বড়পর্দার তিন ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে আনছে ওয়ালটন

করোনাভাইরাস দুর্যোগের মধ্যে তিন ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে ছাড়ছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ফোনটির মডেল ‘প্রিমো এনফোর’। ফোনটি রেইনবো ব্ল্যাক এবং সি গ্রিন দুটি ভিন্ন রঙে বাজারে আসবে। পিএমএমএ ম্যাটেরিয়ালে তৈরি রেইনবো ব্ল্যাক রঙের ফোনটির ব্যাককভার আলোতে রঙধনুর মতো বিভিন্ন রঙ ধারণ করবে। ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, চলতি মে মাসের প্রথম সপ্তাহে অনলাইনে ফোনটির প্রি-অর্ডার নেয়া শুরু হবে। প্রি-অর্ডারে থাকবে হোম ডেলিভারিসহ আকর্ষণীয় অফার। ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রম এবং ৪জিবি র‌্যাম ও ৬৪জিবি রমের দুটি ভার্সনে ফোনটি বাজারে আসবে। এখনো ফোনের দাম নির্ধারিত হয়নি। তবে বাজারের অন্যান্য ফোনের তুলনায় এটি সাশ্রয়ী মূল্যের হবে। ‘এনফোর’ মডেলের এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৫ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর নচ আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। ফোনটির ফিচারগুলো হলো অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৩ প্রসেসর, মালি-জি৭১ এমপি২ গ্রাফিক্স, এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির ১৬, ৮ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল অটোফোকাস রিয়ার ক্যামেরা, এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওটিজি ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ০৫ মে ২০২০ , ২২ বৈশাখ ১৪২৭, ১১ রমাজান ১৪৪১

বড়পর্দার তিন ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে আনছে ওয়ালটন

image

করোনাভাইরাস দুর্যোগের মধ্যে তিন ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে ছাড়ছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ফোনটির মডেল ‘প্রিমো এনফোর’। ফোনটি রেইনবো ব্ল্যাক এবং সি গ্রিন দুটি ভিন্ন রঙে বাজারে আসবে। পিএমএমএ ম্যাটেরিয়ালে তৈরি রেইনবো ব্ল্যাক রঙের ফোনটির ব্যাককভার আলোতে রঙধনুর মতো বিভিন্ন রঙ ধারণ করবে। ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, চলতি মে মাসের প্রথম সপ্তাহে অনলাইনে ফোনটির প্রি-অর্ডার নেয়া শুরু হবে। প্রি-অর্ডারে থাকবে হোম ডেলিভারিসহ আকর্ষণীয় অফার। ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রম এবং ৪জিবি র‌্যাম ও ৬৪জিবি রমের দুটি ভার্সনে ফোনটি বাজারে আসবে। এখনো ফোনের দাম নির্ধারিত হয়নি। তবে বাজারের অন্যান্য ফোনের তুলনায় এটি সাশ্রয়ী মূল্যের হবে। ‘এনফোর’ মডেলের এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৫ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর নচ আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। ফোনটির ফিচারগুলো হলো অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৩ প্রসেসর, মালি-জি৭১ এমপি২ গ্রাফিক্স, এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির ১৬, ৮ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল অটোফোকাস রিয়ার ক্যামেরা, এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওটিজি ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি।