আ.লীগ নেতা জাহাঙ্গীরের ১২ কোটি টাকার অবৈধ সম্পদ : দুদকের মামলা

বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে গতকাল মামলাটি দায়ের করেন।

দুদক সূত্র জানায়, রাজধানীর বাড্ডা থানার বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, মো. জাহাঙ্গীর আলম অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৪৪৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ২৮ লাখ ৬১ হাজার ৪২৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।

মামলার এজাহারে বলা হয়, বিগত ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর মো. জাহাঙ্গীর আলমের নামে সম্পদ বিবরণী নোটিস জারি করা হয়। তিনি একই বছরের ৩১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন।

স্থানীয় একটি সূত্র জানায়, জাহাঙ্গীর ছিলেন ওই এলাকার সংসদ সদস্য রহমতউল্লাহর কাছের লোক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ওয়ার্ড বর্ধিত করা হলে বেরাইদকে সিটি করপোরেশনের নতুন ওয়ার্ডের আওতায় নেয়া হয়। পরে ওই ওয়ার্ড থেকে জাহাঙ্গীর চেয়ারম্যান কাউন্সিলর মনোনয়ন প্রত্যাশী হলে স্থানীয় এমপির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেন জাহাঙ্গীর চেয়ারম্যান। বেরাইদ এলাকায় বিভিন্ন সরকারি জমি, খাল দখল, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে চাঁদা তোলাসহ নানা অপকর্মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়েন জাহাঙ্গীর। আধিপত্য নিয়ে স্থানীয় সংসদ সদস্য গ্রুপের সঙ্গে জাহাঙ্গীর চেয়ারম্যানের গ্রুপের গোলাগুলিতে জাহাঙ্গীর চেয়ারম্যানের এক ভাই খুনও হন। ওই ঘটনায় তিনি মামলাও দায়ের করেন।

সাতক্ষীয়ায় ও বগুড়ায় পৃথক দুই মামলা

১৫ হাজার কেজি সরকারি চাল আত্মসাতের অভিযোগে বগুড়ার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে একই কার্যালয়ে গত শনিবার মামলাটি দায়ের করেন। মামলায় বগুড়া জেলার গাবতলী উপজেলার সাবেকপাড়া এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম, একই গুদামের নৈশ প্রহরী মো. সাদেকুল ইসলাম ও বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা মো. আমজাদ হোসেনকে আসামি করা হয়।

এদিকে সাতক্ষীরায় ৪৭ হাজার ৮৫০ কেজি সরকারি গম আত্মসাতের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে দুদক সজেকা খুলনায় মামলাটি দায়ের করেন। মামলায় সাতক্ষীর জেলার কালীগঞ্জ উপজেলার মো. মনিরুজ্জামান মনি, একই উপজেলার মনিমুক্তা রাইস মিলের ম্যানেজার মো. মোজাহিদুল আলম মুকুল, শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়ন পরিষদের সদস্য পবিত্র কুমার সরকার, মনিমুক্তা রাইস মিলের মালিক মো. আবদুল গফ্ফার, শ্যামনগর উপজেলার খাদ্য শস্য মজুদ ব্যবসায়ী মোহাম্মদ আলী সাপুই ও একই উপজেলার আবদুল মজিদ গাজীকে আসামি করা হয়।

আরও খবর
নারায়ণগঞ্জের ৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ
ট্রাইব্যুনাল চলবে ভার্চুয়াল
সড়ক মন্ত্রীর বক্তব্যে জাতি বিস্মিত
একদিনে কেড়ে নিল চবি পরিবারের ৫ প্রাণ
ট্রেন যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ রেলমন্ত্রীর
জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল দিতে হবে না বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সেব্রিনা ফ্লোরার নামে ভুয়া ফেসবুক আইডি
চাল পাচার গুদাম কর্মকর্তাসহ ২ জন বরখাস্ত
হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু নজরুল গবেষক দরবার আলমের
করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী আরও ১৫৩ পুলিশ
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিখা রানীর পরিবার টিন-টাকা পেল
আনসার আল ইসলামের জঙ্গি গ্রেফতার
জীবন ও জীবিকার প্রয়োজনে ছুটি বাড়ায়নি সরকার মেয়র নাসির
সিলেটে ৮৩ দিনে ১৮ জনের মৃত্যু

সোমবার, ০১ জুন ২০২০ , ১৮ জৈষ্ঠ ১৪২৭, ৮ শাওয়াল ১৪৪১

বাড্ডায়

আ.লীগ নেতা জাহাঙ্গীরের ১২ কোটি টাকার অবৈধ সম্পদ : দুদকের মামলা

নিজস্ব বার্তা পরিবেশক |

বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে গতকাল মামলাটি দায়ের করেন।

দুদক সূত্র জানায়, রাজধানীর বাড্ডা থানার বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, মো. জাহাঙ্গীর আলম অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৪৪৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ২৮ লাখ ৬১ হাজার ৪২৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।

মামলার এজাহারে বলা হয়, বিগত ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর মো. জাহাঙ্গীর আলমের নামে সম্পদ বিবরণী নোটিস জারি করা হয়। তিনি একই বছরের ৩১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন।

স্থানীয় একটি সূত্র জানায়, জাহাঙ্গীর ছিলেন ওই এলাকার সংসদ সদস্য রহমতউল্লাহর কাছের লোক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ওয়ার্ড বর্ধিত করা হলে বেরাইদকে সিটি করপোরেশনের নতুন ওয়ার্ডের আওতায় নেয়া হয়। পরে ওই ওয়ার্ড থেকে জাহাঙ্গীর চেয়ারম্যান কাউন্সিলর মনোনয়ন প্রত্যাশী হলে স্থানীয় এমপির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেন জাহাঙ্গীর চেয়ারম্যান। বেরাইদ এলাকায় বিভিন্ন সরকারি জমি, খাল দখল, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে চাঁদা তোলাসহ নানা অপকর্মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়েন জাহাঙ্গীর। আধিপত্য নিয়ে স্থানীয় সংসদ সদস্য গ্রুপের সঙ্গে জাহাঙ্গীর চেয়ারম্যানের গ্রুপের গোলাগুলিতে জাহাঙ্গীর চেয়ারম্যানের এক ভাই খুনও হন। ওই ঘটনায় তিনি মামলাও দায়ের করেন।

সাতক্ষীয়ায় ও বগুড়ায় পৃথক দুই মামলা

১৫ হাজার কেজি সরকারি চাল আত্মসাতের অভিযোগে বগুড়ার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে একই কার্যালয়ে গত শনিবার মামলাটি দায়ের করেন। মামলায় বগুড়া জেলার গাবতলী উপজেলার সাবেকপাড়া এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম, একই গুদামের নৈশ প্রহরী মো. সাদেকুল ইসলাম ও বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা মো. আমজাদ হোসেনকে আসামি করা হয়।

এদিকে সাতক্ষীরায় ৪৭ হাজার ৮৫০ কেজি সরকারি গম আত্মসাতের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে দুদক সজেকা খুলনায় মামলাটি দায়ের করেন। মামলায় সাতক্ষীর জেলার কালীগঞ্জ উপজেলার মো. মনিরুজ্জামান মনি, একই উপজেলার মনিমুক্তা রাইস মিলের ম্যানেজার মো. মোজাহিদুল আলম মুকুল, শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়ন পরিষদের সদস্য পবিত্র কুমার সরকার, মনিমুক্তা রাইস মিলের মালিক মো. আবদুল গফ্ফার, শ্যামনগর উপজেলার খাদ্য শস্য মজুদ ব্যবসায়ী মোহাম্মদ আলী সাপুই ও একই উপজেলার আবদুল মজিদ গাজীকে আসামি করা হয়।