চিঠিপত্র

সড়কে যাত্রী সেবার মান উন্নত করুন

কুষ্টিয়া-মেহেরপুর সড়কটি এখন অনেক উন্নত একটি মহাসড়ক। কিন্তু রাস্তার এই সুবিধা যাত্রীরা ভোগ করতে পারছেন না মান্ধাতার আমলের লক্কড়ঝক্কড় বাস সার্ভিসের কারণে। এ রাস্তায় মুড়ির টিন মার্কা বাসগুলো সরকারের নির্ধারিত হারের চাইতে বেশিইভাড়া নিয়ে থাকে। কিন্তু নিজেদের সার্ভিস ক্রমাগত নিম্নমুখী করতেই তাদের যত তৎপরতা। এখানে বিরতিহীনের নামে রাস্তায় রাস্তায় যাত্রী উঠানো-নামানো নিত্যকার দৃশ্য। বাসগুলোর বসার সিট একেবারেই অপ্রশস্ত, অধিকাংশ বাসের জানালার গ্লাস ভাঙা। বাসে দাঁড়ানোর জায়গাটুকু থাকে না। অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে থাকেন কিন্তু তাদের বাসে জায়গায় অভাবে নেয়া হয় না।

বাসের কন্ডাকটর ও চালকের ব্যবহারও প্রায়সই ভদ্রতার মাত্রা ছাড়ায়। এতসব বিড়ম্বনা নিয়েও যাত্রীরা এ বাসসার্ভিসের মাধ্যমেই মেহেরপুর যেতে বাধ্য হচ্ছেন বিকল্প কোন পরিবহন সুবিধা না থাকার কারণে। দেশের অন্য সড়কগুলোতে যাত্রী সেবা নিয়ে প্রতিযোগিতা আছে। কিন্তু কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বাস মালিকদের মর্জি অনুযায়ী চলতে হয় যাত্রী সাধারণের। এই অবস্থার আশু পরিবর্তন কাম্য।

সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ভালো বাস সার্ভিস চালু করা ও যাত্রীসেবার মান উন্নয়নে অতিদ্রুত পদক্ষেপ নেয়া হোক। জনসাধারণকে ভালো সড়কের সুবিধা ভোগ করতে এইটুকু ব্যবস্থা করা উচিত সরকার ও পরিবহন ব্যবসায়ীদের।

মো. রাশিদুল ইসলাম

কুষ্টিয়া

আরও খবর

সোমবার, ০১ জুন ২০২০ , ১৮ জৈষ্ঠ ১৪২৭, ৮ শাওয়াল ১৪৪১

চিঠিপত্র

সড়কে যাত্রী সেবার মান উন্নত করুন

কুষ্টিয়া-মেহেরপুর সড়কটি এখন অনেক উন্নত একটি মহাসড়ক। কিন্তু রাস্তার এই সুবিধা যাত্রীরা ভোগ করতে পারছেন না মান্ধাতার আমলের লক্কড়ঝক্কড় বাস সার্ভিসের কারণে। এ রাস্তায় মুড়ির টিন মার্কা বাসগুলো সরকারের নির্ধারিত হারের চাইতে বেশিইভাড়া নিয়ে থাকে। কিন্তু নিজেদের সার্ভিস ক্রমাগত নিম্নমুখী করতেই তাদের যত তৎপরতা। এখানে বিরতিহীনের নামে রাস্তায় রাস্তায় যাত্রী উঠানো-নামানো নিত্যকার দৃশ্য। বাসগুলোর বসার সিট একেবারেই অপ্রশস্ত, অধিকাংশ বাসের জানালার গ্লাস ভাঙা। বাসে দাঁড়ানোর জায়গাটুকু থাকে না। অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে থাকেন কিন্তু তাদের বাসে জায়গায় অভাবে নেয়া হয় না।

বাসের কন্ডাকটর ও চালকের ব্যবহারও প্রায়সই ভদ্রতার মাত্রা ছাড়ায়। এতসব বিড়ম্বনা নিয়েও যাত্রীরা এ বাসসার্ভিসের মাধ্যমেই মেহেরপুর যেতে বাধ্য হচ্ছেন বিকল্প কোন পরিবহন সুবিধা না থাকার কারণে। দেশের অন্য সড়কগুলোতে যাত্রী সেবা নিয়ে প্রতিযোগিতা আছে। কিন্তু কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বাস মালিকদের মর্জি অনুযায়ী চলতে হয় যাত্রী সাধারণের। এই অবস্থার আশু পরিবর্তন কাম্য।

সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ভালো বাস সার্ভিস চালু করা ও যাত্রীসেবার মান উন্নয়নে অতিদ্রুত পদক্ষেপ নেয়া হোক। জনসাধারণকে ভালো সড়কের সুবিধা ভোগ করতে এইটুকু ব্যবস্থা করা উচিত সরকার ও পরিবহন ব্যবসায়ীদের।

মো. রাশিদুল ইসলাম

কুষ্টিয়া