কুমিল্লায়

করোনাজয়ী দশ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ

কুমিল্লায় দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন পুলিশের ২৮ সদস্য। এদের মধ্যে করোনাকে জয় করে সুস্থ হওয়া ১০ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাদের বরণ করে নেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা আক্রান্ত সদস্যদের আইসোলেশনে থাকার সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত খোঁজ নেয়া এবং সুস্থ হওয়ার পর ফুল দিয়ে এসপি কর্তৃক বরণ করায় উজ্জীবিত করোনাজয়ী পুলিশ সদস্যরা।

জানা যায়, দায়িত্ব পালন করতে গিয়ে এ জেলায় পুলিশের ২৮ জন সদস্য করোনা আক্রান্ত হন। এর মধ্যে ২ জন পরিদর্শক (ইন্সপেক্টর), ৩ জন উপ-পরিদর্শক (এসআই), ৫ জন উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ও ১৮ জন পুলিশ কনস্টেবল রয়েছেন। এদের মধ্যে ১০ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। এসব ফ্রন্টলাইনার যোদ্ধাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে গতকাল দুপুরে পুলিশ সুপার তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং করতালির মাধ্যমে অভিনন্দন জানান। সুস্থ হওয়া ১০ জনের মধ্যে বরুড়া থানার বিকাশ চন্দ্র ঘোষ নামে একজন এসআই এবং অপর ৯ জন দেবিদ্বার থানায় কর্মরত কনস্টেবল। কনস্টেবলরা হচ্ছেন- মো. তানভীর পাটওয়ারী, অহিদ ইসলাম, মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, রহিজ উদ্দিন, আবু তাহের, গিয়াস উদ্দিন, আ. রশিদ ও মিজানুর রহমান। এছাড়া পুলিশের কাজে সহায়তাকারী সমের আলী নামে বিশেষ আনসার সদস্যকেও ফুল দিয়ে বরণ করা হয়।

করোনাজয়ী কনস্টেবল অহিদ ইসলাম জানান, করোনা থেকে সুস্থ হওয়ার পর এসপি স্যার আমাদের ফুল দিয়ে বরণ করেছেন। এতে আমাদের মনের জোর আরও বেড়ে গেছে। আমরা মাঠে আরও ভালোভাবে কাজ করতে পারব। সাধারণ জনগণের পাশে থাকতে পারব। কনস্টেবল আলাউদ্দিন জানান, আমরা জনগণের সেবা করার জন্য এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি এবং ভবিষ্যতেও যেন জনগণের সেবায় কাজ করে যেতে পারি সেই প্রত্যয় নিয়ে আবারও কর্মস্থলে যোগদান করব। করোনাজয়ী আরেক কনস্টেবল তানভীর পাটওয়ারী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের পরিবারের সদস্যদের মতোই খোঁজ নিয়েছে। এতে আমাদের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং আমরা দ্রুত সুস্থ হয়েছি। স্যারদের যে ভালোবাসা পেয়েছি তা বিরল দৃষ্টান্ত।

এ বিষয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ‘নতুন উদ্যমে করোনা প্রতিরোধে জনগণের জন্য কাজ করতে কর্মস্থলে ফিরে যাচ্ছেন করোনাজয়ী পুলিশ সদস্যরা। তাদের কর্মস্পৃহা জাগ্রত করতে এবং কর্মরত অন্য সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।’

image

কুমিল্লা : করোনাজয়ী পুলিশ সদস্যদের বরণ করে নেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম - সংবাদ

আরও খবর
হাসপাতাল থেকে রোগী ফেরানো শাস্তিযোগ্য অপরাধ তথ্যমন্ত্রী
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর অনুরোধ কাদেরের
কারাগারগুলোর অবস্থা জানাতে আদালতের নির্দেশ
করোনায় আক্রান্ত নাসিম আইসিইউতে
সিটি করপোরেশনে দুর্নীতির লেশমাত্র রাখব না
করোনায় আটকে গেছে ক্যাডার ও নন-ক্যাডার ১৩ পরীক্ষা
নটরডেমসহ চার কলেজে ভর্তি চলবে
দুর্নীতি ঘটলেই আইনি ব্যবস্থা দুদক চেয়ারম্যান
অনলাইন নিউজ পোর্টালগুলো খুলে দেয়ার দাবিতে মানববন্ধন
নিত্যপণ্যের চালানের সঙ্গে রাজধানীতে আসছে ইয়াবা
স্বাস্থ্যবীমার আওতায় আসছে ঢাবি শিক্ষার্থীরা
বিনা ভাড়ায় আম-লিচু পরিবহন করবে ডাক বিভাগ
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ গণফোরাম

