বরিশালে

ত্রাণ বঞ্চিতরা সড়কে বিক্ষোভ ও অবরোধ

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার কর্মহীন শত শত নারী পুরুষ ত্রাণের দাবিতে কাঠফাটা রৌদ্রে বরিশাল- লাকুটিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ।

গতকাল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালনকালে আন্দোলনরতরা অভিযোগ করেছেন, করোনাভাইরাসের কারণে ২৫-২৭ দিন ধরে তাদের কোন কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের ত্রাণ দেয়ার কথা বলে আইডিকার্ড ও নাম ঠিকানা, মোবাইল নাম্বার নিয়ে যায়। কিন্তু প্রায় ১ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও তাদের কোন ত্রাণ দেয়া হয়নি। তারা অভিযোগ করেন, ১নং ওয়ার্ডের অন্য এলাকায় অনেকেই ত্রাণ পেয়েছেন। কিন্তু পশ্চিম কাউনিয়া এলাকাটি বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতির মজিবর রহমান সরোয়ারের বাড়ি সংলগ্ন হওয়ার কারণে তাদের ত্রাণ থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমন বলেন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কর্মহীন ৪০ হাজার মানুষের জন্য ত্রাণ সহযোগিতার কার্যক্রম চালাচ্ছেন। ইতোমধ্যে প্রায় ২০ হাজারের বেশি মানুষের দোরগোড়ায় এই ত্রাণ পৌঁছে গেছে। ১নং ওয়ার্ডের অধিকাংশ ঘরে ত্রাণ পৌঁছে গেছে। তবে পশিম কাউনিয়া এলাকার মানুষ এখনও ত্রাণ পায়নি। এটা একটি চলমান কার্যক্রম। পরে কাউনিয়া থানা পুলিশের ওসি অপারেশন তার ফোর্স নিয়ে এসে আন্দোলনরতদের ত্রাণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে নিজ নিজ ঘরে ফিরে যায়।

image

বরিশাল : ত্রাণের দাবিতে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় কর্মহীন মানুষের বিক্ষোভ -সংবাদ

আরও খবর
করোনায় পিছিয়ে যাচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ
অনলাইনে আদালতের কাজ চালুর অনুরোধ জানিয়ে চিঠি
ত্রাণ পাওয়া যাবে ৩৩৩ নম্বরে
প্রাণিসম্পদ খাতের সংকট মোকাবিলায় নীতিমালা হচ্ছে
রাজধানীর পাঁচ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম বিতরণ
করোনায় মৃত্যু সিপিবি নেতা বিকাশ সাহার
আরও ১৮ জনপ্রতিনিধি বরখাস্ত
ডব্লিউএইচও’কে ট্রাম্পের অর্থ সহায়তা বন্ধের ঘোষণায় নিন্দা শান্তি পরিষদের
খাদ্য পরিবহনের দায়িত্ব সেনাকে দেয়ার দাবি রিজভীর
ত্রাণের নামে প্রতারণা গ্রেফতার ৬
অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
নোয়াখালী ও গোপালগঞ্জে ২ জনের মৃত্যু

সোমবার, ২০ এপ্রিল ২০২০ , ৭ বৈশাখ ১৪২৭, ২৫ শাবান ১৪৪১

বরিশালে

ত্রাণ বঞ্চিতরা সড়কে বিক্ষোভ ও অবরোধ

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

image

বরিশাল : ত্রাণের দাবিতে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় কর্মহীন মানুষের বিক্ষোভ -সংবাদ

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার কর্মহীন শত শত নারী পুরুষ ত্রাণের দাবিতে কাঠফাটা রৌদ্রে বরিশাল- লাকুটিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ।

গতকাল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালনকালে আন্দোলনরতরা অভিযোগ করেছেন, করোনাভাইরাসের কারণে ২৫-২৭ দিন ধরে তাদের কোন কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের ত্রাণ দেয়ার কথা বলে আইডিকার্ড ও নাম ঠিকানা, মোবাইল নাম্বার নিয়ে যায়। কিন্তু প্রায় ১ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও তাদের কোন ত্রাণ দেয়া হয়নি। তারা অভিযোগ করেন, ১নং ওয়ার্ডের অন্য এলাকায় অনেকেই ত্রাণ পেয়েছেন। কিন্তু পশ্চিম কাউনিয়া এলাকাটি বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতির মজিবর রহমান সরোয়ারের বাড়ি সংলগ্ন হওয়ার কারণে তাদের ত্রাণ থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমন বলেন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কর্মহীন ৪০ হাজার মানুষের জন্য ত্রাণ সহযোগিতার কার্যক্রম চালাচ্ছেন। ইতোমধ্যে প্রায় ২০ হাজারের বেশি মানুষের দোরগোড়ায় এই ত্রাণ পৌঁছে গেছে। ১নং ওয়ার্ডের অধিকাংশ ঘরে ত্রাণ পৌঁছে গেছে। তবে পশিম কাউনিয়া এলাকার মানুষ এখনও ত্রাণ পায়নি। এটা একটি চলমান কার্যক্রম। পরে কাউনিয়া থানা পুলিশের ওসি অপারেশন তার ফোর্স নিয়ে এসে আন্দোলনরতদের ত্রাণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে নিজ নিজ ঘরে ফিরে যায়।