ডব্লিউএইচও’কে ট্রাম্পের অর্থ সহায়তা বন্ধের ঘোষণায় নিন্দা শান্তি পরিষদের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও) কে অর্থায়ন বন্ধের যে ঘোষণা দিয়েছেন তাকে বাংলাদেশ শান্তি পরিষদ খুবই অনভিপ্রেত ঘটনা বলে মন্তব্য করেছে। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক শাহজাহান খান গতকাল এক বিবৃতিতে বলেন, গত ১৪ এপ্রিল হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ অযাচিতভাবে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্রের প্রদেয় অর্থায়ন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন। জাতিসংঘের কোন নির্দেশনা ছাড়া কিংবা কোন আন্তর্জাতিক সংস্থার তদন্ত ব্যাতিরেকে যুক্তরাষ্ট্র কর্তৃক বিশ্বস্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন এভাবে একতরফা বন্ধ করে দেয়ার ঘোষণায় সারাবিশ্বের জনগণ চরমভাবে হতাশ হয়েছে। যখন গোটা পৃথিবীর মানুষ করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারাতে বসেছে। যখন করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার জন্য ওষুধ ও প্রতিষেধক আবিষ্কার ও গবেষণার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থাকে আরও বেশি অর্থায়ন প্রয়োজন। তখন বিশ্বস্বাস্থ্য সংস্থার মোট বাজেটের ১৫ শতাংশ অর্থ প্রদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার অর্থায়ন বন্ধ করে দেয়, তাকে কোনভাবেই দায়িত্বশীল আচরণ বলা যায় না। বাংলাদেশ শান্তি পরিষদ যুক্তরাষ্ট্রের এই মানবতাবিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে শান্তি পরিষদের নেতারা আরও বলেন, করোনা বিশ্বমহামারীর এই দুর্যোগময় সময়ে যখন বিশ্বের সব রাষ্ট্রগুলোর মধ্যে আরও দৃঢ় ঐক্য ও সহমর্মিতা প্রয়োজন তখন মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা প্রমাণ করে তিনি বিশ্ব জনমতের কোন তোয়াক্কা করেন না এবং যুক্তরাষ্ট্রসহ দুনিয়ার লাখ লাখ করোনা আক্রান্ত মানুষের জীবনের কোন মূল্যই তার কাছে নেই। নেতারা যুক্তরাষ্ট্র এবং সারাবিশ্বের শান্তিকামী জনগণকে এরকম অমানবিক পদক্ষেপ প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে করোনা মহামারী মোকাবিলার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ২০ এপ্রিল ২০২০ , ৭ বৈশাখ ১৪২৭, ২৫ শাবান ১৪৪১

ডব্লিউএইচও’কে ট্রাম্পের অর্থ সহায়তা বন্ধের ঘোষণায় নিন্দা শান্তি পরিষদের

সংবাদ ডেস্ক |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও) কে অর্থায়ন বন্ধের যে ঘোষণা দিয়েছেন তাকে বাংলাদেশ শান্তি পরিষদ খুবই অনভিপ্রেত ঘটনা বলে মন্তব্য করেছে। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক শাহজাহান খান গতকাল এক বিবৃতিতে বলেন, গত ১৪ এপ্রিল হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ অযাচিতভাবে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্রের প্রদেয় অর্থায়ন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন। জাতিসংঘের কোন নির্দেশনা ছাড়া কিংবা কোন আন্তর্জাতিক সংস্থার তদন্ত ব্যাতিরেকে যুক্তরাষ্ট্র কর্তৃক বিশ্বস্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন এভাবে একতরফা বন্ধ করে দেয়ার ঘোষণায় সারাবিশ্বের জনগণ চরমভাবে হতাশ হয়েছে। যখন গোটা পৃথিবীর মানুষ করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারাতে বসেছে। যখন করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার জন্য ওষুধ ও প্রতিষেধক আবিষ্কার ও গবেষণার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থাকে আরও বেশি অর্থায়ন প্রয়োজন। তখন বিশ্বস্বাস্থ্য সংস্থার মোট বাজেটের ১৫ শতাংশ অর্থ প্রদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার অর্থায়ন বন্ধ করে দেয়, তাকে কোনভাবেই দায়িত্বশীল আচরণ বলা যায় না। বাংলাদেশ শান্তি পরিষদ যুক্তরাষ্ট্রের এই মানবতাবিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে শান্তি পরিষদের নেতারা আরও বলেন, করোনা বিশ্বমহামারীর এই দুর্যোগময় সময়ে যখন বিশ্বের সব রাষ্ট্রগুলোর মধ্যে আরও দৃঢ় ঐক্য ও সহমর্মিতা প্রয়োজন তখন মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা প্রমাণ করে তিনি বিশ্ব জনমতের কোন তোয়াক্কা করেন না এবং যুক্তরাষ্ট্রসহ দুনিয়ার লাখ লাখ করোনা আক্রান্ত মানুষের জীবনের কোন মূল্যই তার কাছে নেই। নেতারা যুক্তরাষ্ট্র এবং সারাবিশ্বের শান্তিকামী জনগণকে এরকম অমানবিক পদক্ষেপ প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে করোনা মহামারী মোকাবিলার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।