করোনায় মৃত্যু সিপিবি নেতা বিকাশ সাহার

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা বিকাশ সাহা। গতকাল সকাল ৭টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চি?কিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নারায়ণগঞ্জ মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক ও হকার্স নেতা ছিলেন বিকাশ সাহা। তিনি দেওভোগ আখড়ার দীঘিরপাড় এলাকার বাসিন্দা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শহর শাখার সভাপতি বিমল কান্তি দাস জানান, করোনা আক্রান্ত হয়ে শনিবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিকাশ সাহা। গতকাল সকাল ৭টার দিকে ওই হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিকাশ সাহার ছেলে অনির্বান সাহা অভিযোগ করে বলেন, ‘হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা গেছেন আমার বাবা। শ্বাসকষ্ট ছিল তার, বারবার নার্স ডাকছি কিন্তু কেউ দেখতে আসে নাই। শনিবার ১টার দিকে হাসপাতালে নিছি কিন্তু ভর্তি নিছে ৪টায়। সবকিছুতে গাফিলতি তাদের। কালকে থেকে এ পর্যন্ত ডাক্তার আসে নাই। খোঁজ নিয়ে জানতে পারছি এর আগের দিনও ডাক্তার আসে নাই। চিকিৎসার অভাবে বাবা মারা গেছেন। এর চেয়ে বাসায় থাকলেও আমরা এর চেয়ে বেশি সেবা করতে পারতাম।

তিনি বলেন, বেশ কয়েকদিন যাবতই জ্বর ছিল তার। পরে শ্বাসকষ্ট শুরু হয়। বাসায় থাকতেই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষায় পজেটিভ আসলে তাকে হাসপাতালে ভর্তি করি। গতকাল সকাল ৭টায় কুর্মিটোলায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম।

সোমবার, ২০ এপ্রিল ২০২০ , ৭ বৈশাখ ১৪২৭, ২৫ শাবান ১৪৪১

করোনায় মৃত্যু সিপিবি নেতা বিকাশ সাহার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা বিকাশ সাহা। গতকাল সকাল ৭টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চি?কিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নারায়ণগঞ্জ মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক ও হকার্স নেতা ছিলেন বিকাশ সাহা। তিনি দেওভোগ আখড়ার দীঘিরপাড় এলাকার বাসিন্দা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শহর শাখার সভাপতি বিমল কান্তি দাস জানান, করোনা আক্রান্ত হয়ে শনিবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিকাশ সাহা। গতকাল সকাল ৭টার দিকে ওই হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিকাশ সাহার ছেলে অনির্বান সাহা অভিযোগ করে বলেন, ‘হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা গেছেন আমার বাবা। শ্বাসকষ্ট ছিল তার, বারবার নার্স ডাকছি কিন্তু কেউ দেখতে আসে নাই। শনিবার ১টার দিকে হাসপাতালে নিছি কিন্তু ভর্তি নিছে ৪টায়। সবকিছুতে গাফিলতি তাদের। কালকে থেকে এ পর্যন্ত ডাক্তার আসে নাই। খোঁজ নিয়ে জানতে পারছি এর আগের দিনও ডাক্তার আসে নাই। চিকিৎসার অভাবে বাবা মারা গেছেন। এর চেয়ে বাসায় থাকলেও আমরা এর চেয়ে বেশি সেবা করতে পারতাম।

তিনি বলেন, বেশ কয়েকদিন যাবতই জ্বর ছিল তার। পরে শ্বাসকষ্ট শুরু হয়। বাসায় থাকতেই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষায় পজেটিভ আসলে তাকে হাসপাতালে ভর্তি করি। গতকাল সকাল ৭টায় কুর্মিটোলায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম।