রাজস্ব বিভাগের কর্মকর্তার মৃত্যু

৩৫ জন হাসপাতালে

করোনাভাইরাসে জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর আনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম জসিম উদ্দিন মজুমদার। এছাড়াও কাস্টম হাউজের (ভ্যাটের) বিভিন্ন দফতরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৫ জন চিকিৎসাধীন আছেন। ২ জন সুস্থ হয়ে উঠেছেন। একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত নিয়ে সারাদেশের রাজস্ব কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএব) সদস্য সচিব মো. মজিবুর রহমান গতকাল রাতে মুঠোফোনে এ সব তথ্য জানিয়েছেন।

রাজস্ব কর্মকর্তা মজিবুর রহমান বলেন, মৃতুবরণকারী জসিম উদ্দিন মজুমদার চট্টগ্রাম কাস্টম হাউজে কর্মরত ছিল। গত মঙ্গলবার রাতে তার মৃত্যুর খবর সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। শুধু তাই না তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, করোনার মধ্যেও রাজস্ব আদায় করতে গিয়ে তারা একের পর এক আক্রান্ত হচ্ছেন। এখন তারা নতুন করে আক্রান্তদের তালিকা ও তাদের স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তাদের (স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী) পিপিইসহ পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ও যানবাহনের ব্যবস্থার জোর দাবি জানান।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে একজন রাজস্ব কর্মকর্তা বলেন, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর লকডাউন অবস্থানায় দেশের আমদানি ও রপ্তানি সচল রাখতে এবং রাজস্ব আদায় করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি বিদেশ থেকে কিটসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম আমদানি করা হয়েছে। তা দ্রুততম সময়ে খালাস করতে তারা ভূমিকা রেখেছেন বলে জানান।

আরও খবর
একজনের বদলে অন্যজন হাজতে : দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের
কোর্ট পরিচালনায় স্বাস্থ্যবিধি প্রণয়নের নির্দেশ চেয়ে রিট
সাদ এরশাদ ও সিটি মেয়র মুখোমুখি
যুক্তরাষ্ট্রে আটকে পড়াদের ফেরতে বিশেষ ফ্লাইট ৬ জুন
বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ কৃষকরা আতঙ্কের মাঝে ধান কাটছে
ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কুমেকের যাত্রা শুরু
নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে আগামী শিক্ষাবর্ষে
প্রকৌশলী বদলি নিয়ে ইইডিতে তুলকালাম কাণ্ড
বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেফতার
এক কোটি তিন লাখ টাকা অতিরিক্ত বিল, সহকারী প্রকৌশলী সাসপেন্ড
ভৈরবে মানবপাচারকারী দলের ৩ দালাল গ্রেফতার
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
১৪ হতদরিদ্রের চাল চার বছর ধরে ভোগ করছে তিন ইউপি সদস্য
করোনায় আর্তমানবতার সেবায় ‘সময় ফাউন্ডেশন’

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ , ২১ জৈষ্ঠ ১৪২৭, ১১ শাওয়াল ১৪৪১

করোনায়

রাজস্ব বিভাগের কর্মকর্তার মৃত্যু

৩৫ জন হাসপাতালে

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনাভাইরাসে জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর আনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম জসিম উদ্দিন মজুমদার। এছাড়াও কাস্টম হাউজের (ভ্যাটের) বিভিন্ন দফতরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৫ জন চিকিৎসাধীন আছেন। ২ জন সুস্থ হয়ে উঠেছেন। একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত নিয়ে সারাদেশের রাজস্ব কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএব) সদস্য সচিব মো. মজিবুর রহমান গতকাল রাতে মুঠোফোনে এ সব তথ্য জানিয়েছেন।

রাজস্ব কর্মকর্তা মজিবুর রহমান বলেন, মৃতুবরণকারী জসিম উদ্দিন মজুমদার চট্টগ্রাম কাস্টম হাউজে কর্মরত ছিল। গত মঙ্গলবার রাতে তার মৃত্যুর খবর সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। শুধু তাই না তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, করোনার মধ্যেও রাজস্ব আদায় করতে গিয়ে তারা একের পর এক আক্রান্ত হচ্ছেন। এখন তারা নতুন করে আক্রান্তদের তালিকা ও তাদের স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তাদের (স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী) পিপিইসহ পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ও যানবাহনের ব্যবস্থার জোর দাবি জানান।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে একজন রাজস্ব কর্মকর্তা বলেন, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর লকডাউন অবস্থানায় দেশের আমদানি ও রপ্তানি সচল রাখতে এবং রাজস্ব আদায় করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি বিদেশ থেকে কিটসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম আমদানি করা হয়েছে। তা দ্রুততম সময়ে খালাস করতে তারা ভূমিকা রেখেছেন বলে জানান।