বুধবার, ০৩ জুন ২০২০ , ২০ জৈষ্ঠ ১৪২৭, ১০ শাওয়াল ১৪৪১

কুমিল্লায়

করোনাজয়ী দশ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ

প্রতিনিধি, কুমিল্লা

image

কুমিল্লা : করোনাজয়ী পুলিশ সদস্যদের বরণ করে নেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম - সংবাদ

কুমিল্লায় দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন পুলিশের ২৮ সদস্য। এদের মধ্যে করোনাকে জয় করে সুস্থ হওয়া ১০ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাদের বরণ করে নেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা আক্রান্ত সদস্যদের আইসোলেশনে থাকার সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত খোঁজ নেয়া এবং সুস্থ হওয়ার পর ফুল দিয়ে এসপি কর্তৃক বরণ করায় উজ্জীবিত করোনাজয়ী পুলিশ সদস্যরা।

জানা যায়, দায়িত্ব পালন করতে গিয়ে এ জেলায় পুলিশের ২৮ জন সদস্য করোনা আক্রান্ত হন। এর মধ্যে ২ জন পরিদর্শক (ইন্সপেক্টর), ৩ জন উপ-পরিদর্শক (এসআই), ৫ জন উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ও ১৮ জন পুলিশ কনস্টেবল রয়েছেন। এদের মধ্যে ১০ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। এসব ফ্রন্টলাইনার যোদ্ধাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে গতকাল দুপুরে পুলিশ সুপার তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং করতালির মাধ্যমে অভিনন্দন জানান। সুস্থ হওয়া ১০ জনের মধ্যে বরুড়া থানার বিকাশ চন্দ্র ঘোষ নামে একজন এসআই এবং অপর ৯ জন দেবিদ্বার থানায় কর্মরত কনস্টেবল। কনস্টেবলরা হচ্ছেন- মো. তানভীর পাটওয়ারী, অহিদ ইসলাম, মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, রহিজ উদ্দিন, আবু তাহের, গিয়াস উদ্দিন, আ. রশিদ ও মিজানুর রহমান। এছাড়া পুলিশের কাজে সহায়তাকারী সমের আলী নামে বিশেষ আনসার সদস্যকেও ফুল দিয়ে বরণ করা হয়।

করোনাজয়ী কনস্টেবল অহিদ ইসলাম জানান, করোনা থেকে সুস্থ হওয়ার পর এসপি স্যার আমাদের ফুল দিয়ে বরণ করেছেন। এতে আমাদের মনের জোর আরও বেড়ে গেছে। আমরা মাঠে আরও ভালোভাবে কাজ করতে পারব। সাধারণ জনগণের পাশে থাকতে পারব। কনস্টেবল আলাউদ্দিন জানান, আমরা জনগণের সেবা করার জন্য এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি এবং ভবিষ্যতেও যেন জনগণের সেবায় কাজ করে যেতে পারি সেই প্রত্যয় নিয়ে আবারও কর্মস্থলে যোগদান করব। করোনাজয়ী আরেক কনস্টেবল তানভীর পাটওয়ারী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের পরিবারের সদস্যদের মতোই খোঁজ নিয়েছে। এতে আমাদের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং আমরা দ্রুত সুস্থ হয়েছি। স্যারদের যে ভালোবাসা পেয়েছি তা বিরল দৃষ্টান্ত।

এ বিষয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ‘নতুন উদ্যমে করোনা প্রতিরোধে জনগণের জন্য কাজ করতে কর্মস্থলে ফিরে যাচ্ছেন করোনাজয়ী পুলিশ সদস্যরা। তাদের কর্মস্পৃহা জাগ্রত করতে এবং কর্মরত অন্য সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।’