ত্রিশ টাকার টিকিটেই করোনা পরীক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো ও রোগ শনাক্তে ৩০ টাকা নেয়া হচ্ছে। শুধু টিকিটের জন্য এ খরচ নেয়া হয়। ডাক্তার দেখানো ও করোনাভাইরাস টেস্ট পরীক্ষার জন্য আর কোন টাকা নেয়া হয় না। রোগীরা গেলে টিকিট সংগ্রহ করে করোনা টেস্ট করতে পারবে।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে, ভার্সিটির বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে গতকাল পর্যন্ত প্রায় দু’হাজার (১৯৭৯) জন রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গতকাল ২৮৬ জনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। গত ২১ মার্চ এই ফিভার ক্লিনিক চালু করা হয়। গত ১ এপ্রিল বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে ১৭২ জনসহ এ পর্যন্ত প্রায় ১৩ শত (১২৯৬) জন রোগীর স্যাম্পল সংগ্রহ করে করোনাভাইরাস শনাক্তের জন্য টেস্ট করা হয়েছে। আর রোগীদের সুবিধিার্থে ইতোমধ্যে চালু করা হেল্প লাইন, জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও অব্যাহত রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগেও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ এর অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে চোখ রাখুন একাত্তর টিভিতে বিকেল ৩টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৯টায় চোখ রাখুন আর টিভিতে। গত ৫ টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবাকেন্দ্র ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’-এর এই সময় উপযোগী সেবা কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন।

জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক ২৮৬ জন রোগী গতকাল ফিভার ক্লিনিকে সেবা গ্রহণ করেছেন। একই দিনে করোনাভাইরাস ল্যাবরেটরিতে ১৭২ জন রোগীর স্যাম্পল টেস্ট করার জন্য সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে গত ১ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ১২৯৬ জন রোগীর করোনা টেস্ট করার জন্য স্যাম্পল সংগ্রহ করা হলো। করোনা পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশক্রমে।

রবিবার, ১৯ এপ্রিল ২০২০ , ৬ বৈশাখ ১৪২৭, ২৪ শাবান ১৪৪১

বঙ্গবন্ধু ভার্সিটি

ত্রিশ টাকার টিকিটেই করোনা পরীক্ষা

নিজস্ব বার্তা পরিবেশক |

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো ও রোগ শনাক্তে ৩০ টাকা নেয়া হচ্ছে। শুধু টিকিটের জন্য এ খরচ নেয়া হয়। ডাক্তার দেখানো ও করোনাভাইরাস টেস্ট পরীক্ষার জন্য আর কোন টাকা নেয়া হয় না। রোগীরা গেলে টিকিট সংগ্রহ করে করোনা টেস্ট করতে পারবে।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে, ভার্সিটির বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে গতকাল পর্যন্ত প্রায় দু’হাজার (১৯৭৯) জন রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গতকাল ২৮৬ জনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। গত ২১ মার্চ এই ফিভার ক্লিনিক চালু করা হয়। গত ১ এপ্রিল বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে ১৭২ জনসহ এ পর্যন্ত প্রায় ১৩ শত (১২৯৬) জন রোগীর স্যাম্পল সংগ্রহ করে করোনাভাইরাস শনাক্তের জন্য টেস্ট করা হয়েছে। আর রোগীদের সুবিধিার্থে ইতোমধ্যে চালু করা হেল্প লাইন, জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও অব্যাহত রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগেও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ এর অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে চোখ রাখুন একাত্তর টিভিতে বিকেল ৩টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৯টায় চোখ রাখুন আর টিভিতে। গত ৫ টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবাকেন্দ্র ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’-এর এই সময় উপযোগী সেবা কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন।

জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক ২৮৬ জন রোগী গতকাল ফিভার ক্লিনিকে সেবা গ্রহণ করেছেন। একই দিনে করোনাভাইরাস ল্যাবরেটরিতে ১৭২ জন রোগীর স্যাম্পল টেস্ট করার জন্য সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে গত ১ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ১২৯৬ জন রোগীর করোনা টেস্ট করার জন্য স্যাম্পল সংগ্রহ করা হলো। করোনা পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশক্রমে।