ঈদের আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

দেশে করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ঈদের আগে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সাধারণ ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে আগামী বৃহস্পতি বা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নতুন ঘোষণা দেয়া হতে পারে। সর্বশেষ ঘোষণা অনুসারে, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। তবে ক্যালেন্ডার অনুসারে ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত আছে রমজান ও ঈদের ছুটি। এ কারণে রমজান ও ঈদের ছুটি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার চিন্তাভাবনা করছে শিক্ষা প্রশাসন।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন বিকল্প নেই। এরপরও সরকারের ছুটির সঙ্গে সঙ্গতি রেখেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা করছে মন্ত্রনালয়।

তারা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতোমধ্যে বন্ধ হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিয়ে প্রাথমিক ও মাধ্যমিতের শিক্ষার্থীদের জন্য টিভিতে শুরু হয়েছে ক্লাস প্রচার। বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে শিক্ষার পুরো ক্যালেন্ডারই ওলট-পালট হয়ে যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেছেন, ‘আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখনও ঈদ পর্যন্ত ছুটি দেয়ার কোন সিদ্ধান্ত হয়নি। সরকারের ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু সব কিছু্ইৃ নির্ভর করছে আগামী কয়েকদিনের পরিস্থিতি দেখে। সরকারের ছুটি ঘোষণার বিষয়টিতে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নেব। সরকারের ছুটি ঘোষণা কিভাবে আসে তা দেখে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার আমরা হয়তো নতুন কোন ঘোষণা দিতে পারবো।’

২৫ এপ্রিল থেকে এমনিতেই ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের ছুটি। এ প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, ‘হ্যাঁ ছুটি আছে। তাই এসব বিষয় নিয়েই আমরা আলোচনা করে ঘোষণা দিব। তবে এখনই আমরা কোন ঘোষণা দিচ্ছি না।’

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। তবে ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত রমজানের ছুটি আছে। খোলা হবে ঈদের পর।’

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ছুটি ঈদ পর্যন্ত বাড়ালে একই পদক্ষেপ নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেছেন, ‘শিক্ষা মন্ত্রনালয়ের সঙ্গে আমরা কথা বলছি। তারা ঈদের ছুটি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিলে একই সিদ্ধান্ত আমরাও নেবো।’

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, ‘পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে শিক্ষার্থীদের ছুটি দীর্ঘায়িত করা ছাড়া আর কোন উপায় নেই। পরিস্থিতির ওপর বিবেচনা করে এ ছুটি আরও বাড়ানো হবে।’

টিভিতে আজ থেকে নতুন রুটিনে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস : সংসদ টেলিভিশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সম্প্রচারের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী আজ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিদিন প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন, বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট। শুরু হবে সকাল ৯টায়।

এদিকে মাধ্যমিকের আরও এক সপ্তাহের নতুন ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। আজ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মাধমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত পাঁচটি শ্রেণীর মোট ১০টি ক্লাস সম্প্রচার করা হবে সংসদ টিভিতে।

আরও খবর
সারাদেশে দু’শতাধিক ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত
পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে প্রধানমন্ত্রী
করোনার নতুন কেন্দ্র হতে পারে আফ্রিকা
যেসব দেশ যেভাবে নিয়ন্ত্রণ করলো সংক্রমণ
মৃত্যু দেড় লাখ ও আক্রান্ত সাড়ে ২২ লাখ ছাড়িয়েছে
২৪ ঘণ্টায় দেশে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৩০৬
লকডাউন না মেনে লাখো মানুষের ঢল
ঈদের নামাজও বাসায় সৌদির গ্র্যান্ড মুফতি
লকডাউন না মানলে ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা
ছুটি আরও বাড়তে পারে
কৃষক বাঁচাতে কৃষিপণ্যের বাজারজাত নিশ্চিত করতে হবে : দেবপ্রিয়
পুলিশের ৬৫ সদস্য করোনায় আক্রান্ত
দশ মিনিটে করোনা শনাক্ত
নারায়ণগঞ্জে নেই করোনা পরীক্ষাগার
লকডাউন পুরোপুরি কার্যকর হচ্ছে না কেন?

রবিবার, ১৯ এপ্রিল ২০২০ , ৬ বৈশাখ ১৪২৭, ২৪ শাবান ১৪৪১

করোনা পরিস্থিতির উন্নতি না হলে

ঈদের আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব বার্তা পরিবেশক |

দেশে করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ঈদের আগে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সাধারণ ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে আগামী বৃহস্পতি বা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নতুন ঘোষণা দেয়া হতে পারে। সর্বশেষ ঘোষণা অনুসারে, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। তবে ক্যালেন্ডার অনুসারে ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত আছে রমজান ও ঈদের ছুটি। এ কারণে রমজান ও ঈদের ছুটি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার চিন্তাভাবনা করছে শিক্ষা প্রশাসন।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন বিকল্প নেই। এরপরও সরকারের ছুটির সঙ্গে সঙ্গতি রেখেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা করছে মন্ত্রনালয়।

তারা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতোমধ্যে বন্ধ হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিয়ে প্রাথমিক ও মাধ্যমিতের শিক্ষার্থীদের জন্য টিভিতে শুরু হয়েছে ক্লাস প্রচার। বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে শিক্ষার পুরো ক্যালেন্ডারই ওলট-পালট হয়ে যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেছেন, ‘আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখনও ঈদ পর্যন্ত ছুটি দেয়ার কোন সিদ্ধান্ত হয়নি। সরকারের ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু সব কিছু্ইৃ নির্ভর করছে আগামী কয়েকদিনের পরিস্থিতি দেখে। সরকারের ছুটি ঘোষণার বিষয়টিতে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নেব। সরকারের ছুটি ঘোষণা কিভাবে আসে তা দেখে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার আমরা হয়তো নতুন কোন ঘোষণা দিতে পারবো।’

২৫ এপ্রিল থেকে এমনিতেই ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের ছুটি। এ প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, ‘হ্যাঁ ছুটি আছে। তাই এসব বিষয় নিয়েই আমরা আলোচনা করে ঘোষণা দিব। তবে এখনই আমরা কোন ঘোষণা দিচ্ছি না।’

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। তবে ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত রমজানের ছুটি আছে। খোলা হবে ঈদের পর।’

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ছুটি ঈদ পর্যন্ত বাড়ালে একই পদক্ষেপ নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেছেন, ‘শিক্ষা মন্ত্রনালয়ের সঙ্গে আমরা কথা বলছি। তারা ঈদের ছুটি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিলে একই সিদ্ধান্ত আমরাও নেবো।’

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, ‘পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে শিক্ষার্থীদের ছুটি দীর্ঘায়িত করা ছাড়া আর কোন উপায় নেই। পরিস্থিতির ওপর বিবেচনা করে এ ছুটি আরও বাড়ানো হবে।’

টিভিতে আজ থেকে নতুন রুটিনে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস : সংসদ টেলিভিশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সম্প্রচারের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী আজ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিদিন প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন, বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট। শুরু হবে সকাল ৯টায়।

এদিকে মাধ্যমিকের আরও এক সপ্তাহের নতুন ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। আজ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মাধমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত পাঁচটি শ্রেণীর মোট ১০টি ক্লাস সম্প্রচার করা হবে সংসদ টিভিতে।