পুলিশকে ৫০ হাজার সার্জিক্যাল মাস্ক দিল এমসিসিআই

করোনা যুদ্ধে বরাবরের মতো জনগণের সেবায় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের আত্মনিয়োগ চোখে পড়ার মতো। সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে এই বাহিনী দেশের আইনশৃঙ্খলা বজায় রাখায় তাৎপর্যপূর্ণভাবে অবদান রেখে চলেছে। তাদের এই অবদান জাতি সর্বদা কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তাদের সুরক্ষার জন্য এমসিসিআইয়ের পক্ষ থেকে ৫০ হাজার পিস সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক দূরত্ববিষয়ক নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই পুলিশ বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের কাছে এ উপহার হস্তান্তর করা হয়। এদিকে করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে পিপিইসহ আনুষঙ্গিক অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করার জন্য এমসিসিআইয়ের অন্যতম সদস্য সাজিদা ফাউন্ডেশনকেও চেম্বারের পক্ষ থেকে সম্প্রতি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ২৩ মে ২০২০ , ৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৯ রমজান ১৪৪১

পুলিশকে ৫০ হাজার সার্জিক্যাল মাস্ক দিল এমসিসিআই

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

করোনা যুদ্ধে বরাবরের মতো জনগণের সেবায় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের আত্মনিয়োগ চোখে পড়ার মতো। সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে এই বাহিনী দেশের আইনশৃঙ্খলা বজায় রাখায় তাৎপর্যপূর্ণভাবে অবদান রেখে চলেছে। তাদের এই অবদান জাতি সর্বদা কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তাদের সুরক্ষার জন্য এমসিসিআইয়ের পক্ষ থেকে ৫০ হাজার পিস সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক দূরত্ববিষয়ক নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই পুলিশ বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের কাছে এ উপহার হস্তান্তর করা হয়। এদিকে করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে পিপিইসহ আনুষঙ্গিক অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করার জন্য এমসিসিআইয়ের অন্যতম সদস্য সাজিদা ফাউন্ডেশনকেও চেম্বারের পক্ষ থেকে সম্প্রতি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।