ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মহাসঙ্কটের এই সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের গতিশীল শিক্ষাজীবন নিশ্চিতকল্পে ঘোষণা করছে প্রায় ২০ কোটি টাকার এক বিশেষ প্রণোদনা প্যাকেজ। বিশেষ প্রণোদনার আওতায় শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ থেকে শুরু করে ইন্টারনেট ডাটা ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন প্রয়োজন মেটাতে সক্ষম হবে। শিক্ষার্থীদের জন্য কারিগরি সহায়তা বৃদ্ধি ও অনলাইন ক্লাসে অংশগ্রহণ শতভাগ নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে বিতরণ করা হবে ২ হাজার ৫’শ ল্যাপটপ। এসব উদ্যোগের ফলে এই বৈশ্বিক সঙ্কটের সময়ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারবে বলে কর্তৃপক্ষ আশা করছে। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ১১ মে ২০২০ , ২৮ বৈশাখ ১৪২৭, ১৭ রমাজান ১৪৪১

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মহাসঙ্কটের এই সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের গতিশীল শিক্ষাজীবন নিশ্চিতকল্পে ঘোষণা করছে প্রায় ২০ কোটি টাকার এক বিশেষ প্রণোদনা প্যাকেজ। বিশেষ প্রণোদনার আওতায় শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ থেকে শুরু করে ইন্টারনেট ডাটা ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন প্রয়োজন মেটাতে সক্ষম হবে। শিক্ষার্থীদের জন্য কারিগরি সহায়তা বৃদ্ধি ও অনলাইন ক্লাসে অংশগ্রহণ শতভাগ নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে বিতরণ করা হবে ২ হাজার ৫’শ ল্যাপটপ। এসব উদ্যোগের ফলে এই বৈশ্বিক সঙ্কটের সময়ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারবে বলে কর্তৃপক্ষ আশা করছে। সংবাদ বিজ্ঞপ্তি।