আরও ৫০ হাজার পরিববারকে সহায়তা করবে ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ

কোভিড-১৯ এ যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তায় পাশে এসে দাঁড়িয়েছে গ্রামীণফোন ও ব্র্যাক। প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় প্রতিষ্ঠান দু’টি যৌথ অংশীদারিত্বে শুরু করেছে ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ। এ উদ্যোগে সাড়া দিয়ে এবি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, এডিসন গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, রেডিও ভূমি এবং অনেক ব্যক্তি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ইতিমধ্যে এগিয়ে এসেছেন। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় আরও ৫০ হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দিতে প্রস্তুত ‘ডাকছে আমার দেশ’।

এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, আমাদের বিশ^াস, একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো, যাদের এই দুঃসময়ে সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আমরা এমন এক মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি যার মুখোমুখি এর আগে আমরা কখনও হইনি। এটা এমনই এক সংকট যেখানে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করা অনেক বেশি প্রয়োজন। দীর্ঘস্থায়ী এ সংকট লাখ লাখ পরিবারকে কঠিন অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে।’

‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে ব্র্যাক দুই লাখ এবং গ্রামীণফোন এক লাখ পরিবারকে সহায়তা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ৩১ মে ২০২০ , ১৭ জৈষ্ঠ ১৪২৭, ৭ শাওয়াল ১৪৪১

আরও ৫০ হাজার পরিববারকে সহায়তা করবে ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ

image

কোভিড-১৯ এ যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তায় পাশে এসে দাঁড়িয়েছে গ্রামীণফোন ও ব্র্যাক। প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় প্রতিষ্ঠান দু’টি যৌথ অংশীদারিত্বে শুরু করেছে ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ। এ উদ্যোগে সাড়া দিয়ে এবি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, এডিসন গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, রেডিও ভূমি এবং অনেক ব্যক্তি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ইতিমধ্যে এগিয়ে এসেছেন। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় আরও ৫০ হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দিতে প্রস্তুত ‘ডাকছে আমার দেশ’।

এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, আমাদের বিশ^াস, একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো, যাদের এই দুঃসময়ে সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আমরা এমন এক মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি যার মুখোমুখি এর আগে আমরা কখনও হইনি। এটা এমনই এক সংকট যেখানে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করা অনেক বেশি প্রয়োজন। দীর্ঘস্থায়ী এ সংকট লাখ লাখ পরিবারকে কঠিন অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে।’

‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে ব্র্যাক দুই লাখ এবং গ্রামীণফোন এক লাখ পরিবারকে সহায়তা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।