দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ

ঝালকাঠি

প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি জেলায় করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে ৮৩৩ মে.টন চাল ও ২৮ লাখ ৪১ হাজার ৫০০ টাকা এবং শিশু খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ করেছে। জেলা প্রশাসন জেলার ৪টি উপজেলা দুটি পৌরসভায় ৭২২ মে.টন চাল, ২৩ লাখ ৩৩ হাজার টাকা এবং শিশু খাদ্যের জন্য ৩ লাখ টাকা বুধবার পর্যন্ত উপ-বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থ-খাদ্য দিয়ে ৩৫ হাজার পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে এবং সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘিওর

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের (এম. পি) নির্দেশক্রমে ঢাকা মহানগর (উত্তর) সেচ্ছাসেবক লীগের সাবেক দফতর সম্পাদক মো. রবিউল আলম প্রধানের সার্বিক সহযোগিতায় মরণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে লোকজনের কাজকর্ম বন্ধ থাকায় ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে সামাজিক নিরাপত্তা মেনে প্রায় শতাধিক কর্মহীন ও দুস্থ লোকজনের পরিবারের মাঝে সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চালসহ বিভিন্ন সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রওশন আলম, বড়টিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি মো. ইউনুছ প্রধান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল প্রধান, বড়টিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হুমায়ুন কবির, এ্যাড. জাহাঙ্গীর কবির আরিফ, সাবেক ছাত্রনেতা মো. মহিদুর রহমান প্রধান ও মাহমুদুল কবির নাছিম প্রমুখ।

সৈয়দপুর

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে সৈয়দপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে কর্মহীন অসহায় গরিব, দুস্থদের মাঝে বিভিন্ন রকম শাক-সবজি বিতরণ করেছেন বসুন্ধরা কিংস এর সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম মিনহাজ। গত বুধবার উপজেলার কাশিরাম বেলপুকুর এবং খাতামধুপুর ইউনিয়নে কর্মহীনদের মাঝে ওই শাক-সবজি বিতরণ করা হয়েছে। পিকআপ ভ্যানে করে শাকসবজি নিয়ে উল্লিখিত দুইটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ৫০০ কর্মহীন মানুষের হাতে হাতে ওই শাক সবজি তুলে দেয়া হয়।

সিংগাইর

প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

সিংগাইরে গত বুধবার পর্যন্ত কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে তার দেয়া মোট ১২ টন চাল পর্যায়ক্রমে দুস্থদের মধ্যে বিতরণ করা হচ্ছে। ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন আ’লীগের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও শিল্পপতি জাহিদ আহমেদ টুলু। তারা গত বুধবার পর্যন্ত ২৫’শ দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শেষ করেছেন। এছাড়া জামির্ত্তা ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আ’লীগ নেতা আবুল হোসেন ও ইউপি সদস্য শাহজাহান সাজু প্রমুখ।

ফরিদপুর

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করছেন বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিফ ফোরাম (বিএফএফ)। নিয়মিত ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ফরিদপুর পৌরসভার ২৪ ও ২৬নং ওয়ার্ডের কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম তৈল, ৫০০ গ্রাম লবণ, ১টি সাবান ও ২টি মাস্ক।

মোরেলগঞ্জ

মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে নিজ গৃহে অবস্থানকারী শ্রমজীবী কর্মহীন পরিবারের কাছে গভীররাতে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেলেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান-এর নেতৃত্বে সহকারী কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্নাসহ একটি টিম আবাসন আশ্রয়ণের ৫৫ পরিবারের মাঝে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

গত বুধবার রাত সাড়ে ১০টায় বলেশ্বর নদীর তীরবর্তী মোরেলগঞ্জ উপজেলার সিমান্তবর্তী হোগলাপাশা ইউনিয়নের আবাসন আশ্রয়ন প্রকল্প। এ আশ্রয়ণে ৫৫ পরিবারে বসবাস।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ , ৪ বৈশাখ ১৪২৭, ২২ শাবান ১৪৪১

