এপ্রিলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে বিকাশে

পৃথিবীব্যাপি কোভিড-১৯ এর বিস্তার প্রতিরোধে ‘লকডাউন’ পরিস্থিতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়লেও অনলাইন অথবা ওয়ালেট ভিত্তিক মানি ট্রান্সফার সেবা থেকে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বেড়েছে। এপ্রিল মাসে এই পদ্ধতিতে দেশের ব্যাংকিং চ্যানেল হয়ে বিকাশের মাধ্যমে প্রায় ১০৬ কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অথচ মার্চ মাসে বিকাশে পাঠানো রেমিট্যান্সের পরিমান ছিল ২৭ কোটি টাকা।

বিশেষ প্রয়োজনের এই সময়টিতে প্রবাসী এবং দেশে অবস্থানকারী প্রিয়জন উভয়ই ঘরে অবস্থান করায়, অর্থ প্রেরণকারী বাইরে না গিয়ে তার নিজের মোবাইল থেকেই অনলাইন অথবা ওয়ালেট ভিত্তিক মানি ট্রান্সফার সেবা ব্যবহার করে নির্ধারিত ব্যাংকিং চ্যানেল হয়ে দেশে তার স্বজনের বিকাশ একাউন্টে টাকা পাঠানোর সেবার উপর ভরসা রাখছেন।

প্রিয়জনের বা পরিবারের প্রয়োজনে ছোট অংকের রেমিট্যান্স গুলো পাঠাতে অনলাইন-টু-ওয়ালেট সেবা বা বিকাশের মত সেবা গুলোকেই বেছে নিচ্ছেন প্রবাসীরা। এপ্রিল মাসে বিকাশে পাঠানো রেমিট্যান্সের সংখ্যা ছিল ৯২ হাজারের কিছু বেশি। গড়ে প্রত্যেক প্রবাসীর রেমিট্যান্স পাঠানোর পরিমান ছিল সাড়ে এগার হাজার টাকার মত।

বর্তমানে বিকাশ দেশের ৬টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিশ্বের ৯৩টি দেশ থেকে রেমিট্যান্স গ্রহণের সেবা দিয়ে যাচ্ছে। দেশে প্রবাসীদের প্রিয়জনরা তাদের বিকাশ অ্যাকাউন্টে আসা রেমিট্যান্সের অর্থ সামাজিক দূরত্ব রক্ষা করে প্রয়োজন অনুসারে ক্যাশআউট করা, সেন্ড মানি করা, পেমেন্ট দেয়া, বিল দেয়া, মোবাইল রিচার্জ করা সহ আরো অসংখ্য প্রয়োজনে ব্যবহার করতে পারছেন এবং নিরাপদে থাকতে পারছেন।

বিকাশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে মালেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাজ্য থেকে। ভ্যালইউ (ঠধষুড়ঁ), হানপাস (ঐধহঢ়ধংং), জিমানি (এসড়হবু) এর মত ওয়ালেট ভিত্তিক সেবা প্রতিষ্ঠানের সঙ্গে বিকাশের কৌশলগত অংশীদ্বারিত্বের ফলে, কোভিড-১৯ এর এই সময়েও এসব দেশে অবস্থানরত প্রবাসীরা তাদের মোবাইল ওয়ালেট থেকে মুহূর্তেই দেশে স্বজনদের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারছেন।

এদিকে, প্রেরিত অর্থের ওপর সরকার ঘোষিত ২% আর্থিক প্রণোদনা এই কঠিন পরিস্থিতির মধ্যেও প্রবাসীদের মোবাইল ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোতে আরো বেশী উদ্বুদ্ধ করছে।

উল্লেখ্য ২০১৭ সালের ডিসেম্বর মাসে ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধভাবে দেশে বিকাশের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর সেবা চালু হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ০৯ মে ২০২০ , ২৬ বৈশাখ ১৪২৭, ১৫ রমাজান ১৪৪১

