করোনাভাইরাস : ভারতে আক্রান্ত ১ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯ এ ভারতে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে ৩ হাজার ১৬৩ জন হয়েছে। সোমবার মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও অন্যান্য রাজ্যে পরীক্ষায় আরও লোকজনের করোনভাইরাস সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায় বলে এনডিটিভি জানিয়েছে। জানুয়ারির শেষে ভারতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার পর চার মাসের মধ্যেই সংখ্যাটি এক লাখ পেরিয়ে গেল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১৮৮ দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে এবং এর মধ্যে ১১টি দেশে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।

মার্চের শেষেও ভারতে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচে ছিল, এরপর এপ্রিলে বাড়তে শুরু করার পর মে মাসের প্রথম তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজারেরও বেশি বেড়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

সোমবার ভারতে নতুন আক্রান্তের সংখ্যা দৈনিক বৃদ্ধির সবচেয়ে বড় রেকর্ড হয়। ওই দিন দেশটিতে ৫ হাজার ২৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তখন মোট আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছিল।

এরপর মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া হিসাবে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৯৭০ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এদের নিয়েই ভারতে আক্রান্তের মোট সংখ্যা লাখ পেরিয়ে যায়। দেশটিতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র রাজ্য। দেশটির করোনাভাইরাস আক্রান্তের এক-তৃতীয়াংশেরও বেশি এ রাজ্যটিতে শনাক্ত হয়েছে। এখানে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮ জন ও মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৯ জনের।

আক্রান্তের সংখ্যায় এরপর যথাক্রমে আছে তামিল নাডু, গুজরাট ও দিল্লি। তামিনাডুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬০ জন, গুজরাটে ১১ হাজার ৭৪৫ জন এবং রাজধানী দিল্লিতে ১০ হাজার ৫৪ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮২৫ এবং মৃত্যু হয়েছে ২৪৪ জনের। ভারতে এ পর্যন্ত ৩৬ হাজার ৮২৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বুধবার, ২০ মে ২০২০ , ৬ জৈষ্ঠ্য ১৪২৭, ২৬ রমাজান ১৪৪১

করোনাভাইরাস : ভারতে আক্রান্ত ১ লাখ ছাড়াল

সংবাদ ডেস্ক |

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯ এ ভারতে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে ৩ হাজার ১৬৩ জন হয়েছে। সোমবার মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও অন্যান্য রাজ্যে পরীক্ষায় আরও লোকজনের করোনভাইরাস সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায় বলে এনডিটিভি জানিয়েছে। জানুয়ারির শেষে ভারতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার পর চার মাসের মধ্যেই সংখ্যাটি এক লাখ পেরিয়ে গেল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১৮৮ দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে এবং এর মধ্যে ১১টি দেশে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।

মার্চের শেষেও ভারতে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচে ছিল, এরপর এপ্রিলে বাড়তে শুরু করার পর মে মাসের প্রথম তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজারেরও বেশি বেড়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

সোমবার ভারতে নতুন আক্রান্তের সংখ্যা দৈনিক বৃদ্ধির সবচেয়ে বড় রেকর্ড হয়। ওই দিন দেশটিতে ৫ হাজার ২৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তখন মোট আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছিল।

এরপর মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া হিসাবে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৯৭০ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এদের নিয়েই ভারতে আক্রান্তের মোট সংখ্যা লাখ পেরিয়ে যায়। দেশটিতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র রাজ্য। দেশটির করোনাভাইরাস আক্রান্তের এক-তৃতীয়াংশেরও বেশি এ রাজ্যটিতে শনাক্ত হয়েছে। এখানে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮ জন ও মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৯ জনের।

আক্রান্তের সংখ্যায় এরপর যথাক্রমে আছে তামিল নাডু, গুজরাট ও দিল্লি। তামিনাডুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬০ জন, গুজরাটে ১১ হাজার ৭৪৫ জন এবং রাজধানী দিল্লিতে ১০ হাজার ৫৪ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮২৫ এবং মৃত্যু হয়েছে ২৪৪ জনের। ভারতে এ পর্যন্ত ৩৬ হাজার ৮২৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।