অবশেষে নারায়ণগঞ্জে বসছে পিসিআর মেশিন

যায়নি নমুনা সংগ্রহকারী দল

অবশেষে নারায়ণগঞ্জে স্থাপন করা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পিসিআর মেশিন স্থাপন করা হবে বলেও জানান তিনি।

সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ সংবাদকে বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতিতে এখানে একটি পিসিআর মেশিন স্থাপন অতিব জরুরি। স্বাস্থ্য বিভাগ থেকেও এ বিষয়ে নির্দেশনা এসেছে। নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে মেশিনটি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে পিসিআর মেশিন বসানো হবে। সে লক্ষে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

রাজধানী ঢাকার পর করোনার প্রাদুর্ভাব নারায়ণগঞ্জে বেশি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গতকাল সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৩০ জন। আক্রান্তদের মধ্যে জেলা সিভিল সার্জন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি হাসপাতালের ৮ চিকিৎসকসহ ২৭ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আক্রান্ত হয়েছেন জেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেটও। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৬ জন। এমন পরিস্থিতিতে জেলায় করোনা পরীক্ষার ল্যাব কিংবা পিসিআর মেশিন স্থাপনের দাবি জানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ৪৬টি সংগঠন। গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে পিসিআর মেশিন বসানোর জন্য দাবি জানালে স্বাস্থ্য বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নমুনা সংগ্রহকারী দল যায়নি

এদিকে নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ঢাকা থেকে ২৫ সদস্যের একটি বিশেষ মেডিকেল টেকনোলজিস্ট টিম আসার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তারা আসবেন না বলে জানানো হয়। গতকাল সকালে এ সংক্রান্ত একটি চিঠিও সিভিল সার্জন বরাবর পাঠানো হয়।

নারায়ণগঞ্জকে ইতোমধ্যে করোনার কেন্দ্রস্থল (এপি সেন্টার) ঘোষণা করা হয়েছে। রাজধানীর পর এই জেলায় করোনার প্রাদুর্ভাব বেশি। সর্বশেষ তথ্যমতে, জেলাটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩০ জন এবং মৃত্যুর সংখ্যা ২৬ জন। দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগের নির্দেশে মেডিকেল টেকনোলজিস্ট সমন্বয়ে গঠিত ২৫ সদস্যের একটি দল নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের জন্য আসার কথা ছিল। টানা ১০ দিন তারা নারায়ণগঞ্জের হটস্পট সিটি ও সদর এলাকায় নমুনা সংগ্রহ করবেন বলে নির্দেশনা ছিল। বিশেষ করে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের জন্য তারা কাজ করবেন বলে জানা যাচ্ছিল। তবে অনিবার্য কারণে সিভিল সার্জন বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জের জনগণের মাঝে কোভিড-১৯ সংক্রমণের উচ্চমাত্রা বিবেচনায় আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের জন্য ২৫ জন মেডিকেল টেকনোলজিস্ট সমন্বয়ে গঠিত একটি প্রশিক্ষিত দল আপনার দফতরে ন্যস্ত করার যে আদেশ প্রদান করা হইয়াছিল, তাহা অনিবার্য কারণে স্থগিত করা হইল। ইহাতে পরিচালক মহোদয়ের সদয় সম্মতি রহিয়াছে। অতএব, এই ব্যাপারে মহোদয়ের সদর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। তিনি সংবাদকে বলেন, অনিবার্য কারণবশত মেডিকেল টিমটি আসেনি। তারা নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের জন্য আসার কথা ছিল। নমুনা সংগ্রহে বিশেষ টিম আসবে বলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল। কেন তারা আসছেন না সেটা জানানো হয়নি। বলা হয়েছে অনিবার্য কারণবশত।

সোমবার, ২০ এপ্রিল ২০২০ , ৭ বৈশাখ ১৪২৭, ২৫ শাবান ১৪৪১

অবশেষে নারায়ণগঞ্জে বসছে পিসিআর মেশিন

যায়নি নমুনা সংগ্রহকারী দল

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

অবশেষে নারায়ণগঞ্জে স্থাপন করা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পিসিআর মেশিন স্থাপন করা হবে বলেও জানান তিনি।

সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ সংবাদকে বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতিতে এখানে একটি পিসিআর মেশিন স্থাপন অতিব জরুরি। স্বাস্থ্য বিভাগ থেকেও এ বিষয়ে নির্দেশনা এসেছে। নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে মেশিনটি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে পিসিআর মেশিন বসানো হবে। সে লক্ষে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

রাজধানী ঢাকার পর করোনার প্রাদুর্ভাব নারায়ণগঞ্জে বেশি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গতকাল সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৩০ জন। আক্রান্তদের মধ্যে জেলা সিভিল সার্জন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি হাসপাতালের ৮ চিকিৎসকসহ ২৭ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আক্রান্ত হয়েছেন জেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেটও। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৬ জন। এমন পরিস্থিতিতে জেলায় করোনা পরীক্ষার ল্যাব কিংবা পিসিআর মেশিন স্থাপনের দাবি জানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ৪৬টি সংগঠন। গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে পিসিআর মেশিন বসানোর জন্য দাবি জানালে স্বাস্থ্য বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নমুনা সংগ্রহকারী দল যায়নি

এদিকে নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ঢাকা থেকে ২৫ সদস্যের একটি বিশেষ মেডিকেল টেকনোলজিস্ট টিম আসার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তারা আসবেন না বলে জানানো হয়। গতকাল সকালে এ সংক্রান্ত একটি চিঠিও সিভিল সার্জন বরাবর পাঠানো হয়।

নারায়ণগঞ্জকে ইতোমধ্যে করোনার কেন্দ্রস্থল (এপি সেন্টার) ঘোষণা করা হয়েছে। রাজধানীর পর এই জেলায় করোনার প্রাদুর্ভাব বেশি। সর্বশেষ তথ্যমতে, জেলাটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩০ জন এবং মৃত্যুর সংখ্যা ২৬ জন। দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগের নির্দেশে মেডিকেল টেকনোলজিস্ট সমন্বয়ে গঠিত ২৫ সদস্যের একটি দল নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের জন্য আসার কথা ছিল। টানা ১০ দিন তারা নারায়ণগঞ্জের হটস্পট সিটি ও সদর এলাকায় নমুনা সংগ্রহ করবেন বলে নির্দেশনা ছিল। বিশেষ করে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের জন্য তারা কাজ করবেন বলে জানা যাচ্ছিল। তবে অনিবার্য কারণে সিভিল সার্জন বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জের জনগণের মাঝে কোভিড-১৯ সংক্রমণের উচ্চমাত্রা বিবেচনায় আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের জন্য ২৫ জন মেডিকেল টেকনোলজিস্ট সমন্বয়ে গঠিত একটি প্রশিক্ষিত দল আপনার দফতরে ন্যস্ত করার যে আদেশ প্রদান করা হইয়াছিল, তাহা অনিবার্য কারণে স্থগিত করা হইল। ইহাতে পরিচালক মহোদয়ের সদয় সম্মতি রহিয়াছে। অতএব, এই ব্যাপারে মহোদয়ের সদর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। তিনি সংবাদকে বলেন, অনিবার্য কারণবশত মেডিকেল টিমটি আসেনি। তারা নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের জন্য আসার কথা ছিল। নমুনা সংগ্রহে বিশেষ টিম আসবে বলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল। কেন তারা আসছেন না সেটা জানানো হয়নি। বলা হয়েছে অনিবার্য কারণবশত।