করোনা নিরাপত্তায় শপিং মলের জন্য এমসিসি লিমিটেডের ফ্রি সফটওয়্যার

করোনার সংক্রমণ এড়াতে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা দোকানপাট ও শপিং মলগুলো শর্ত সাপেক্ষে থকে খুলে দেয়া হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শপিং মলগুলো সম্পর্কে একটি নির্দেশনা প্রদান করা হয়। সেখানে বলা হয়, প্রত্যেকটি শপিং মলের নিজস্ব এ্যাপ থাকতে হবে, যার মাধ্যমে ক্রেতারা শপিং করতে আসার আগে নিবন্ধনের মাধ্যমে পাশ সংগ্রহ করবেন এবং প্রবেশ মুখেই তা প্রদর্শন করতে হবে। শপিং মলগুলোতে করোনার স্বাস্থ্যগত নিরাপত্তা সৃষ্টি করতে এই ধরনের ফিচার সম্বলিত এ্যাপ নির্মাণ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এমসিসি লি.। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই এ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বাংলাদেশের যেকোন শপিংমল কর্তৃপক্ষ।

এমসিসি লিমিটেড এর প্রধান প্রকৌশলী আশিকুজ্জামান জানান, ‘লকডাউন পরিস্থিতিতে দোকানমালিক বা শপিং সেন্টার কর্তৃপক্ষ যেন সহজেই তাঁদের উপযোগী সল্যুশন খুঁজে পান, সেকারণেই আমরা এটি নির্মাণ করেছি। ’

কিভাবে কাজ করে এই এ্যাপ: এটি একটি ওয়েব এ্যাপ্লিকেশন। এই সফটওয়ার ব্যবহার করতে কোন ধরনের কারিগরী জ্ঞানের প্রয়োজন নেই। ক্রেতারা একটি নির্দিষ্ট সাইটে ঢুকে শপিং পাশের আবেদন করবেন। শপিং এর জন্য নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করবেন। মল কর্তৃপক্ষ প্রত্যেকটি আবেদনকে যাচাই বাছাই করে অনুমোদন প্রদান করবেন। এটি ম্যানুয়াল বা স্বয়ংক্রিয় দুই পদ্ধতেই করা সম্ভব। অনুমতি প্রদানের সঙ্গে সঙ্গে ক্রেতার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশান কোড ও একটি কিউআর কোড চলে যাবে। যেটি প্রবেশ পথের মুখে যাচাই করা সম্ভব হবে। এই এ্যাপের প্রধান ফিচার হচ্ছে, ক্রেতাদের উপচে পড়া ভীড়ের পরিস্থিতি এড়াতে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রেতাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি প্রদান করা।

কিভাবে সেবাটি পাওয়া যাবে : আগ্রহী শপিং মল কর্তৃপক্ষ যঃhttps://mcc.com.bd/shoppingpass/ এই সাইটের নিচের লিঙ্ক থেকে নিবন্ধন করলে, এমসিসি লি. এর টেকনিক্যাল টিম এর পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং সিস্টেমে ইন্সটল করাসহ অন্যান্য কারিগরী সেবা দেয়া হবে। যদি কোন ধরনের কাস্টমাইজ করার প্রয়োজন হয়, সেটাও আলোচনা সাপেক্ষে করা হবে। তবে শুধু শপিং মল নয়, যেখানে অনেক মানুষের সমাগম ঘটে থাকে, তাঁরা প্রত্যেকেই এই ধরনের সল্যুশন ব্যবহার করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ১৯ মে ২০২০ , ৫ জৈষ্ঠ্য ১৪২৭, ২৫ রমাজান ১৪৪১

করোনা নিরাপত্তায় শপিং মলের জন্য এমসিসি লিমিটেডের ফ্রি সফটওয়্যার

image

করোনার সংক্রমণ এড়াতে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা দোকানপাট ও শপিং মলগুলো শর্ত সাপেক্ষে থকে খুলে দেয়া হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শপিং মলগুলো সম্পর্কে একটি নির্দেশনা প্রদান করা হয়। সেখানে বলা হয়, প্রত্যেকটি শপিং মলের নিজস্ব এ্যাপ থাকতে হবে, যার মাধ্যমে ক্রেতারা শপিং করতে আসার আগে নিবন্ধনের মাধ্যমে পাশ সংগ্রহ করবেন এবং প্রবেশ মুখেই তা প্রদর্শন করতে হবে। শপিং মলগুলোতে করোনার স্বাস্থ্যগত নিরাপত্তা সৃষ্টি করতে এই ধরনের ফিচার সম্বলিত এ্যাপ নির্মাণ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এমসিসি লি.। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই এ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বাংলাদেশের যেকোন শপিংমল কর্তৃপক্ষ।

এমসিসি লিমিটেড এর প্রধান প্রকৌশলী আশিকুজ্জামান জানান, ‘লকডাউন পরিস্থিতিতে দোকানমালিক বা শপিং সেন্টার কর্তৃপক্ষ যেন সহজেই তাঁদের উপযোগী সল্যুশন খুঁজে পান, সেকারণেই আমরা এটি নির্মাণ করেছি। ’

কিভাবে কাজ করে এই এ্যাপ: এটি একটি ওয়েব এ্যাপ্লিকেশন। এই সফটওয়ার ব্যবহার করতে কোন ধরনের কারিগরী জ্ঞানের প্রয়োজন নেই। ক্রেতারা একটি নির্দিষ্ট সাইটে ঢুকে শপিং পাশের আবেদন করবেন। শপিং এর জন্য নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করবেন। মল কর্তৃপক্ষ প্রত্যেকটি আবেদনকে যাচাই বাছাই করে অনুমোদন প্রদান করবেন। এটি ম্যানুয়াল বা স্বয়ংক্রিয় দুই পদ্ধতেই করা সম্ভব। অনুমতি প্রদানের সঙ্গে সঙ্গে ক্রেতার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশান কোড ও একটি কিউআর কোড চলে যাবে। যেটি প্রবেশ পথের মুখে যাচাই করা সম্ভব হবে। এই এ্যাপের প্রধান ফিচার হচ্ছে, ক্রেতাদের উপচে পড়া ভীড়ের পরিস্থিতি এড়াতে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রেতাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি প্রদান করা।

কিভাবে সেবাটি পাওয়া যাবে : আগ্রহী শপিং মল কর্তৃপক্ষ যঃhttps://mcc.com.bd/shoppingpass/ এই সাইটের নিচের লিঙ্ক থেকে নিবন্ধন করলে, এমসিসি লি. এর টেকনিক্যাল টিম এর পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং সিস্টেমে ইন্সটল করাসহ অন্যান্য কারিগরী সেবা দেয়া হবে। যদি কোন ধরনের কাস্টমাইজ করার প্রয়োজন হয়, সেটাও আলোচনা সাপেক্ষে করা হবে। তবে শুধু শপিং মল নয়, যেখানে অনেক মানুষের সমাগম ঘটে থাকে, তাঁরা প্রত্যেকেই এই ধরনের সল্যুশন ব্যবহার করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।