রিয়েলমি ৫আই এখন পিকাবুতে

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়াারিতে বাংলাদেশের মোবাইল বাজারে প্রবেশ করে। প্রথমে ব্র্যান্ডটি দুটি স্মার্টফোন সি২ এবং ৫আই উন্মোচন করে। মে’র ৭ তারিখ থেকে অনলাইন শপ পিকাবুতে পাওয়া যাবে রিয়েলমি ৫আই। স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, ৩য় জেনারেশনের কোয়ালকম এআই ইঞ্জিন। ফোনটির নাইটস্কেপ ২.০ এর সাহায্যে রাতের আঁধারেও ওয়াইড ছবি তোলা যাবে।

রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, “আমরা সবসময় প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের সকল প্রযুক্তিগত চাহিদা পূরণের আধুনিক সব ফিচারের সমন্বয়ে স্মার্টফোন বাজারে নিয়ে আসছি। এর ফলে তরুণ প্রজন্মের সৃজনশীলতার আরো বিকাশ ঘটবে।” সানরাইজ ডিজাইনে অ্যাকুয়া ব্লু ও ফরেস্ট গ্রিন এ দুটি রঙে মে’র ৭ তারিখ পিকাবুতে স্মার্টফোনটি ১২, ৯৯০ টাকায় পাওয়া যাবে। গ্রাহকরা ৫০০ টাকা ছাড় অথবা ৬ মাসের ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ০৬ মে ২০২০ , ২৩ বৈশাখ ১৪২৭, ১২ রমাজান ১৪৪১

রিয়েলমি ৫আই এখন পিকাবুতে

image

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়াারিতে বাংলাদেশের মোবাইল বাজারে প্রবেশ করে। প্রথমে ব্র্যান্ডটি দুটি স্মার্টফোন সি২ এবং ৫আই উন্মোচন করে। মে’র ৭ তারিখ থেকে অনলাইন শপ পিকাবুতে পাওয়া যাবে রিয়েলমি ৫আই। স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, ৩য় জেনারেশনের কোয়ালকম এআই ইঞ্জিন। ফোনটির নাইটস্কেপ ২.০ এর সাহায্যে রাতের আঁধারেও ওয়াইড ছবি তোলা যাবে।

রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, “আমরা সবসময় প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের সকল প্রযুক্তিগত চাহিদা পূরণের আধুনিক সব ফিচারের সমন্বয়ে স্মার্টফোন বাজারে নিয়ে আসছি। এর ফলে তরুণ প্রজন্মের সৃজনশীলতার আরো বিকাশ ঘটবে।” সানরাইজ ডিজাইনে অ্যাকুয়া ব্লু ও ফরেস্ট গ্রিন এ দুটি রঙে মে’র ৭ তারিখ পিকাবুতে স্মার্টফোনটি ১২, ৯৯০ টাকায় পাওয়া যাবে। গ্রাহকরা ৫০০ টাকা ছাড় অথবা ৬ মাসের ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।