৫জি ও এআইওটির জগতে রিয়েলমি

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, ৫জি সেবার পাশাপাশি এআইওটি পণ্যসামগ্রী বাজারে নিয়ে আসছে। ৫জি-র প্রধান সুবিধাগুলো হলো তথ্যের দ্রুত ট্রান্সমিশন এবং খুব অল্প লেটেন্সি। ৪জি এর তুলনায় ৫জি এর ল্যাটেন্সি আনুমানিক দশগুণ কম হবে। এর ফলে দ্রুততার সঙ্গে দূরবর্তী যে কোনো কাজ সম্পাদন করা যাবে এবং অনেক ডিভাইস একই সঙ্গে সংযুক্ত হওয়ার সুবিধাও থাকবে। ৫জিতে প্রতি সেকেন্ডে ১৫-২০ গিগাবাইট গতিতে নানা তথ্য, ফাইল পাঠানোর পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, রিমোট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং দূরবর্তী সব প্রযুক্তিগত ডিভাইস যেমন- স্মার্টফোন, কম্পিউটারে দৃশ্যত কোন লেটেন্সি বা বিলম্ব ছাড়াই কাজ করা যাবে। এমনকি পৃথিবীর অন্য প্রান্তে অবস্থান করেও একজন ডাক্তার সূক্ষ্মভাবে যে কোন রোগীর অস্ত্রোপচার করতে পারবেন। এআইওটি হলো ইন্টারনেট অফ থিংস (আইওটি) পরিকাঠামোর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পণ্যের মেলবন্ধন। এআইওটি পণ্যের জন্যে আশীর্বাদ হবে ৫জি সুবিধা। কেননা, এতে করে বাসা কিংবা অফিসে আরও বেশি সংখ্যক ডিভাইস একই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। জীবনযাত্রাকে আরও সহজতর করতে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সব স্মার্টফোনের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফ থিংস বা এআইওটি পণ্যসামগ্রী নিয়ে আসার পরিকল্পনা করেছে। সম্প্রতি রিয়েলমি সেরা সব স্পেসিফিকেশন নিয়ে বাজারে এনেছে তাদের প্রথম ৫জি স্মার্টফোন- রিয়েলমি এক্স৫০ ৫জি। এ বছর ২০টিরও বেশি এআইওটি পণ্য বাজারে আনার পরিকল্পনা করেছে কোম্পানিটি, যার মধ্যে পরিধানযোগ্য স্মার্টওয়াচ, স্মার্টব্যান্ড ও হেডফোনের পাশাপাশি থাকছে স্মার্ট টিভি, স্মার্ট স্পিকার এবং সাউন্ডবারের মতো বিভিন্ন হোম ডিভাইস। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ , ১১ বৈশাখ ১৪২৭, ২৯ শাবান ১৪৪

৫জি ও এআইওটির জগতে রিয়েলমি

image

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, ৫জি সেবার পাশাপাশি এআইওটি পণ্যসামগ্রী বাজারে নিয়ে আসছে। ৫জি-র প্রধান সুবিধাগুলো হলো তথ্যের দ্রুত ট্রান্সমিশন এবং খুব অল্প লেটেন্সি। ৪জি এর তুলনায় ৫জি এর ল্যাটেন্সি আনুমানিক দশগুণ কম হবে। এর ফলে দ্রুততার সঙ্গে দূরবর্তী যে কোনো কাজ সম্পাদন করা যাবে এবং অনেক ডিভাইস একই সঙ্গে সংযুক্ত হওয়ার সুবিধাও থাকবে। ৫জিতে প্রতি সেকেন্ডে ১৫-২০ গিগাবাইট গতিতে নানা তথ্য, ফাইল পাঠানোর পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, রিমোট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং দূরবর্তী সব প্রযুক্তিগত ডিভাইস যেমন- স্মার্টফোন, কম্পিউটারে দৃশ্যত কোন লেটেন্সি বা বিলম্ব ছাড়াই কাজ করা যাবে। এমনকি পৃথিবীর অন্য প্রান্তে অবস্থান করেও একজন ডাক্তার সূক্ষ্মভাবে যে কোন রোগীর অস্ত্রোপচার করতে পারবেন। এআইওটি হলো ইন্টারনেট অফ থিংস (আইওটি) পরিকাঠামোর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পণ্যের মেলবন্ধন। এআইওটি পণ্যের জন্যে আশীর্বাদ হবে ৫জি সুবিধা। কেননা, এতে করে বাসা কিংবা অফিসে আরও বেশি সংখ্যক ডিভাইস একই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। জীবনযাত্রাকে আরও সহজতর করতে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সব স্মার্টফোনের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফ থিংস বা এআইওটি পণ্যসামগ্রী নিয়ে আসার পরিকল্পনা করেছে। সম্প্রতি রিয়েলমি সেরা সব স্পেসিফিকেশন নিয়ে বাজারে এনেছে তাদের প্রথম ৫জি স্মার্টফোন- রিয়েলমি এক্স৫০ ৫জি। এ বছর ২০টিরও বেশি এআইওটি পণ্য বাজারে আনার পরিকল্পনা করেছে কোম্পানিটি, যার মধ্যে পরিধানযোগ্য স্মার্টওয়াচ, স্মার্টব্যান্ড ও হেডফোনের পাশাপাশি থাকছে স্মার্ট টিভি, স্মার্ট স্পিকার এবং সাউন্ডবারের মতো বিভিন্ন হোম ডিভাইস। সংবাদ বিজ্ঞপ্তি।