আড়তদারকে জরিমানা

যথেষ্ট মজুদ থাকার পরেও হঠাৎ বাড়ছে পিয়াজের দাম। এক সপ্তাহে নিত্যপণ্যটির দাম প্রায় দ্বিগুণ বেড়ে এখন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তাই পিয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর পাইকারি বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।

শুক্রবার রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজারের পিয়াজের আড়ৎ ও পাইকারি বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার ম-ল।

বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের মাধ্যমে শ্যামবাজারের পাইকারি পিয়াজের আড়তে অভিযান চালানো হয়। কিছু প্রতিষ্ঠান বেশি দামে পিয়াজ বিক্রি করছে। তাদের কাছে পিয়াজের ক্রয় রসিদ চাওয়া হয়। কিন্তু তারা ক্রয় রসিদ দেখাতে পারছেন না, আবার অনেকে দেখাতে রাজি হয়নি। প্রতিষ্ঠানগুলো অনৈতিকভাবে বাজারে সংকট সৃষ্টি করে বেশি মূল্যে পিয়াজ বিক্রি করছে। তাই মূল্য তালিকা প্রদর্শন না করে কারসাজির মাধ্যমে পিয়াজের দাম বাড়ানোর অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

শনিবার, ১৮ এপ্রিল ২০২০ , ৫ বৈশাখ ১৪২৭, ২৩ শাবান ১৪৪১

পিয়াজের দামে কারসাজি

আড়তদারকে জরিমানা

নিজস্ব বার্তা পরিবেশক |

যথেষ্ট মজুদ থাকার পরেও হঠাৎ বাড়ছে পিয়াজের দাম। এক সপ্তাহে নিত্যপণ্যটির দাম প্রায় দ্বিগুণ বেড়ে এখন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তাই পিয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর পাইকারি বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।

শুক্রবার রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজারের পিয়াজের আড়ৎ ও পাইকারি বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার ম-ল।

বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের মাধ্যমে শ্যামবাজারের পাইকারি পিয়াজের আড়তে অভিযান চালানো হয়। কিছু প্রতিষ্ঠান বেশি দামে পিয়াজ বিক্রি করছে। তাদের কাছে পিয়াজের ক্রয় রসিদ চাওয়া হয়। কিন্তু তারা ক্রয় রসিদ দেখাতে পারছেন না, আবার অনেকে দেখাতে রাজি হয়নি। প্রতিষ্ঠানগুলো অনৈতিকভাবে বাজারে সংকট সৃষ্টি করে বেশি মূল্যে পিয়াজ বিক্রি করছে। তাই মূল্য তালিকা প্রদর্শন না করে কারসাজির মাধ্যমে পিয়াজের দাম বাড়ানোর অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।