সংসদের ৭তম অধিবেশন বসছে আজ

একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আজ বিকেল ৫টায় শুরু হবে। করোনা দুর্যোগকালে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংসেদর ষষ্ঠ অধিবেশন ১৮ ফেব্রুয়ারি সমাপ্ত হওয়ায় ১৮ এপ্রিলের মধ্যে পরবর্তী অধিবেশন শুরুর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় বলা আছে, সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করবেন। এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকবে না। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে এই অধিবেশনের মেয়াদ অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে। তবে সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এখন ঢাকায় আছেন এবং বয়সে তরুণ এমন সংসদ সদস্যদেরই (এমপি) শুধু সংসদে যাওয়ার জন্য উৎসাহিত করা হবে। সংসদে প্রবেশের সময় এমপিদের তাপমাত্রা মাপা হবে। এছাড়া সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করা হবে। কোরাম (৬০ সদস্য) পূর্ণ হলেই অধিবেশন শুরু হবে।

সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে এই অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংসদে জনসমাগম এড়াতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাতে কম হয় তা নিশ্চিত করা হবে। প্রয়োজন নেই এমন কর্মকর্তা-কর্মচারীদের আসতে নিরুৎসাহিত করা হবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২০ , ৫ বৈশাখ ১৪২৭, ২৩ শাবান ১৪৪১

সংসদের ৭তম অধিবেশন বসছে আজ

নিজস্ব বার্তা পরিবেশক |

একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আজ বিকেল ৫টায় শুরু হবে। করোনা দুর্যোগকালে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংসেদর ষষ্ঠ অধিবেশন ১৮ ফেব্রুয়ারি সমাপ্ত হওয়ায় ১৮ এপ্রিলের মধ্যে পরবর্তী অধিবেশন শুরুর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় বলা আছে, সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করবেন। এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকবে না। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে এই অধিবেশনের মেয়াদ অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে। তবে সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এখন ঢাকায় আছেন এবং বয়সে তরুণ এমন সংসদ সদস্যদেরই (এমপি) শুধু সংসদে যাওয়ার জন্য উৎসাহিত করা হবে। সংসদে প্রবেশের সময় এমপিদের তাপমাত্রা মাপা হবে। এছাড়া সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করা হবে। কোরাম (৬০ সদস্য) পূর্ণ হলেই অধিবেশন শুরু হবে।

সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে এই অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংসদে জনসমাগম এড়াতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাতে কম হয় তা নিশ্চিত করা হবে। প্রয়োজন নেই এমন কর্মকর্তা-কর্মচারীদের আসতে নিরুৎসাহিত করা হবে।