দুর্নীতি ঘটলেই আইনি ব্যবস্থা দুদক চেয়ারম্যান

সময় যতোই কঠিন হোক না কেন দুর্নীতি ঘটলেই আইনি ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িত থাকবে কাউকেই ছাড় দেয়ার কোন সুযোগ নেই। ত্রাণ বিতরণে দুর্নীতি, খাদ্য গুদামের খাদ্য-সামগ্রী অবৈধভাবে বিক্রি, কতিপয় ডিলার কর্তৃক খাদ্যসামগ্রী আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে কমিশন কর্তৃক গৃহীত মামলা দায়ের ও গ্রেফতারের অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দুদক চেয়ারম্যান ইকবাল এ মন্তব্য করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অফিস পরিচালনার জন্য দুদক কর্তৃক গঠিত ভিজিল্যান্স কমিটির কার্যক্রমও চেয়ারম্যানকে অবহিত করা হয়।

কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সরকারি ছুটি চলাকালে সরকারি ত্রাণ বিতরণে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে ঢাকা, বগুড়া, রংপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, শেরপুর, বরগুনা, নড়াইল, শরীয়তপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে আসামি গ্রেফতার হয়েছে। উল্লেখ্য যে, লকডাউনের সময় দেশের বিভিন্ন স্থানে ত্রাণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ঘটনায় ১৯টি মামলা দায়ের করা হয় এবং এসব মামলায় অধিকাংশ আসামি গ্রেফতার হয়েছে। এসব নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে কমিশনের কর্মকর্তা-কর্মচরীরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করায় দুদক চেয়ারম্যান সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরও বলেন, সময় যত কঠিনই হোক না কেন দুর্নীতির ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা গ্রহণের কোন বিকল্প নেই।

আরও খবর
হাসপাতাল থেকে রোগী ফেরানো শাস্তিযোগ্য অপরাধ তথ্যমন্ত্রী
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর অনুরোধ কাদেরের
কারাগারগুলোর অবস্থা জানাতে আদালতের নির্দেশ
করোনায় আক্রান্ত নাসিম আইসিইউতে
সিটি করপোরেশনে দুর্নীতির লেশমাত্র রাখব না
করোনায় আটকে গেছে ক্যাডার ও নন-ক্যাডার ১৩ পরীক্ষা
নটরডেমসহ চার কলেজে ভর্তি চলবে
করোনাজয়ী দশ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ
অনলাইন নিউজ পোর্টালগুলো খুলে দেয়ার দাবিতে মানববন্ধন
নিত্যপণ্যের চালানের সঙ্গে রাজধানীতে আসছে ইয়াবা
স্বাস্থ্যবীমার আওতায় আসছে ঢাবি শিক্ষার্থীরা
বিনা ভাড়ায় আম-লিচু পরিবহন করবে ডাক বিভাগ
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ গণফোরাম

বুধবার, ০৩ জুন ২০২০ , ২০ জৈষ্ঠ ১৪২৭, ১০ শাওয়াল ১৪৪১

দুর্নীতি ঘটলেই আইনি ব্যবস্থা দুদক চেয়ারম্যান

নিজস্ব বার্তা পরিবেশক |

সময় যতোই কঠিন হোক না কেন দুর্নীতি ঘটলেই আইনি ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িত থাকবে কাউকেই ছাড় দেয়ার কোন সুযোগ নেই। ত্রাণ বিতরণে দুর্নীতি, খাদ্য গুদামের খাদ্য-সামগ্রী অবৈধভাবে বিক্রি, কতিপয় ডিলার কর্তৃক খাদ্যসামগ্রী আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে কমিশন কর্তৃক গৃহীত মামলা দায়ের ও গ্রেফতারের অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দুদক চেয়ারম্যান ইকবাল এ মন্তব্য করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অফিস পরিচালনার জন্য দুদক কর্তৃক গঠিত ভিজিল্যান্স কমিটির কার্যক্রমও চেয়ারম্যানকে অবহিত করা হয়।

কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সরকারি ছুটি চলাকালে সরকারি ত্রাণ বিতরণে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে ঢাকা, বগুড়া, রংপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, শেরপুর, বরগুনা, নড়াইল, শরীয়তপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে আসামি গ্রেফতার হয়েছে। উল্লেখ্য যে, লকডাউনের সময় দেশের বিভিন্ন স্থানে ত্রাণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ঘটনায় ১৯টি মামলা দায়ের করা হয় এবং এসব মামলায় অধিকাংশ আসামি গ্রেফতার হয়েছে। এসব নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে কমিশনের কর্মকর্তা-কর্মচরীরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করায় দুদক চেয়ারম্যান সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরও বলেন, সময় যত কঠিনই হোক না কেন দুর্নীতির ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা গ্রহণের কোন বিকল্প নেই।