নটরডেমসহ চার কলেজে ভর্তি চলবে

খ্রিস্টান মিশনারি (ক্যাথলিক চার্চ) পরিচালিত রাজধানীর নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

এই চার প্রতিষ্ঠানে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ঢাকা শিক্ষা বোর্ড গতকাল এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করা স্বাস্থ্যবিধি ও সরকারি অন্য নির্দেশনা অনুসরণ করে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি করাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির পর গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ২০ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডকে অবহিত করতে হবে।

গত ৩১ মে এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গত কয়েক বছর ধরেই এসএসসির ফলাফলের ভিত্তিতে সারাদেশে কলেজগুলোতে একাদশ শ্রেণীতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু উচ্চ আদালতের রায় নিয়ে ওই চারটি প্রতিষ্ঠান নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করে আসছে।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, ‘ওই চার কলেজ বলেছিল ভর্তি পরীক্ষা নেবে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বলা হয়েছে এবার পরীক্ষা নেয়া যাবে না। তারা নম্বরের ভিত্তিতে এবং নিজস্ব সম্প্রদায়ের কোটা রেখে ভর্তি করাবে বলেছে।’

এদিকে জুনের প্রথম সপ্তাহে কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরুর কথা থাকলেও দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে হারুন-অর-রশিদ বলেন, করোনার কারণে সাধারণ কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির কোন নির্দেশনা দেয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকেও কোন নির্দেশনা পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।

আরও খবর
হাসপাতাল থেকে রোগী ফেরানো শাস্তিযোগ্য অপরাধ তথ্যমন্ত্রী
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর অনুরোধ কাদেরের
কারাগারগুলোর অবস্থা জানাতে আদালতের নির্দেশ
করোনায় আক্রান্ত নাসিম আইসিইউতে
সিটি করপোরেশনে দুর্নীতির লেশমাত্র রাখব না
করোনায় আটকে গেছে ক্যাডার ও নন-ক্যাডার ১৩ পরীক্ষা
করোনাজয়ী দশ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ
দুর্নীতি ঘটলেই আইনি ব্যবস্থা দুদক চেয়ারম্যান
অনলাইন নিউজ পোর্টালগুলো খুলে দেয়ার দাবিতে মানববন্ধন
নিত্যপণ্যের চালানের সঙ্গে রাজধানীতে আসছে ইয়াবা
স্বাস্থ্যবীমার আওতায় আসছে ঢাবি শিক্ষার্থীরা
বিনা ভাড়ায় আম-লিচু পরিবহন করবে ডাক বিভাগ
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ গণফোরাম

বুধবার, ০৩ জুন ২০২০ , ২০ জৈষ্ঠ ১৪২৭, ১০ শাওয়াল ১৪৪১

একাদশ শ্রেণীতে

নটরডেমসহ চার কলেজে ভর্তি চলবে

নিজস্ব বার্তা পরিবেশক |

খ্রিস্টান মিশনারি (ক্যাথলিক চার্চ) পরিচালিত রাজধানীর নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

এই চার প্রতিষ্ঠানে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ঢাকা শিক্ষা বোর্ড গতকাল এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করা স্বাস্থ্যবিধি ও সরকারি অন্য নির্দেশনা অনুসরণ করে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি করাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির পর গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ২০ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডকে অবহিত করতে হবে।

গত ৩১ মে এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গত কয়েক বছর ধরেই এসএসসির ফলাফলের ভিত্তিতে সারাদেশে কলেজগুলোতে একাদশ শ্রেণীতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু উচ্চ আদালতের রায় নিয়ে ওই চারটি প্রতিষ্ঠান নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করে আসছে।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, ‘ওই চার কলেজ বলেছিল ভর্তি পরীক্ষা নেবে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বলা হয়েছে এবার পরীক্ষা নেয়া যাবে না। তারা নম্বরের ভিত্তিতে এবং নিজস্ব সম্প্রদায়ের কোটা রেখে ভর্তি করাবে বলেছে।’

এদিকে জুনের প্রথম সপ্তাহে কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরুর কথা থাকলেও দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে হারুন-অর-রশিদ বলেন, করোনার কারণে সাধারণ কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির কোন নির্দেশনা দেয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকেও কোন নির্দেশনা পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।