করোনা সংকটে ২০০ জনকে নগদ অর্থ দিলেন হাসান জাহাঙ্গীর

করোনা পরিস্থিতির কারনে সারা পৃথিবীতে চলছে ভয়াবহ সংকট। বেকার হয়ে পড়েছে মানুষজন। এমন পরিস্থিতিতে অনকে স্বচ্ছল পরিবারও পড়েছে বিপদে। সাধারণ খেটে খাওয়া মানুষদের মতো এই মানুষগুলো কারো কাছে লজ্জায় সাহায্যও চাইতে পারছে না। অপরদিকে সরকারী ত্রান হয়ে যাচ্ছে লুটপাট। দিশেহারা হয়ে উঠেছে মানুষ। এমন পরিস্থিতিতে এইসব মানুষের পাশে এগিয়ে আসছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ব্যাক্তিগত উদ্যোগে অনেক আশেপাশের মানুষদের সাহায্য সহযোগিতা করছেন। এগিয়ে এসছেন অভিনেতা ও পরিচালক হাসান জাগাঙ্গীরও। তিনি সাগায্য সহযোগিতার জন্য খুঁজে খুঁজে বের করছেন মিডিয়ার মানুষদের। নিজের গ্রাম এবং পরিচিতজন মিলিয়ে এযাবৎ ২০০ জনকে নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছেন জাহাঙ্গীর। এছাড়াও তিনি তার বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে গত দুই মাসের ভাড়া নেননি বলে জানা গেছে তার নিকটম একজনের কাছ থেকে। তিনি জানান, জাহাঙ্গীর দীর্ঘ দিন ধরে মিডিয়াতে যাদের সঙ্গে কাজ করে আসছেন তাদের নিজে ফোন করে খবর নিচ্ছেন। কারো সংকটের কথা জানলে তাকে সহযোগিতা করছেন। এছাড়া নিজের গ্রামে আশেপাশের লোকদেরও খবর নিচ্ছেন। অনেকে চাল ডাল খাবার সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন, কিন্তু এই সময়ে অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষের নগদ টাকার দরকার আছে, তাছাড়া অনেক সম্মানিত মানুষরা এই সময়ে বিপদে আছেন, তাদের হাতে চাল-ডাল তুলে দেওয়াটা বিব্রতকর। নগদ টাকা বিকাশ করে দেয়া যায়। তাই জাহাঙ্গীর গোপন গোপনে নগদ টাকা দিচ্ছেন।

এই দিকে হাসান জাহাঙ্গীরের রচনা, পরিচালনা ও অভিনয়ে বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’ এর পর্ব প্রচার আপাতত বন্ধ আছে। ১৫ এপ্রিল থেকে আবার প্রথম পর্ব থেকে নাটকটির প্রচার শুরু হয়েছে। তবে জানা গেছে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নাটকটির নতু পর্ব প্রচার শুরু হবে। এছাড়া করোনা পরিস্থিতিন জন্য ঈদের একটি ৭পর্ব ও কয়েকটি এক ঘন্টার নাটকের কাজ বন্ধু রেঝেছেন এই পরিচালক। পরিস্থিতি অনুকুলে আসলে দ্রুত কাগগুলো শুরু করবেন বলে জানা গেছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ , ৪ বৈশাখ ১৪২৭, ২২ শাবান ১৪৪১

করোনা সংকটে ২০০ জনকে নগদ অর্থ দিলেন হাসান জাহাঙ্গীর

বিনোদন প্রতিবেদক |

image

করোনা পরিস্থিতির কারনে সারা পৃথিবীতে চলছে ভয়াবহ সংকট। বেকার হয়ে পড়েছে মানুষজন। এমন পরিস্থিতিতে অনকে স্বচ্ছল পরিবারও পড়েছে বিপদে। সাধারণ খেটে খাওয়া মানুষদের মতো এই মানুষগুলো কারো কাছে লজ্জায় সাহায্যও চাইতে পারছে না। অপরদিকে সরকারী ত্রান হয়ে যাচ্ছে লুটপাট। দিশেহারা হয়ে উঠেছে মানুষ। এমন পরিস্থিতিতে এইসব মানুষের পাশে এগিয়ে আসছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ব্যাক্তিগত উদ্যোগে অনেক আশেপাশের মানুষদের সাহায্য সহযোগিতা করছেন। এগিয়ে এসছেন অভিনেতা ও পরিচালক হাসান জাগাঙ্গীরও। তিনি সাগায্য সহযোগিতার জন্য খুঁজে খুঁজে বের করছেন মিডিয়ার মানুষদের। নিজের গ্রাম এবং পরিচিতজন মিলিয়ে এযাবৎ ২০০ জনকে নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছেন জাহাঙ্গীর। এছাড়াও তিনি তার বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে গত দুই মাসের ভাড়া নেননি বলে জানা গেছে তার নিকটম একজনের কাছ থেকে। তিনি জানান, জাহাঙ্গীর দীর্ঘ দিন ধরে মিডিয়াতে যাদের সঙ্গে কাজ করে আসছেন তাদের নিজে ফোন করে খবর নিচ্ছেন। কারো সংকটের কথা জানলে তাকে সহযোগিতা করছেন। এছাড়া নিজের গ্রামে আশেপাশের লোকদেরও খবর নিচ্ছেন। অনেকে চাল ডাল খাবার সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন, কিন্তু এই সময়ে অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষের নগদ টাকার দরকার আছে, তাছাড়া অনেক সম্মানিত মানুষরা এই সময়ে বিপদে আছেন, তাদের হাতে চাল-ডাল তুলে দেওয়াটা বিব্রতকর। নগদ টাকা বিকাশ করে দেয়া যায়। তাই জাহাঙ্গীর গোপন গোপনে নগদ টাকা দিচ্ছেন।

এই দিকে হাসান জাহাঙ্গীরের রচনা, পরিচালনা ও অভিনয়ে বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’ এর পর্ব প্রচার আপাতত বন্ধ আছে। ১৫ এপ্রিল থেকে আবার প্রথম পর্ব থেকে নাটকটির প্রচার শুরু হয়েছে। তবে জানা গেছে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নাটকটির নতু পর্ব প্রচার শুরু হবে। এছাড়া করোনা পরিস্থিতিন জন্য ঈদের একটি ৭পর্ব ও কয়েকটি এক ঘন্টার নাটকের কাজ বন্ধু রেঝেছেন এই পরিচালক। পরিস্থিতি অনুকুলে আসলে দ্রুত কাগগুলো শুরু করবেন বলে জানা গেছে।