করোনা আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ। তাকে প্লাজমা থেরাপি দিয়েও বাঁচানো সম্ভব হয়নি। গত রোববার রাত সোয়া ৮টার দিকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তিনি মারা যান। তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, আমরা খুবই শোকাহত, আমাদের একজন শিক্ষক আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম কর্মরত কোন শিক্ষক মারা গেলেন। দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে ছয়শ’ ছাড়িয়েছে।

অধ্যাপক শাকিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে শিক্ষকদের কোয়ার্টার অধ্যাপক আবুল খায়ের ভবনে থাকতেন।

প্রক্টর গোলাম রব্বানী বলেন, আইসিইউ, ভেন্টিলেশন আর সব ধরনের চিকিৎসা সুবিধার সঙ্গে তাকে তিনদিন আগে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিল। তারপরও বাঁচানো সম্ভব হয়নি।

মঙ্গলবার, ০২ জুন ২০২০ , ১৯ জৈষ্ঠ ১৪২৭, ৯ শাওয়াল ১৪৪১

করোনা আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষকের মৃত্যু

প্রতিনিধি, ঢাবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ। তাকে প্লাজমা থেরাপি দিয়েও বাঁচানো সম্ভব হয়নি। গত রোববার রাত সোয়া ৮টার দিকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তিনি মারা যান। তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, আমরা খুবই শোকাহত, আমাদের একজন শিক্ষক আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম কর্মরত কোন শিক্ষক মারা গেলেন। দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে ছয়শ’ ছাড়িয়েছে।

অধ্যাপক শাকিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে শিক্ষকদের কোয়ার্টার অধ্যাপক আবুল খায়ের ভবনে থাকতেন।

প্রক্টর গোলাম রব্বানী বলেন, আইসিইউ, ভেন্টিলেশন আর সব ধরনের চিকিৎসা সুবিধার সঙ্গে তাকে তিনদিন আগে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিল। তারপরও বাঁচানো সম্ভব হয়নি।