না’গঞ্জে বন্ধ করে দেয়া

অনলাইন নিউজ পোর্টালগুলো খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

অন্যায়, দুর্নীতি, অবিচারের সত্য খবর প্রচার হলে যাদের সমস্যা তাদের প্রত্যক্ষ ইন্ধনেই নারায়ণগঞ্জের পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে। অন্যায়কারীরা সবসময় গণমাধ্যমের গলা টিপে ধরার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে।

নারায়ণগঞ্জে বন্ধ হওয়া ৫টি অনলাইন সংবাদমাধ্যম খুলে দেয়ার দাবিতে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদী মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গতকাল বেলা ১১টায় শহরের ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়কারী নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, খেলাঘর আসনের সাধারণ সম্পাদক ফারুক মহসিনসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

মানববন্ধনে রফিউর রাব্বি বলেন, গত ১৪ মে থেকে পাঁচটি অনলাইন পোর্টাল ঘোষণা ছাড়াই বন্ধ করা হয়েছে। পোর্টালগুলো বন্ধ করার ১৪ দিন পর ২৮ মে একটি পোর্টালের কাছে একটি সংবাদের কারণ দর্শাতে চেয়ে নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক। সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কিংবা তা বন্ধ করার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের (বর্তমান করোনা হাসপাতাল) অনিয়ম আজকের নয় দীর্ঘদিনের। যদি নিউজ নারায়ণগঞ্জের রিপোর্টটি অসত্য কিংবা বানানো হয়ে থাকে তাহলে বন্ধ করার ১৪ দিন পরে নোটিশ কেন? এবং বাকি পোর্টালগুলো কেন বন্ধ করা হলো? এই প্রশ্নের উত্তর জেলা প্রশাসকের কাছে আমরা চাইবো।

অনলাইন পোর্টালগুলো বন্ধের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন সংবাদকে বলেন, অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন তো জেলা ম্যাজিস্ট্রেট দেন না। পোর্টালগুলো বন্ধের বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই বৈঠকে নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টালগুলো নিয়ে আলাপ হয়েছিল বলে নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসাইন খান মুঠোফোনে সংবাদকে বলেন, বিটিআরসি বন্ধ করে দিয়েছে সরাসরি এ কথাটি বলা উচিত নয়। এই কাজ বিটিআরসি ছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠান করতে পারে। রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা ছাড়া আমরা ব্যবস্থা নিতে পারি না। হুট করেই সংবাদপত্রের স্বাধীনতাহরণ করা আমাদের কাজ না। তারপরও আমার কনসাল্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে জানতে হবে এ বিষয়ে বিটিআরসির কাছে কোন নির্দেশনা আছে কিনা কিংবা কোন ব্যবস্থা নিয়েছে কিনা।

image

নারায়ণগঞ্জ : বন্ধ হওয়া ৫টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দেয়ার দাবিতে গতকাল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে -সংবাদ

আরও খবর
হাসপাতাল থেকে রোগী ফেরানো শাস্তিযোগ্য অপরাধ তথ্যমন্ত্রী
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর অনুরোধ কাদেরের
কারাগারগুলোর অবস্থা জানাতে আদালতের নির্দেশ
করোনায় আক্রান্ত নাসিম আইসিইউতে
সিটি করপোরেশনে দুর্নীতির লেশমাত্র রাখব না
করোনায় আটকে গেছে ক্যাডার ও নন-ক্যাডার ১৩ পরীক্ষা
নটরডেমসহ চার কলেজে ভর্তি চলবে
করোনাজয়ী দশ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ
দুর্নীতি ঘটলেই আইনি ব্যবস্থা দুদক চেয়ারম্যান
নিত্যপণ্যের চালানের সঙ্গে রাজধানীতে আসছে ইয়াবা
স্বাস্থ্যবীমার আওতায় আসছে ঢাবি শিক্ষার্থীরা
বিনা ভাড়ায় আম-লিচু পরিবহন করবে ডাক বিভাগ
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ গণফোরাম

বুধবার, ০৩ জুন ২০২০ , ২০ জৈষ্ঠ ১৪২৭, ১০ শাওয়াল ১৪৪১

না’গঞ্জে বন্ধ করে দেয়া

অনলাইন নিউজ পোর্টালগুলো খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

image

নারায়ণগঞ্জ : বন্ধ হওয়া ৫টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দেয়ার দাবিতে গতকাল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে -সংবাদ

অন্যায়, দুর্নীতি, অবিচারের সত্য খবর প্রচার হলে যাদের সমস্যা তাদের প্রত্যক্ষ ইন্ধনেই নারায়ণগঞ্জের পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে। অন্যায়কারীরা সবসময় গণমাধ্যমের গলা টিপে ধরার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে।

নারায়ণগঞ্জে বন্ধ হওয়া ৫টি অনলাইন সংবাদমাধ্যম খুলে দেয়ার দাবিতে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদী মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গতকাল বেলা ১১টায় শহরের ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়কারী নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, খেলাঘর আসনের সাধারণ সম্পাদক ফারুক মহসিনসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

মানববন্ধনে রফিউর রাব্বি বলেন, গত ১৪ মে থেকে পাঁচটি অনলাইন পোর্টাল ঘোষণা ছাড়াই বন্ধ করা হয়েছে। পোর্টালগুলো বন্ধ করার ১৪ দিন পর ২৮ মে একটি পোর্টালের কাছে একটি সংবাদের কারণ দর্শাতে চেয়ে নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক। সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কিংবা তা বন্ধ করার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের (বর্তমান করোনা হাসপাতাল) অনিয়ম আজকের নয় দীর্ঘদিনের। যদি নিউজ নারায়ণগঞ্জের রিপোর্টটি অসত্য কিংবা বানানো হয়ে থাকে তাহলে বন্ধ করার ১৪ দিন পরে নোটিশ কেন? এবং বাকি পোর্টালগুলো কেন বন্ধ করা হলো? এই প্রশ্নের উত্তর জেলা প্রশাসকের কাছে আমরা চাইবো।

অনলাইন পোর্টালগুলো বন্ধের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন সংবাদকে বলেন, অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন তো জেলা ম্যাজিস্ট্রেট দেন না। পোর্টালগুলো বন্ধের বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই বৈঠকে নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টালগুলো নিয়ে আলাপ হয়েছিল বলে নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসাইন খান মুঠোফোনে সংবাদকে বলেন, বিটিআরসি বন্ধ করে দিয়েছে সরাসরি এ কথাটি বলা উচিত নয়। এই কাজ বিটিআরসি ছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠান করতে পারে। রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা ছাড়া আমরা ব্যবস্থা নিতে পারি না। হুট করেই সংবাদপত্রের স্বাধীনতাহরণ করা আমাদের কাজ না। তারপরও আমার কনসাল্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে জানতে হবে এ বিষয়ে বিটিআরসির কাছে কোন নির্দেশনা আছে কিনা কিংবা কোন ব্যবস্থা নিয়েছে কিনা।