৩৬১ ডাক্তার ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত

করোনাভাইরাসের চিকিৎসা করতে গিয়ে ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মী আক্রান্তের সংখ্যা বাড়ছে। এভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একের পর এক আক্রান্ত হতে থাকলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তারা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষার দাবি করছেন।

চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, গতকাল পর্যন্ত ১৬১ জন ডাক্তার আক্রান্ত হয়েছে। আর নার্স ও স্টাফ মিলিয়ে আরও দুইশতজন আক্রান্ত আছে। সব মিলিয়ে এ সংখ্যা ৩৬১ জন হবে। এসংখ্যা দিন দিন বাড়ছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত রোগীরা তথ্য গোপন রেখে অন্য রোগের জন্য হাসপাতালে গেলে ডাক্তার তার চিকিৎসা করতে গেলে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের অভিযোগ, ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা পর্যাপ্ত নেই। আর রোগীরা তথ্য গোপন করায় ডাক্তারা বিপাকে পড়ছে।

আরও খবর
বিশ্বজুড়ে মৃত্যুর চেয়ে সুস্থতার হার বেশি
২৪ ঘণ্টায় মৃত্যু ৯ নতুন শনাক্ত ৪৩৪
কোভিড-১৯ : চরম বিপর্যয় আসতে এখনও বাকি
৪৫ দেশ ও অঞ্চলে এখনও কোন মৃত্যু হয়নি
দুর্নীতির খবর প্রকাশ করায় সম্পাদকদের বিরুদ্ধে মামলা
৩৩৩ নাম্বারে ফোন দিলে ত্রাণ ও খাদ্য পৌঁছে যাবে
‘বিশ্বস্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে’
ইতিহাসে প্রথমবার জ্বালানি তেলের দাম শূন্যের নিচে
ঘরে ঘরে স্বাস্থ্য সেবা দিতে হবে
অবৈধভাবে করোনা শনাক্তকরণ কিট ও নকল সুরক্ষাসামগ্রী আমদানি
চাল চোরের ক্ষমা নেই কাদের
করোনায় ২০ ঘণ্টা অফিস করে চলেছেন তিনি
ব্যর্থতার দায় নিয়ে রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

বুধবার, ২২ এপ্রিল ২০২০ , ৯ বৈশাখ ১৪২৭, ২৭ শাবান ১৪৪১

করোনা চিকিৎসায়

৩৬১ ডাক্তার ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনাভাইরাসের চিকিৎসা করতে গিয়ে ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মী আক্রান্তের সংখ্যা বাড়ছে। এভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একের পর এক আক্রান্ত হতে থাকলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তারা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষার দাবি করছেন।

চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, গতকাল পর্যন্ত ১৬১ জন ডাক্তার আক্রান্ত হয়েছে। আর নার্স ও স্টাফ মিলিয়ে আরও দুইশতজন আক্রান্ত আছে। সব মিলিয়ে এ সংখ্যা ৩৬১ জন হবে। এসংখ্যা দিন দিন বাড়ছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত রোগীরা তথ্য গোপন রেখে অন্য রোগের জন্য হাসপাতালে গেলে ডাক্তার তার চিকিৎসা করতে গেলে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের অভিযোগ, ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা পর্যাপ্ত নেই। আর রোগীরা তথ্য গোপন করায় ডাক্তারা বিপাকে পড়ছে।