বৈশাখী টিভিতে রমজানের ধারাবাহিক নাটক

‘রোজাদারের আনন্দ’

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় পবিত্র রমজান উপলক্ষে বৈশাখী টিভিতে প্রতিদিন বিকাল ৫.১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রোজাদারের আনন্দ’। অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, সাবেরী আলম, জামিল হোসেন, প্রকৃতি, আমিন আজাদ, মন্দিরা চক্রবর্তী, আশরাফ কবির প্রমুখ। মূলত পবিত্র রমজানের ফজিলতগুলোই তুলে ধরা হয়েছে এ নাটকের মাধ্যমে।

গল্পকার টিপু আলম মিলন বলেন, সারা মাস সিয়াম সাধনার পর একজন রোজাদার পবিত্র ঈদের দিন যে পরিমাণ আনন্দ পায় এবং সুস্থ থাকে বেরোজদারের বেলায় তা একেবারেই বিপরীত। ঈদের দিন তাদের মনটা যেমন অশান্তিতে ভরা থাকে তেমনি মুখটা থাকে চোরের মত। রোজার শুরুর দিন থেকেই তাদের নানাভাবে লুকিয়ে চলতে হয়। খাওয়া দাওয়া থেকে সবকিছুতেই আলাহর চোখ এড়িয়ে চলতে চায়। আল্লাহ যে তার সবকিছুই দেখে এটা জেনেও তারা রোজা না রেখে নানা রকম পাপাচারে লিপ্ত থাকে। এসব মানুষকে সচেতন করতেই মূলত আমার এ নাটক। নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

বুধবার, ২২ এপ্রিল ২০২০ , ৯ বৈশাখ ১৪২৭, ২৭ শাবান ১৪৪১

বৈশাখী টিভিতে রমজানের ধারাবাহিক নাটক

‘রোজাদারের আনন্দ’

বিনোদন প্রতিবেদক |

image

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় পবিত্র রমজান উপলক্ষে বৈশাখী টিভিতে প্রতিদিন বিকাল ৫.১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রোজাদারের আনন্দ’। অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, সাবেরী আলম, জামিল হোসেন, প্রকৃতি, আমিন আজাদ, মন্দিরা চক্রবর্তী, আশরাফ কবির প্রমুখ। মূলত পবিত্র রমজানের ফজিলতগুলোই তুলে ধরা হয়েছে এ নাটকের মাধ্যমে।

গল্পকার টিপু আলম মিলন বলেন, সারা মাস সিয়াম সাধনার পর একজন রোজাদার পবিত্র ঈদের দিন যে পরিমাণ আনন্দ পায় এবং সুস্থ থাকে বেরোজদারের বেলায় তা একেবারেই বিপরীত। ঈদের দিন তাদের মনটা যেমন অশান্তিতে ভরা থাকে তেমনি মুখটা থাকে চোরের মত। রোজার শুরুর দিন থেকেই তাদের নানাভাবে লুকিয়ে চলতে হয়। খাওয়া দাওয়া থেকে সবকিছুতেই আলাহর চোখ এড়িয়ে চলতে চায়। আল্লাহ যে তার সবকিছুই দেখে এটা জেনেও তারা রোজা না রেখে নানা রকম পাপাচারে লিপ্ত থাকে। এসব মানুষকে সচেতন করতেই মূলত আমার এ নাটক। নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’