দারাজের ‘দারাজ-সেলার মৈত্রী’ কার্যক্রম শুরু

বর্তমান কোভিড-১৯ মহামারী সারা দেশে ছড়িয়ে পড়ায় অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সহযোগিতা করতে দারাজ বাংলাদেশ ২৬ এপ্রিল থেকে “দারাজ-সেলার মৈত্রী” কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের মূল লক্ষ্য, সেলারদের জন্য যে কোনও জায়গায় বসে ব্যবসা সহজতর করা এবং সমগ্র বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের উপার্জনে সহায়তা করা।

দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রামে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেলাররা যে সব সুবিধা পাবেনঃ ০% কমিশন রেটে অনলাইনে ব্যবসা করার সুযোগ, সারাদেশে ডেলিভারি, ফ্রি ই-কমার্স ট্রেনিং, ইনভেন্টরি রাখার সুবিধা, ব্যবসা বৃদ্ধির বিভিন্ন প্রোমোশনাল ফিচার, এক্সপ্রেস সাইনআপ এবং দ্রুততর পেমেন্ট প্রসেসিং।

এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজে আমাদের মূল লক্ষ্য হল দেশের যে কোনো জায়গায় থেকে ব্যবসা করাকে সহজ করে তোলা। তাই বিক্রেতাদের সুবিধার্থে ও অনলাইনে ব্যবসায়িক কর্মকান্ড গতিময় করতে আমরা ‘দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম” উদ্যোগটি গ্রহন করেছি। বিস্তারিত জানতে ভিজিট করুন: http://bit.ly/Daraz_Seller। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ০৪ মে ২০২০ , ২১ বৈশাখ ১৪২৭, ১০ রমাজান ১৪৪১

দারাজের ‘দারাজ-সেলার মৈত্রী’ কার্যক্রম শুরু

image

বর্তমান কোভিড-১৯ মহামারী সারা দেশে ছড়িয়ে পড়ায় অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সহযোগিতা করতে দারাজ বাংলাদেশ ২৬ এপ্রিল থেকে “দারাজ-সেলার মৈত্রী” কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের মূল লক্ষ্য, সেলারদের জন্য যে কোনও জায়গায় বসে ব্যবসা সহজতর করা এবং সমগ্র বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের উপার্জনে সহায়তা করা।

দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রামে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেলাররা যে সব সুবিধা পাবেনঃ ০% কমিশন রেটে অনলাইনে ব্যবসা করার সুযোগ, সারাদেশে ডেলিভারি, ফ্রি ই-কমার্স ট্রেনিং, ইনভেন্টরি রাখার সুবিধা, ব্যবসা বৃদ্ধির বিভিন্ন প্রোমোশনাল ফিচার, এক্সপ্রেস সাইনআপ এবং দ্রুততর পেমেন্ট প্রসেসিং।

এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজে আমাদের মূল লক্ষ্য হল দেশের যে কোনো জায়গায় থেকে ব্যবসা করাকে সহজ করে তোলা। তাই বিক্রেতাদের সুবিধার্থে ও অনলাইনে ব্যবসায়িক কর্মকান্ড গতিময় করতে আমরা ‘দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম” উদ্যোগটি গ্রহন করেছি। বিস্তারিত জানতে ভিজিট করুন: http://bit.ly/Daraz_Seller। সংবাদ বিজ্ঞপ্তি।