দুর্নীতির খবর প্রকাশ করায় সম্পাদকদের বিরুদ্ধে মামলা

মামলা প্রত্যাহার দাবি সম্পাদক পরিষদের

নিজস্ব বার্তা পরিবেশক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় ওমএস-এর চাল নিয়ে দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার জের ধরে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে বিডিনিউজ ২৪ ডট কমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজ ২৪ ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দীন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় সম্পাদক পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনের সভাপতি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। গতকাল এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, উক্ত সংবাদ প্রশ্নে কোন ধরনের প্রতিবাদ না পাঠিয়ে বা প্রেস কাউন্সিলের দ্বারস্থ না হয়ে বিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় যখন সরকারের পাশাপাশি গণমাধ্যমও সর্বদা কাজ করছে তখন গণমাধ্যমকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা অত্যন্ত দুঃখজনক। উল্লিখিত সম্পাদকদ্বয়ের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটি গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রয়াস থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।

এডিটরস গিল্ডের উদ্বেগ

নিজস্ব বার্তা পরিবেশক

সংবাদ প্রকাশের জের ধরে সম্পাদকদের বিরুদ্ধে মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, চাল ও ত্রাণ চুরির খবর প্রকাশের জের ধরে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পদক ও এডিটরস গিল্ডের সাবেক সভাপতি তৌফিক ইমরোজ খালিদী এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসনী।

ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা সাংবাদিক সমাজের কাছে কখনও গ্রহণযোগ্য নয়। এডিটরস গিল্ড মনে করে, সম্পাদকদের বিরুদ্ধে মামলা করে তাদের হয়রানি করা বাক-স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। সাংবাদিক সমাজ একদিকে করোনাভাইরাসের কারণে এই মহাদুর্যোগের সময় নিরলস পরিশ্রম করে জনগণকে তথ্যসেবা দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী ও সরকারের নেয়া নানা পদক্ষেপ দেশ ও জাতির সামনে তুলে ধরছে। একই সঙ্গে কোথাও অনিয়ম ও অসঙ্গতি থাকলে সেটাও মানুষ ও নীতিনির্ধারকদের সামনে আনা গণমাধ্যমের দায়িত্ব। এডিটরস গিল্ড মনে করে, এ ধরনের মামলার মাধ্যমে রাষ্ট্র ও সরকারের সঙ্গে সাংবাদিক সমাজের দ্বন্দ্ব তৈরি করার অপচেষ্টা করছে একটি মহল। এই মহলটি বাক-স্বাধীনতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ব্যাহত করার চক্রান্তে লিপ্ত। তাই অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার ও সম্পাদকদের হয়রানি না করার দাবি জানায় সংগঠনটি।

বুধবার, ২২ এপ্রিল ২০২০ , ৯ বৈশাখ ১৪২৭, ২৭ শাবান ১৪৪১

দুর্নীতির খবর প্রকাশ করায় সম্পাদকদের বিরুদ্ধে মামলা

মামলা প্রত্যাহার দাবি সম্পাদক পরিষদের

নিজস্ব বার্তা পরিবেশক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় ওমএস-এর চাল নিয়ে দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার জের ধরে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে বিডিনিউজ ২৪ ডট কমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজ ২৪ ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দীন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় সম্পাদক পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনের সভাপতি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। গতকাল এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, উক্ত সংবাদ প্রশ্নে কোন ধরনের প্রতিবাদ না পাঠিয়ে বা প্রেস কাউন্সিলের দ্বারস্থ না হয়ে বিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় যখন সরকারের পাশাপাশি গণমাধ্যমও সর্বদা কাজ করছে তখন গণমাধ্যমকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা অত্যন্ত দুঃখজনক। উল্লিখিত সম্পাদকদ্বয়ের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটি গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রয়াস থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।

এডিটরস গিল্ডের উদ্বেগ

নিজস্ব বার্তা পরিবেশক

সংবাদ প্রকাশের জের ধরে সম্পাদকদের বিরুদ্ধে মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, চাল ও ত্রাণ চুরির খবর প্রকাশের জের ধরে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পদক ও এডিটরস গিল্ডের সাবেক সভাপতি তৌফিক ইমরোজ খালিদী এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসনী।

ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা সাংবাদিক সমাজের কাছে কখনও গ্রহণযোগ্য নয়। এডিটরস গিল্ড মনে করে, সম্পাদকদের বিরুদ্ধে মামলা করে তাদের হয়রানি করা বাক-স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। সাংবাদিক সমাজ একদিকে করোনাভাইরাসের কারণে এই মহাদুর্যোগের সময় নিরলস পরিশ্রম করে জনগণকে তথ্যসেবা দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী ও সরকারের নেয়া নানা পদক্ষেপ দেশ ও জাতির সামনে তুলে ধরছে। একই সঙ্গে কোথাও অনিয়ম ও অসঙ্গতি থাকলে সেটাও মানুষ ও নীতিনির্ধারকদের সামনে আনা গণমাধ্যমের দায়িত্ব। এডিটরস গিল্ড মনে করে, এ ধরনের মামলার মাধ্যমে রাষ্ট্র ও সরকারের সঙ্গে সাংবাদিক সমাজের দ্বন্দ্ব তৈরি করার অপচেষ্টা করছে একটি মহল। এই মহলটি বাক-স্বাধীনতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ব্যাহত করার চক্রান্তে লিপ্ত। তাই অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার ও সম্পাদকদের হয়রানি না করার দাবি জানায় সংগঠনটি।