টিসিবির তেল চিনি বিক্রির অভিযোগে গ্রেফতার চার

যুবলীগ নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কিশোরগঞ্জে গতকাল বিপুল পরিমাণ টিসিবির তেল, ডাল ও চিনি কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার ও তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঢাকার নবাবগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে ১০ টাকা মূল্যের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

কিশোরগঞ্জ জেলা বার্তা পরিবেশক জানান, কিশোরগঞ্জে চোরাই পথে টিসিবির তেল, চিনি ও ডাল বিক্রি করে দেয়া ডিলারকে তিন ব্যবসায়ীসহ র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা গতকাল বিকেল তিনটার দিকে শহরতলির সতাল এলাকা থেকে শহীদুল্লাহর ছেলে টিসিবি ডিলার অলিউল্লাহ (২৮) ও তিন ব্যবসায়ী আবদুল হাকিম ((৪৫), আবু তাহের ((৩৮) ও মাহতাব উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছেন। এ সময় তিন ব্যবসায়ীর কাছে কালোবাজারে বিক্রি করে দেয়া ৫৮৮ লিটার তেল, ৪৯ কেজি ডাল ও ৪৯ কেজি চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউয়িন যুবলীগের সভাপতি গোলাম সারোয়ার হোসেন (ভুলু)-এর বিরুদ্ধে সরকারের জনবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল ও কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই ইউনিয়নের ওএমএস চালের ডিলার। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ৩শ’ টাকায় ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও তিনি দিয়েছেন প্রতি বস্তায় ২২-২৬ কেজি। এছাড়া ভিজিএফকার্ড ও ১০ টাকা মূল্যের চালের কার্ড দিতে ২০০-৫০০ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ পাওয়া যায়। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েও তিনি কোন কার্ড বা চাল সহায়তা দেননি। এ বিষয়ে এলাকাবাসীর স্বহস্তে স্বাক্ষরপূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তারা ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে ডিলার গোলাম সারোয়ার হোসেন (ভুলু)’র মুঠো ফোনে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকবার সংযোগ দেয়া হয়। প্রতিবারই মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আগলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. ফরিদ অভিযোগের সত্যতা জানিয়ে বলেন, আমি বিষয়টি শুনেছি। চাল বিতরণে আমাদের কোন দায়িত্ব দেয়া হয়নি। তাই সে সময়ে ছিলাম না। আগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ খান বলেন, ভুলুর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এলাকায় নানান অপকর্মের সঙ্গে জড়িত সে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু বলেন, অভিযোগটি আমার কাছে আসেনি। তবুও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষয়টি তদন্ত করবেন।

রবিবার, ১৯ এপ্রিল ২০২০ , ৬ বৈশাখ ১৪২৭, ২৪ শাবান ১৪৪১

টিসিবির তেল চিনি বিক্রির অভিযোগে গ্রেফতার চার

যুবলীগ নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সংবাদ ডেস্ক |

কিশোরগঞ্জে গতকাল বিপুল পরিমাণ টিসিবির তেল, ডাল ও চিনি কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার ও তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঢাকার নবাবগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে ১০ টাকা মূল্যের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

কিশোরগঞ্জ জেলা বার্তা পরিবেশক জানান, কিশোরগঞ্জে চোরাই পথে টিসিবির তেল, চিনি ও ডাল বিক্রি করে দেয়া ডিলারকে তিন ব্যবসায়ীসহ র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা গতকাল বিকেল তিনটার দিকে শহরতলির সতাল এলাকা থেকে শহীদুল্লাহর ছেলে টিসিবি ডিলার অলিউল্লাহ (২৮) ও তিন ব্যবসায়ী আবদুল হাকিম ((৪৫), আবু তাহের ((৩৮) ও মাহতাব উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছেন। এ সময় তিন ব্যবসায়ীর কাছে কালোবাজারে বিক্রি করে দেয়া ৫৮৮ লিটার তেল, ৪৯ কেজি ডাল ও ৪৯ কেজি চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউয়িন যুবলীগের সভাপতি গোলাম সারোয়ার হোসেন (ভুলু)-এর বিরুদ্ধে সরকারের জনবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল ও কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই ইউনিয়নের ওএমএস চালের ডিলার। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ৩শ’ টাকায় ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও তিনি দিয়েছেন প্রতি বস্তায় ২২-২৬ কেজি। এছাড়া ভিজিএফকার্ড ও ১০ টাকা মূল্যের চালের কার্ড দিতে ২০০-৫০০ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ পাওয়া যায়। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েও তিনি কোন কার্ড বা চাল সহায়তা দেননি। এ বিষয়ে এলাকাবাসীর স্বহস্তে স্বাক্ষরপূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তারা ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে ডিলার গোলাম সারোয়ার হোসেন (ভুলু)’র মুঠো ফোনে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকবার সংযোগ দেয়া হয়। প্রতিবারই মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আগলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. ফরিদ অভিযোগের সত্যতা জানিয়ে বলেন, আমি বিষয়টি শুনেছি। চাল বিতরণে আমাদের কোন দায়িত্ব দেয়া হয়নি। তাই সে সময়ে ছিলাম না। আগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ খান বলেন, ভুলুর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এলাকায় নানান অপকর্মের সঙ্গে জড়িত সে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু বলেন, অভিযোগটি আমার কাছে আসেনি। তবুও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষয়টি তদন্ত করবেন।