সোনালী ব্যাংকের শিল্প ভবন শাখা বন্ধ

ব্যাংক কর্মকর্তার করোনাভাইরাস সংক্রমণ হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের করপোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ?য়ে?ছে। গতকাল ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান জানান, ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে আরও চারকর্মী ছিলেন। তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন আপাতত ব্যাংকের শাখা?টি বন্ধ থাকবে। বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ , ৮ বৈশাখ ১৪২৭, ২৬ শাবান ১৪৪১

মতিঝিলে করোনার কারণে

সোনালী ব্যাংকের শিল্প ভবন শাখা বন্ধ

নিজস্ব বার্তা পরিবেশক |

ব্যাংক কর্মকর্তার করোনাভাইরাস সংক্রমণ হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের করপোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ?য়ে?ছে। গতকাল ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান জানান, ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে আরও চারকর্মী ছিলেন। তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন আপাতত ব্যাংকের শাখা?টি বন্ধ থাকবে। বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হবে বলেও জানান তিনি।