চার জেলায় জ্বর-সর্দি শ্বাসকষ্টে মৃত্যু ৬

চাটখিল

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) গত শনিবার রাতে তার নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে সর্দি জ্বর ও ডায়াবেটিস এ ভুগছিলেন। চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে তাহারা রাতেই মহিলার বাড়িতে গিয়ে মহিলা ও তার ২ সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোববার সকালে চট্টগ্রামে প্রেরণ করেছেন।

সাভার

প্রতিনিধি, সাভার (ঢাকা )

ঢাকা সাভারে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়েছে। গত শনিবার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার দায়িত্বরত কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত ওই বৃদ্ধ সাভারের কাউন্দিয়া ইউনিয়নের দিয়াবাড়ি ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়। এ সময় তিনি জানান, কয়েকদিন পূর্বে ওই ব্যক্তিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তে জন্য ভর্তি করানো হয়। পরে শনিবার ভোর ৪টার দিকে তার অবস্থার অবনতি হলে ৫টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় । ওই বৃদ্ধ হাঁপানিসহ বিভিন্ন রোগে পূর্বে থেকেই আক্রান্ত ছিলেন বলেও জানান ওই চিকিৎসক। এ পর্যন্ত সাভারে তিন চিকিৎসকসহ মোট ৫ জন কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছে। এদের মধ্যে এই প্রথম সাভার উপজেলায় কোভিড আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটল ।

বরিশাল

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশালে নোভেল করোনা উপসর্গ নিয়ে ৩০ ঘণ্টার ব্যবধানে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ (করোনা আক্রান্ত) এবং একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। সর্বশেষ গত শনিবার সকাল ১০টা ১০ মিনিটে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পিরোজপুরের কাউখালি উপজেলার বিয়ারঝুড়ি এলাকার এক বৃদ্ধ (৮০) মারা যান। জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ১৫ এপ্রিল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। মারা যাওয়ার আগে শুক্রবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়। গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের করোনা ওয়ার্ডে বরগুনার বেতাগীর ফুলতলা এলাকার ৭২ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়। মারা যাওয়ার পর শুক্রবার রাতে পাওয়া তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়। শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। একইদিন ভোর ৪টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক নারী (৪০) মারা যান। ওইদিন রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়। জ্বর-সর্দি-কাশি নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করেন।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, শনিবার দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ২২ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগৈলঝাড়ার একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক এবং মেডিকেল কলেজের ৫ম বর্ষের এক ছাত্রকে বিশেষ ব্যবস্থায় শনিবার ঢাকায় নিয়ে যাওয়া হয়। মেডিকেল কলেজের ছাত্রাবাসে এক ছাত্রের করোনা আক্রান্তের খবরে মেডিকেল কলেজের পেছনের গেট গতকাল সকালে স্থানীয়রা বাঁশ-কাঠ দিয়ে আটকে দিয়েছে।

গোপালগঞ্জ

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে কাশিতে আক্রান্ত হয়ে বাদল মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের হরিদাসপুর গ্রামের বিভূতি ম-লের ছেলে। গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠিয়েছেন। বাদল মণ্ডল বিগত ৫ বছর ধরে যক্ষায় ভুগছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘শনিবার ভোর বাদল মণ্ডল নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘ ৫ বছর ধরে যক্ষায় ভুগছিলেন। তিনি যক্ষা রোগী হিসেবে দীর্ঘ ৫ বছর ধরে গোপালগঞ্জ বক্ষব্যধি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন।ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের নমুনা রিপোর্ট আসার আগ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।’ গোপালগঞ্জে সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, ‘ওই ব্যক্তির নমুনা ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হচ্ছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২০ , ৭ বৈশাখ ১৪২৭, ২৫ শাবান ১৪৪১

চার জেলায় জ্বর-সর্দি শ্বাসকষ্টে মৃত্যু ৬

চাটখিল

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) গত শনিবার রাতে তার নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে সর্দি জ্বর ও ডায়াবেটিস এ ভুগছিলেন। চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে তাহারা রাতেই মহিলার বাড়িতে গিয়ে মহিলা ও তার ২ সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোববার সকালে চট্টগ্রামে প্রেরণ করেছেন।

সাভার

প্রতিনিধি, সাভার (ঢাকা )

ঢাকা সাভারে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়েছে। গত শনিবার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার দায়িত্বরত কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত ওই বৃদ্ধ সাভারের কাউন্দিয়া ইউনিয়নের দিয়াবাড়ি ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়। এ সময় তিনি জানান, কয়েকদিন পূর্বে ওই ব্যক্তিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তে জন্য ভর্তি করানো হয়। পরে শনিবার ভোর ৪টার দিকে তার অবস্থার অবনতি হলে ৫টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় । ওই বৃদ্ধ হাঁপানিসহ বিভিন্ন রোগে পূর্বে থেকেই আক্রান্ত ছিলেন বলেও জানান ওই চিকিৎসক। এ পর্যন্ত সাভারে তিন চিকিৎসকসহ মোট ৫ জন কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছে। এদের মধ্যে এই প্রথম সাভার উপজেলায় কোভিড আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটল ।

বরিশাল

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশালে নোভেল করোনা উপসর্গ নিয়ে ৩০ ঘণ্টার ব্যবধানে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ (করোনা আক্রান্ত) এবং একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। সর্বশেষ গত শনিবার সকাল ১০টা ১০ মিনিটে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পিরোজপুরের কাউখালি উপজেলার বিয়ারঝুড়ি এলাকার এক বৃদ্ধ (৮০) মারা যান। জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ১৫ এপ্রিল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। মারা যাওয়ার আগে শুক্রবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়। গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের করোনা ওয়ার্ডে বরগুনার বেতাগীর ফুলতলা এলাকার ৭২ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়। মারা যাওয়ার পর শুক্রবার রাতে পাওয়া তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়। শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। একইদিন ভোর ৪টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক নারী (৪০) মারা যান। ওইদিন রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়। জ্বর-সর্দি-কাশি নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করেন।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, শনিবার দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ২২ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগৈলঝাড়ার একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক এবং মেডিকেল কলেজের ৫ম বর্ষের এক ছাত্রকে বিশেষ ব্যবস্থায় শনিবার ঢাকায় নিয়ে যাওয়া হয়। মেডিকেল কলেজের ছাত্রাবাসে এক ছাত্রের করোনা আক্রান্তের খবরে মেডিকেল কলেজের পেছনের গেট গতকাল সকালে স্থানীয়রা বাঁশ-কাঠ দিয়ে আটকে দিয়েছে।

গোপালগঞ্জ

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে কাশিতে আক্রান্ত হয়ে বাদল মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের হরিদাসপুর গ্রামের বিভূতি ম-লের ছেলে। গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠিয়েছেন। বাদল মণ্ডল বিগত ৫ বছর ধরে যক্ষায় ভুগছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘শনিবার ভোর বাদল মণ্ডল নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘ ৫ বছর ধরে যক্ষায় ভুগছিলেন। তিনি যক্ষা রোগী হিসেবে দীর্ঘ ৫ বছর ধরে গোপালগঞ্জ বক্ষব্যধি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন।ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের নমুনা রিপোর্ট আসার আগ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।’ গোপালগঞ্জে সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, ‘ওই ব্যক্তির নমুনা ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হচ্ছে।