বাজারে টেকনোর নতুন দুটি স্মার্টফোন ক্যামন ১৫ এবং ক্যামন ১৫প্রো

মোবাইল ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাজারে নিয়ে এলো তাদের দুটি নতুন স্মার্টফোন টেকনো ক্যামন ১৫ এবং ক্যামন ১৫ প্রো। দুটি ফোনের উল্লেখযোগ্য কমন ফিচার হিসেবে থাকছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, যার সঙ্গে ব্যবহার করা হয়েছে আল্ট্রা নাইট টাইভস (TAIVOS™) চিপ যা স্বল্প আলোতেও ক্যামেরার ছবিগুলোকে করবে অনেক বেশী প্রাণবন্ত, নিখুঁত এবং উজ্জ্বল। যেখানে ক্যামন ১৫ প্রো এর ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরার সঙ্গে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ১১৫ ডিগ্রী আল্ট্রাওয়াইড ও ২ সেন্টিমিটার ম্যাক্রো ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপথ্ সেন্সর আর ক্যামন ১৫ এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেল ১১৫ ডিগ্রী আল্ট্রাওয়াইড ও ২ সেন্টিমিটার ম্যাক্রো ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপথ্ সেন্সর। ক্যামেরার অন্যান্য ফিচার হিসেবে আছে বোকেহ মোড, ফেস বিউটি, নাইট শট, শর্ট ভিডিও, এইচডিআর, ফেস ডিটেকশন, এআই বডি শেপিং, কালার ফিল্টার, প্যানোরমা এবং সেলফ টাইমার।

সেলফি তোলার জন্য টেকনো ক্যামন ১৫প্রো এর আকর্ষণীয় ফিচার হিসেবে আছে এর স্বয়ংক্রিয় ৩২ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা এবং ক্যামন ১৫ এ আছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। টেকনো ক্যামন ১৫প্রো এবং টেকনো ক্যামন ১৫এর বাংলাদেশের বাজারে মূল্য নির্ধারন করা হয়েছে যথাক্রমে ১৯, ৯৯০ টাকা এবং ১৫, ৯৯০ টাকা। ক্যামন ১৫ প্রো এবং ক্যামন ১৫ ডিভাইস দুটিতে যথাক্রমে রয়েছে ৬.৬ ইঞ্চি এর একটি ফুল ভিউ ডিসপ্লে এবং ৬.৫৫ ইঞ্চি এর ডট-ইন ডিসপ্লে। ডিভাইস দুটিতে যথাক্রমে ৪০০০ এমএএইচ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ক্যামন ১৫ প্রো তে আছে ৬ গিগাবাইট র‌্যাম এর সঙ্গে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ক্যামন ১৫-এ দেওয়া হয়েছে ৪ গিগাবাইট র‌্যাম এর সঙ্গে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে বাড়ানো যাবে। দুটি ফোনেই রয়েছে এ্যান্ড্রয়েড ১০ পাই অপারেটিং সিস্টেম এবং প্রসেসর হিসেবে আছে হেলিও পি৩৫ এবং হেলিও পি২২ অক্টাকোর প্রসেসর। নিরাপত্তার জন্য স্মার্টফোন দুটিতেই ফিংগারপ্রিন্ট সিকিউরিটি এবং ফেস আনলক ফিচার আছে। এছাড়াও আরো কিছু স্পেশাল ফিচার আছে যেমন- ডুয়াল ফোরজি স্ট্যান্ডবাই, ডুয়াল ভোল্টে (নেটওয়ার্ক এনাবল্ড) প্রভৃতি। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ১৩ মে ২০২০ , ৩০ বৈশাখ ১৪২৭, ১৯ রমাজান ১৪৪১

বাজারে টেকনোর নতুন দুটি স্মার্টফোন ক্যামন ১৫ এবং ক্যামন ১৫প্রো

image

মোবাইল ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাজারে নিয়ে এলো তাদের দুটি নতুন স্মার্টফোন টেকনো ক্যামন ১৫ এবং ক্যামন ১৫ প্রো। দুটি ফোনের উল্লেখযোগ্য কমন ফিচার হিসেবে থাকছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, যার সঙ্গে ব্যবহার করা হয়েছে আল্ট্রা নাইট টাইভস (TAIVOS™) চিপ যা স্বল্প আলোতেও ক্যামেরার ছবিগুলোকে করবে অনেক বেশী প্রাণবন্ত, নিখুঁত এবং উজ্জ্বল। যেখানে ক্যামন ১৫ প্রো এর ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরার সঙ্গে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ১১৫ ডিগ্রী আল্ট্রাওয়াইড ও ২ সেন্টিমিটার ম্যাক্রো ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপথ্ সেন্সর আর ক্যামন ১৫ এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেল ১১৫ ডিগ্রী আল্ট্রাওয়াইড ও ২ সেন্টিমিটার ম্যাক্রো ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপথ্ সেন্সর। ক্যামেরার অন্যান্য ফিচার হিসেবে আছে বোকেহ মোড, ফেস বিউটি, নাইট শট, শর্ট ভিডিও, এইচডিআর, ফেস ডিটেকশন, এআই বডি শেপিং, কালার ফিল্টার, প্যানোরমা এবং সেলফ টাইমার।

সেলফি তোলার জন্য টেকনো ক্যামন ১৫প্রো এর আকর্ষণীয় ফিচার হিসেবে আছে এর স্বয়ংক্রিয় ৩২ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা এবং ক্যামন ১৫ এ আছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। টেকনো ক্যামন ১৫প্রো এবং টেকনো ক্যামন ১৫এর বাংলাদেশের বাজারে মূল্য নির্ধারন করা হয়েছে যথাক্রমে ১৯, ৯৯০ টাকা এবং ১৫, ৯৯০ টাকা। ক্যামন ১৫ প্রো এবং ক্যামন ১৫ ডিভাইস দুটিতে যথাক্রমে রয়েছে ৬.৬ ইঞ্চি এর একটি ফুল ভিউ ডিসপ্লে এবং ৬.৫৫ ইঞ্চি এর ডট-ইন ডিসপ্লে। ডিভাইস দুটিতে যথাক্রমে ৪০০০ এমএএইচ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ক্যামন ১৫ প্রো তে আছে ৬ গিগাবাইট র‌্যাম এর সঙ্গে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ক্যামন ১৫-এ দেওয়া হয়েছে ৪ গিগাবাইট র‌্যাম এর সঙ্গে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে বাড়ানো যাবে। দুটি ফোনেই রয়েছে এ্যান্ড্রয়েড ১০ পাই অপারেটিং সিস্টেম এবং প্রসেসর হিসেবে আছে হেলিও পি৩৫ এবং হেলিও পি২২ অক্টাকোর প্রসেসর। নিরাপত্তার জন্য স্মার্টফোন দুটিতেই ফিংগারপ্রিন্ট সিকিউরিটি এবং ফেস আনলক ফিচার আছে। এছাড়াও আরো কিছু স্পেশাল ফিচার আছে যেমন- ডুয়াল ফোরজি স্ট্যান্ডবাই, ডুয়াল ভোল্টে (নেটওয়ার্ক এনাবল্ড) প্রভৃতি। সংবাদ বিজ্ঞপ্তি।