টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতির কারণে টিভি চ্যানেলগুলো বেকায়দায় পড়েছেন। শুটিং বন্ধ থাকায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে চ্যানেলগুলোতে প্রচারাধিন ধারাবাহিক নাটক। শিল্পীরা ঘরমুখো হওয়ায় লাইভ প্রোগামসহ অন্যান্য প্রোগমগুলো তৈরি করতেও ঝামেলা পোহাতে হচ্ছে। কিন্তু এই সময়টাতেই ঘরে বন্ধি থাকা মানুষদের বেশি বিনোদন প্রয়োজন। এমন অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের মানুষ ঘরে এখন বন্দিদশায় আছেন। যার কারণে তাদের মানসিক চাপ বাড়ছে। এই সময় টিভিতে যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হয় তাহলে তাদের মানসিক চাপ কমবে বলে আশা করি।’ শুক্রবার ( ১৭ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে এ আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার সংক্রমণ রোধ করা। এ যুদ্ধের মূলমন্ত্র ঘরে থাকা।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহসহ এখন ৪০টি জেলায় করোনা রোগী পাওয়া যাচ্ছে। বেশিরভাগ রোগীই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গেছে। লকডাউন যদি আরও ভালো হয়, তাহলে করোনাভাইরাস আর ছড়াতে পারবে না।’ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকারও আহ্বান জানান তিনি।

রবিবার, ১৯ এপ্রিল ২০২০ , ৬ বৈশাখ ১৪২৭, ২৪ শাবান ১৪৪১

টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বিনোদন প্রতিবেদক |

image

করোনা পরিস্থিতির কারণে টিভি চ্যানেলগুলো বেকায়দায় পড়েছেন। শুটিং বন্ধ থাকায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে চ্যানেলগুলোতে প্রচারাধিন ধারাবাহিক নাটক। শিল্পীরা ঘরমুখো হওয়ায় লাইভ প্রোগামসহ অন্যান্য প্রোগমগুলো তৈরি করতেও ঝামেলা পোহাতে হচ্ছে। কিন্তু এই সময়টাতেই ঘরে বন্ধি থাকা মানুষদের বেশি বিনোদন প্রয়োজন। এমন অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের মানুষ ঘরে এখন বন্দিদশায় আছেন। যার কারণে তাদের মানসিক চাপ বাড়ছে। এই সময় টিভিতে যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হয় তাহলে তাদের মানসিক চাপ কমবে বলে আশা করি।’ শুক্রবার ( ১৭ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে এ আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার সংক্রমণ রোধ করা। এ যুদ্ধের মূলমন্ত্র ঘরে থাকা।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহসহ এখন ৪০টি জেলায় করোনা রোগী পাওয়া যাচ্ছে। বেশিরভাগ রোগীই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গেছে। লকডাউন যদি আরও ভালো হয়, তাহলে করোনাভাইরাস আর ছড়াতে পারবে না।’ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকারও আহ্বান জানান তিনি।