। মানুষকে ঘরে রাখতে কয়েক দফায় বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা লকডাউনের আওতায় নেয়া হচ্ছে। প্রাণঘাতী ভাইরাসের ভয় দূর করে সচেতনতা তৈরির পাশাপাশি আশপাশের আক্রান্তের তথ্য জানতে তৈরি করা হয়েছে করোনা আইডেন্টিফায়ার নামে অ্যাপ।

নির্মাতা প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড জানায়, এর ফিচারে যুক্ত আছে সংক্রমণ নিশ্চিতকরণ প্রক্রিয়াও। প্রাথমিকভাবে সরকারি মোবাইল সেবা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে অ্যাপটির হার্ডওয়্যার সহযোগিতা এবং পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মন্ত্রী জানান, ডিজিটাল প্রযুক্তির বহুল ব্যবহারের অন্যতম খাত স্বাস্থ্যসেবা। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তির যথাযথ ব্যবহারের সফলতা ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে প্রমাণিত।

আগামী সাতদিনের মধ্যে অ্যাপটি গুগল পে স্টোরে আপ করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। সংশিষ্টরা বলছেন, চলমান সংকট থেকে জনগণকে উত্তরণের জন্য ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের প্রয়াস হিসেবে নেয়া হয়েছে এ উদ্যোগ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসেবা দিতে ভার্চ্যুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’ প্যাটফর্ম চালু করেছে সরকার। বাংলাদেশের প্রথম লাইফ স্টাইল অ্যাপ ‘কথা’, ‘আরগো ভেনচারস লিমিটেড’ এবং ‘আমারল্যাব’ এর যৌথ উদ্যোগে এই হাসপাতাল সেবা চালু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, জনগণের জীবন সহজ করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মূল লক্ষ্য। দেশের সব জনগণকে ঘরে বসে নাগরিক সেবা দিতে প্রযুক্তির ব্যবহারের কোন বিকল্প নেই। সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

প্রাথমিকভাবে প্রায় ৪০ জনের বেশি ডাক্তারের সমন্বয়ে একটি দক্ষ টিম রোগীদের সেবা প্রদান করবেন এই প্লাটফর্মের মাধ্যমে। মেসেঞ্জারের মাধ্যমে বিনামূল্যে সেবা নেয়ার সুযোগ থাকবে। খুব শীঘ্রই এই সেবাটি মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রদান করা হবে। অনালাইনে বিনামূল্যে ডাক্তারের সেবা নিতে আমারল্যাব নামক ফেসবুক পেজে ভিজিট করতে হবে।

বিনামূল্যে সেবা নিতে নিম্নে প্রদত্ত লিংক ব্যবহার করতে হবে- https://web.facebook.com/amarlab.bd/