কলাপাড়ায় দু’দিনে জ্বর ও শ্বাসকষ্টে মৃত্যু দুই

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা মো. নান্নু মোল্লা (৬৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) চিন্ময় হাওলাদার বলেন, দুপুর সোয়া ১২ টার সময় ওই রোগীকে হাসপাতালে আনা হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়। ঠিক সাড়ে ১২ টার সময় তিনি মারা যান। আমরা যখন দেখেছি, তখন তার জ্বর ছিল না। তবে তার শ্বাসকষ্ট ছিল। তা ছাড়া সে হৃদরোগেও আক্রান্ত ছিল। যেহেতু হাসপাতালে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, তাই তার নমুনা সংগ্রহ করে রোগ তত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে সে জ্বরে আক্রান্ত ছিল। চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিন্টু তালুকদার বলেন, নান্নু মোল্লা পেশায় একজন কৃষক। আমার পরিষদের একজন ইউপি সদস্যের মাধ্যমে তার মৃত্যু সংবাদটি পেয়েছি। খোঁজ নিয়ে জেনেছি, নান্নু মোল্লা আগে থেকেই শ্বাস কষ্টের রোগী ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এছাড়া কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পাঁচ গ্রামের ৪০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। গত বুধবার রাতে এবং বৃহস্পতিবার ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফিরেছে। ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, আইয়ুমপাড়া গ্রামে ফেরা ১৫ জন, তুলাতলীর সাত জন, আদর্শ গ্রামের আট জন, লেমুপাড়ার আট জন এবং ছোট বালিয়াতলী গ্রামের দুই জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।

কলাপাড়া প্রতিনিধি আরও জানান, পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া এক নারী (৪০) আজ ভোর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জগবন্ধু ম-ল প্রশাসনের সহায়তায় মৃতের পরিবারসহ দুটি বাড়ির ১১ সদস্যকে লকডাউন করে দিয়েছে। ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, দীর্ঘদিন ধরে সে লিভার সিরোসিসে আক্রান্ত ছিল। গত পড়শু সে হাসপাতালে ভর্তি হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মৃত গৃহবধূ করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত না। এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার দাফন করোনা রোগীদের রীতি অনুযায়ী সম্পন্ন হবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২০ , ৫ বৈশাখ ১৪২৭, ২৩ শাবান ১৪৪১

কলাপাড়ায় দু’দিনে জ্বর ও শ্বাসকষ্টে মৃত্যু দুই

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা মো. নান্নু মোল্লা (৬৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) চিন্ময় হাওলাদার বলেন, দুপুর সোয়া ১২ টার সময় ওই রোগীকে হাসপাতালে আনা হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়। ঠিক সাড়ে ১২ টার সময় তিনি মারা যান। আমরা যখন দেখেছি, তখন তার জ্বর ছিল না। তবে তার শ্বাসকষ্ট ছিল। তা ছাড়া সে হৃদরোগেও আক্রান্ত ছিল। যেহেতু হাসপাতালে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, তাই তার নমুনা সংগ্রহ করে রোগ তত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে সে জ্বরে আক্রান্ত ছিল। চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিন্টু তালুকদার বলেন, নান্নু মোল্লা পেশায় একজন কৃষক। আমার পরিষদের একজন ইউপি সদস্যের মাধ্যমে তার মৃত্যু সংবাদটি পেয়েছি। খোঁজ নিয়ে জেনেছি, নান্নু মোল্লা আগে থেকেই শ্বাস কষ্টের রোগী ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এছাড়া কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পাঁচ গ্রামের ৪০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। গত বুধবার রাতে এবং বৃহস্পতিবার ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফিরেছে। ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, আইয়ুমপাড়া গ্রামে ফেরা ১৫ জন, তুলাতলীর সাত জন, আদর্শ গ্রামের আট জন, লেমুপাড়ার আট জন এবং ছোট বালিয়াতলী গ্রামের দুই জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।

কলাপাড়া প্রতিনিধি আরও জানান, পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া এক নারী (৪০) আজ ভোর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জগবন্ধু ম-ল প্রশাসনের সহায়তায় মৃতের পরিবারসহ দুটি বাড়ির ১১ সদস্যকে লকডাউন করে দিয়েছে। ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, দীর্ঘদিন ধরে সে লিভার সিরোসিসে আক্রান্ত ছিল। গত পড়শু সে হাসপাতালে ভর্তি হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মৃত গৃহবধূ করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত না। এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার দাফন করোনা রোগীদের রীতি অনুযায়ী সম্পন্ন হবে।