সোনারগাঁয়ে গুজব ছড়ানোয় জেলে ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগী করোনায় আক্রান্ত হয়নি বলে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে নজরুল ইসলাম নামের একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম (৪৭) হাড়িয়া এলাকার সানাউল্লাহ মিয়ার ছেলে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ , ৪ বৈশাখ ১৪২৭, ২২ শাবান ১৪৪১

সোনারগাঁয়ে গুজব ছড়ানোয় জেলে ১

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগী করোনায় আক্রান্ত হয়নি বলে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে নজরুল ইসলাম নামের একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম (৪৭) হাড়িয়া এলাকার সানাউল্লাহ মিয়ার ছেলে।