মানুষ মানুষের জন্য

দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ

ঝালকাঠি

প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি জেলায় করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে ৮৩৩ মে.টন চাল ও ২৮ লাখ ৪১ হাজার ৫০০ টাকা এবং শিশু খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ করেছে। জেলা প্রশাসন জেলার ৪টি উপজেলা দুটি পৌরসভায় ৭২২ মে.টন চাল, ২৩ লাখ ৩৩ হাজার টাকা এবং শিশু খাদ্যের জন্য ৩ লাখ টাকা বুধবার পর্যন্ত উপ-বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থ-খাদ্য দিয়ে ৩৫ হাজার পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে এবং সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘিওর

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের (এম. পি) নির্দেশক্রমে ঢাকা মহানগর (উত্তর) সেচ্ছাসেবক লীগের সাবেক দফতর সম্পাদক মো. রবিউল আলম প্রধানের সার্বিক সহযোগিতায় মরণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে লোকজনের কাজকর্ম বন্ধ থাকায় ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে সামাজিক নিরাপত্তা মেনে প্রায় শতাধিক কর্মহীন ও দুস্থ লোকজনের পরিবারের মাঝে সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চালসহ বিভিন্ন সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রওশন আলম, বড়টিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি মো. ইউনুছ প্রধান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল প্রধান, বড়টিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হুমায়ুন কবির, এ্যাড. জাহাঙ্গীর কবির আরিফ, সাবেক ছাত্রনেতা মো. মহিদুর রহমান প্রধান ও মাহমুদুল কবির নাছিম প্রমুখ।

সৈয়দপুর

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে সৈয়দপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে কর্মহীন অসহায় গরিব, দুস্থদের মাঝে বিভিন্ন রকম শাক-সবজি বিতরণ করেছেন বসুন্ধরা কিংস এর সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম মিনহাজ। গত বুধবার উপজেলার কাশিরাম বেলপুকুর এবং খাতামধুপুর ইউনিয়নে কর্মহীনদের মাঝে ওই শাক-সবজি বিতরণ করা হয়েছে। পিকআপ ভ্যানে করে শাকসবজি নিয়ে উল্লিখিত দুইটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ৫০০ কর্মহীন মানুষের হাতে হাতে ওই শাক সবজি তুলে দেয়া হয়।

সিংগাইর

প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

সিংগাইরে গত বুধবার পর্যন্ত কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে তার দেয়া মোট ১২ টন চাল পর্যায়ক্রমে দুস্থদের মধ্যে বিতরণ করা হচ্ছে। ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন আ’লীগের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও শিল্পপতি জাহিদ আহমেদ টুলু। তারা গত বুধবার পর্যন্ত ২৫’শ দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শেষ করেছেন। এছাড়া জামির্ত্তা ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আ’লীগ নেতা আবুল হোসেন ও ইউপি সদস্য শাহজাহান সাজু প্রমুখ।

ফরিদপুর

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করছেন বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিফ ফোরাম (বিএফএফ)। নিয়মিত ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ফরিদপুর পৌরসভার ২৪ ও ২৬নং ওয়ার্ডের কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম তৈল, ৫০০ গ্রাম লবণ, ১টি সাবান ও ২টি মাস্ক।

মোরেলগঞ্জ

মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে নিজ গৃহে অবস্থানকারী শ্রমজীবী কর্মহীন পরিবারের কাছে গভীররাতে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেলেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান-এর নেতৃত্বে সহকারী কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্নাসহ একটি টিম আবাসন আশ্রয়ণের ৫৫ পরিবারের মাঝে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

গত বুধবার রাত সাড়ে ১০টায় বলেশ্বর নদীর তীরবর্তী মোরেলগঞ্জ উপজেলার সিমান্তবর্তী হোগলাপাশা ইউনিয়নের আবাসন আশ্রয়ন প্রকল্প। এ আশ্রয়ণে ৫৫ পরিবারে বসবাস।