এপ্রিলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে বিকাশে

image

পৃথিবীব্যাপি কোভিড-১৯ এর বিস্তার প্রতিরোধে ‘লকডাউন’ পরিস্থিতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়লেও অনলাইন অথবা ওয়ালেট ভিত্তিক মানি ট্রান্সফার সেবা থেকে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বেড়েছে। এপ্রিল মাসে এই পদ্ধতিতে দেশের ব্যাংকিং চ্যানেল হয়ে বিকাশের মাধ্যমে প্রায় ১০৬ কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অথচ মার্চ মাসে বিকাশে পাঠানো রেমিট্যান্সের পরিমান ছিল ২৭ কোটি টাকা।

বিশেষ প্রয়োজনের এই সময়টিতে প্রবাসী এবং দেশে অবস্থানকারী প্রিয়জন উভয়ই ঘরে অবস্থান করায়, অর্থ প্রেরণকারী বাইরে না গিয়ে তার নিজের মোবাইল থেকেই অনলাইন অথবা ওয়ালেট ভিত্তিক মানি ট্রান্সফার সেবা ব্যবহার করে নির্ধারিত ব্যাংকিং চ্যানেল হয়ে দেশে তার স্বজনের বিকাশ একাউন্টে টাকা পাঠানোর সেবার উপর ভরসা রাখছেন।

প্রিয়জনের বা পরিবারের প্রয়োজনে ছোট অংকের রেমিট্যান্স গুলো পাঠাতে অনলাইন-টু-ওয়ালেট সেবা বা বিকাশের মত সেবা গুলোকেই বেছে নিচ্ছেন প্রবাসীরা। এপ্রিল মাসে বিকাশে পাঠানো রেমিট্যান্সের সংখ্যা ছিল ৯২ হাজারের কিছু বেশি। গড়ে প্রত্যেক প্রবাসীর রেমিট্যান্স পাঠানোর পরিমান ছিল সাড়ে এগার হাজার টাকার মত।

বর্তমানে বিকাশ দেশের ৬টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিশ্বের ৯৩টি দেশ থেকে রেমিট্যান্স গ্রহণের সেবা দিয়ে যাচ্ছে। দেশে প্রবাসীদের প্রিয়জনরা তাদের বিকাশ অ্যাকাউন্টে আসা রেমিট্যান্সের অর্থ সামাজিক দূরত্ব রক্ষা করে প্রয়োজন অনুসারে ক্যাশআউট করা, সেন্ড মানি করা, পেমেন্ট দেয়া, বিল দেয়া, মোবাইল রিচার্জ করা সহ আরো অসংখ্য প্রয়োজনে ব্যবহার করতে পারছেন এবং নিরাপদে থাকতে পারছেন।

বিকাশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে মালেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাজ্য থেকে। ভ্যালইউ (ঠধষুড়ঁ), হানপাস (ঐধহঢ়ধংং), জিমানি (এসড়হবু) এর মত ওয়ালেট ভিত্তিক সেবা প্রতিষ্ঠানের সঙ্গে বিকাশের কৌশলগত অংশীদ্বারিত্বের ফলে, কোভিড-১৯ এর এই সময়েও এসব দেশে অবস্থানরত প্রবাসীরা তাদের মোবাইল ওয়ালেট থেকে মুহূর্তেই দেশে স্বজনদের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারছেন।

এদিকে, প্রেরিত অর্থের ওপর সরকার ঘোষিত ২% আর্থিক প্রণোদনা এই কঠিন পরিস্থিতির মধ্যেও প্রবাসীদের মোবাইল ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোতে আরো বেশী উদ্বুদ্ধ করছে।

উল্লেখ্য ২০১৭ সালের ডিসেম্বর মাসে ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধভাবে দেশে বিকাশের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর সেবা চালু হয়। সংবাদ বিজ্ঞপ্তি।