বস্তা বস্তা চাল জব্দ

জামালপুরের ইসলামপুর উপজেলায় ফের সরকারি ১৯ হাজার ৪০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলার গুঠাইল বাজারে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

জানা যায়, গরিবদের জন্য সরকারের ১০ টাকা কেজি দরের ৫০ কেজির ৩৮৮ বস্তা চাল গুঠাইল বাজারস্থ কালোবাজারি ব্যবসায়ী নন্দুর দুই গুদাম থেকে ২০৩ বস্তা ও মোশারফ হোসেন, মোয়াজ্জেম হোসেনের গুদাম থেকে ১৮৫ বস্তা চাল উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার একই এলাকা থেকে ৯৭ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন খবরেরভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার চাল ব্যবসায়ী নন্দু ও আবুল কাসেম জগা সরকারের ছেলে মোয়াজ্জেম হোসেন, বাকু শেকের ছেলে মোশারফ হোসেন গুদামে সরকারি চাল মজুদ আছে বলে জানা যায় । এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ছিল। কয়েক দিন আগে অবৈধভাবে তারা এ চাল কিনে নিজস্ব গুদামে মজুদ রেখেছিলেন। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের খড়িবাড়ি বাজারের এক মুদি দোকান থেকে টিসিবির পণ্য সন্দেহে ২০ বস্তা চিনি ও অপর একটি দোকান থেকে ৮ বস্তা ছোলা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিনের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

অভিযানের সঙ্গে থাকা ফুলবাড়ি থানার ওসি (তদন্ত) নবীউল হাসান জানান, অভিযানের খবর পেয়ে মুদি দোকানি মুকুল ও কর্মচারীরা দোকান খোলা রেখে পালিয়ে যায়। পরে তার গোডাউন থেকে ২০ বস্তা চিনি ও ৮ বস্তা ছোলা এবং অপর দোকানি একরামুলের দোকান থেকে আরও ৮ বস্তা ছোলা জব্দ করা হয়। বস্তাগুলোতে টিসিবির সিল না থাকলেও মালামালসহ ওই গোডাউন সিলগালা করে দেয়া হয়। অভিযুক্ত দোকানিদের বিরুদ্ধে থানায় মামলা করার জন্য সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, ফুলবাড়ি উপজেরা নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিন।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ , ৮ বৈশাখ ১৪২৭, ২৬ শাবান ১৪৪১

ইসলামপুর-কুড়িগ্রামে

বস্তা বস্তা চাল জব্দ

প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)

জামালপুরের ইসলামপুর উপজেলায় ফের সরকারি ১৯ হাজার ৪০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলার গুঠাইল বাজারে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

জানা যায়, গরিবদের জন্য সরকারের ১০ টাকা কেজি দরের ৫০ কেজির ৩৮৮ বস্তা চাল গুঠাইল বাজারস্থ কালোবাজারি ব্যবসায়ী নন্দুর দুই গুদাম থেকে ২০৩ বস্তা ও মোশারফ হোসেন, মোয়াজ্জেম হোসেনের গুদাম থেকে ১৮৫ বস্তা চাল উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার একই এলাকা থেকে ৯৭ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন খবরেরভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার চাল ব্যবসায়ী নন্দু ও আবুল কাসেম জগা সরকারের ছেলে মোয়াজ্জেম হোসেন, বাকু শেকের ছেলে মোশারফ হোসেন গুদামে সরকারি চাল মজুদ আছে বলে জানা যায় । এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ছিল। কয়েক দিন আগে অবৈধভাবে তারা এ চাল কিনে নিজস্ব গুদামে মজুদ রেখেছিলেন। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের খড়িবাড়ি বাজারের এক মুদি দোকান থেকে টিসিবির পণ্য সন্দেহে ২০ বস্তা চিনি ও অপর একটি দোকান থেকে ৮ বস্তা ছোলা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিনের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

অভিযানের সঙ্গে থাকা ফুলবাড়ি থানার ওসি (তদন্ত) নবীউল হাসান জানান, অভিযানের খবর পেয়ে মুদি দোকানি মুকুল ও কর্মচারীরা দোকান খোলা রেখে পালিয়ে যায়। পরে তার গোডাউন থেকে ২০ বস্তা চিনি ও ৮ বস্তা ছোলা এবং অপর দোকানি একরামুলের দোকান থেকে আরও ৮ বস্তা ছোলা জব্দ করা হয়। বস্তাগুলোতে টিসিবির সিল না থাকলেও মালামালসহ ওই গোডাউন সিলগালা করে দেয়া হয়। অভিযুক্ত দোকানিদের বিরুদ্ধে থানায় মামলা করার জন্য সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, ফুলবাড়ি উপজেরা নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিন।