করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী আরও ১৫৩ পুলিশ

করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন আরও ১৫৩ পুলিশ সদস্য। সুস্থ হয়ে গতকাল তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন। ফলে গতকাল পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯৫৪ পুলিশ সদস্য।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন থাকার পর ১৫৩ জনের নমুনা পরপর দুইবার পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া সব পুলিশ সদস্যকে মাস্ক প্রদান করেন। তাদেরকে ফুল দিয়ে বিদায় জানানো হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বক্ষণিক মনিটরিং এবং উন্নত চিকিৎসার ফলে ইতোমধ্যে করোনাক্রান্ত ১ হাজার ৮০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে অনেকেই জনগণের সেবায় আবার কাজে ফিরেছেন। সব মিলিয়ে ১৯৫৪ পুলিশ সুস্থ হয়ে উঠেছে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, করোনা জয় করে সুস্থ হয়ে উঠছেন অধিকাংশ পুলিশ সদস্য। সুস্থতার দিক থেকে ৩৪ দশমিক ৩৯ ভাগ পুলিশ সুস্থ। গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হন ৫ হাজার পুলিশ। মারা গেছেন ১৫ পুলিশ কর্মকর্তা ও সদস্য।

পুলিশ সূত্র জানায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। আক্রান্ত পুলিশ কর্মকর্তা সদস্যদের রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া পুলিশের জন্য ভাড়া নেয়া বেসরকারি হাসপাতালেও চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে প্রতি ৩ জনের মধ্যে ১ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫৬৩ জন পুলিশ সদস্য সুস্থ হওয়ার পর পুলিশ সদস্যরা নিজেদের কাজে যোগদান করেছেন।

ডিএমপি সূত্র জানায়, মহামারী করোনা সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে যেমন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। গত বৃহস্পতিবার নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও ২৪৩ পুলিশ সদস্য। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, করোনাকালে পুলিশের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে চলছে পুলিশের বহুমূখী কর্মসূচি। সুষম ও পুষ্টিকর খাবার, মৌসুমী ফলমূল ও ইমিউনিটি উৎপাদিত ওষুধ সরবরাহ করার পাশাপাশি এবার শরীরচর্চা অনুশীলন শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল শরীরচর্চার নির্দেশনা দেয়ার পর থেকেই সর্বোচ্চ গুরুত্বসহকারে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের শরীরচর্চা অনুশীলন শুরু হয়েছে।

আরও খবর
নারায়ণগঞ্জের ৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ
ট্রাইব্যুনাল চলবে ভার্চুয়াল
সড়ক মন্ত্রীর বক্তব্যে জাতি বিস্মিত
একদিনে কেড়ে নিল চবি পরিবারের ৫ প্রাণ
ট্রেন যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ রেলমন্ত্রীর
জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল দিতে হবে না বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সেব্রিনা ফ্লোরার নামে ভুয়া ফেসবুক আইডি
চাল পাচার গুদাম কর্মকর্তাসহ ২ জন বরখাস্ত
আ.লীগ নেতা জাহাঙ্গীরের ১২ কোটি টাকার অবৈধ সম্পদ : দুদকের মামলা
হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু নজরুল গবেষক দরবার আলমের
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিখা রানীর পরিবার টিন-টাকা পেল
আনসার আল ইসলামের জঙ্গি গ্রেফতার
জীবন ও জীবিকার প্রয়োজনে ছুটি বাড়ায়নি সরকার মেয়র নাসির
সিলেটে ৮৩ দিনে ১৮ জনের মৃত্যু

সোমবার, ০১ জুন ২০২০ , ১৮ জৈষ্ঠ ১৪২৭, ৮ শাওয়াল ১৪৪১

করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী আরও ১৫৩ পুলিশ

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন আরও ১৫৩ পুলিশ সদস্য। সুস্থ হয়ে গতকাল তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন। ফলে গতকাল পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯৫৪ পুলিশ সদস্য।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন থাকার পর ১৫৩ জনের নমুনা পরপর দুইবার পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া সব পুলিশ সদস্যকে মাস্ক প্রদান করেন। তাদেরকে ফুল দিয়ে বিদায় জানানো হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বক্ষণিক মনিটরিং এবং উন্নত চিকিৎসার ফলে ইতোমধ্যে করোনাক্রান্ত ১ হাজার ৮০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে অনেকেই জনগণের সেবায় আবার কাজে ফিরেছেন। সব মিলিয়ে ১৯৫৪ পুলিশ সুস্থ হয়ে উঠেছে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, করোনা জয় করে সুস্থ হয়ে উঠছেন অধিকাংশ পুলিশ সদস্য। সুস্থতার দিক থেকে ৩৪ দশমিক ৩৯ ভাগ পুলিশ সুস্থ। গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হন ৫ হাজার পুলিশ। মারা গেছেন ১৫ পুলিশ কর্মকর্তা ও সদস্য।

পুলিশ সূত্র জানায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। আক্রান্ত পুলিশ কর্মকর্তা সদস্যদের রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া পুলিশের জন্য ভাড়া নেয়া বেসরকারি হাসপাতালেও চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে প্রতি ৩ জনের মধ্যে ১ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫৬৩ জন পুলিশ সদস্য সুস্থ হওয়ার পর পুলিশ সদস্যরা নিজেদের কাজে যোগদান করেছেন।

ডিএমপি সূত্র জানায়, মহামারী করোনা সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে যেমন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। গত বৃহস্পতিবার নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও ২৪৩ পুলিশ সদস্য। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, করোনাকালে পুলিশের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে চলছে পুলিশের বহুমূখী কর্মসূচি। সুষম ও পুষ্টিকর খাবার, মৌসুমী ফলমূল ও ইমিউনিটি উৎপাদিত ওষুধ সরবরাহ করার পাশাপাশি এবার শরীরচর্চা অনুশীলন শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল শরীরচর্চার নির্দেশনা দেয়ার পর থেকেই সর্বোচ্চ গুরুত্বসহকারে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের শরীরচর্চা অনুশীলন শুরু হয়েছে।