এসএসসি ফল নির্ধারিত সময়ে প্রকাশ হচ্ছে না

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমপর্যায়ের পরীক্ষার ফল নির্ধারিত সময়ে প্রকাশ হচ্ছে না। করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

তিনি গতকাল সাংবাদিকদের বলেন, ‘ফল প্রস্তুত করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন কোনভাবেই ফল ঘোষণা করা সম্ভব নয়। যানবাহন চলাচল শুরু হলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশ করা হবে।’

জানা গেছে, গত দশ বছর ধরেই পাবলিক পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের (কোভিড-১৯) কারণে এবার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এর ফলে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমও পিছিয়ে যাবে।

সরকার কোভিড-১৯ সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস আদালত কয়েক দফায় ছুটি ঘোষণা করে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস আদালত বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে সীমিত আকারে ব্যাংক ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এবারের এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।

আরও খবর
সারাদেশ ঝুঁকিপূর্ণ
জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে ডাব্লিউএফপি সংবাদ ডেস্ক করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ
আরও ৫০ লাখ দরিদ্র লোককে রেশনকার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী
বাদুরের দুই প্রজাতির মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া গেছে
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস
করোনা সৃষ্টি করছে দীর্ঘমেয়াদি প্রাণঘাতী সংকট
ইরানের ম্যাজিকাল ডিভাইসে ৫ সেকেন্ডে শনাক্ত হবে করোনা রোগী
মাঠে নামছে ‘দুর্যোগে আলোর গেরিলা’
আইইডিসিআরের ৬ কর্মী আক্রান্ত
করোনায় মৃত্যুর চেয়ে সুস্থতার হার বেশি
টিভি চ্যানেলের আরও ৪ জন করোনা আক্রান্ত
২৫০ ইউপি চেয়ারম্যান মেম্বার ডিলার আটক
করোনা আক্রান্ত বাংলাদেশি ১৩০০ ছাড়াল

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ , ৪ বৈশাখ ১৪২৭, ২২ শাবান ১৪৪১

এসএসসি ফল নির্ধারিত সময়ে প্রকাশ হচ্ছে না

নিজস্ব বার্তা পরিবেশক |

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমপর্যায়ের পরীক্ষার ফল নির্ধারিত সময়ে প্রকাশ হচ্ছে না। করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

তিনি গতকাল সাংবাদিকদের বলেন, ‘ফল প্রস্তুত করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন কোনভাবেই ফল ঘোষণা করা সম্ভব নয়। যানবাহন চলাচল শুরু হলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশ করা হবে।’

জানা গেছে, গত দশ বছর ধরেই পাবলিক পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের (কোভিড-১৯) কারণে এবার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এর ফলে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমও পিছিয়ে যাবে।

সরকার কোভিড-১৯ সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস আদালত কয়েক দফায় ছুটি ঘোষণা করে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস আদালত বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে সীমিত আকারে ব্যাংক ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এবারের এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।