নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে আগামী শিক্ষাবর্ষে

নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না আগামী শিক্ষাবর্ষে। দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে এ কার্যক্রম পেছানোর সিন্ধান্ত নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা সংবাদকে বলেন, ‘করোনা-ভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় আমরা কাজ করতে পারিনি। এজন্য ২০২১ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে পাঠদান শুরু করার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। এখন ২০২২ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে পাঠদান শুরু করার পরিকল্পনা রয়েছে।’

করোনা পরিস্থিতি বিবেচনায় ২০২১ সালের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার আগে নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় নির্ধারণে ২ জুন রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় নতুন কারিকুলামে পাঠদানের সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়। ওই সভায় শৈশব ও কৈশর থেকে নীতি-নৈতিকতা বিষয়ে শিক্ষাদানে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পৃথক বিষয় পড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যেখানে নীতি-নৈতিকতার পাশাপাশি ভদ্রতা, নম্রতা, আচার-ব্যবহার, ট্রাফিক আইন শেখানোর কথা বলা হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২১ সাল থেকে নতুন কারিকুলামে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান শুরুর কথা ছিল। নতুন কারিকুলামে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না রাখা, নবম ও দশম শ্রেণীতে বিভাগ না রাখাসহ বেশকিছু প্রস্তাব ছিল শিক্ষা মন্ত্রণালয়ের।

কিন্তু করোনা পরিস্থিতিতে আড়াই মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং কবে নাগাদ শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে সে সর্ম্পকে নিশ্চিত নয় দুই মন্ত্রণালয়। এ কারণে বর্তমান পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আরও খবর
একজনের বদলে অন্যজন হাজতে : দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের
কোর্ট পরিচালনায় স্বাস্থ্যবিধি প্রণয়নের নির্দেশ চেয়ে রিট
রাজস্ব বিভাগের কর্মকর্তার মৃত্যু
সাদ এরশাদ ও সিটি মেয়র মুখোমুখি
যুক্তরাষ্ট্রে আটকে পড়াদের ফেরতে বিশেষ ফ্লাইট ৬ জুন
বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ কৃষকরা আতঙ্কের মাঝে ধান কাটছে
ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কুমেকের যাত্রা শুরু
প্রকৌশলী বদলি নিয়ে ইইডিতে তুলকালাম কাণ্ড
বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেফতার
এক কোটি তিন লাখ টাকা অতিরিক্ত বিল, সহকারী প্রকৌশলী সাসপেন্ড
ভৈরবে মানবপাচারকারী দলের ৩ দালাল গ্রেফতার
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
১৪ হতদরিদ্রের চাল চার বছর ধরে ভোগ করছে তিন ইউপি সদস্য
করোনায় আর্তমানবতার সেবায় ‘সময় ফাউন্ডেশন’

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ , ২১ জৈষ্ঠ ১৪২৭, ১১ শাওয়াল ১৪৪১

নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে আগামী শিক্ষাবর্ষে

নিজস্ব বার্তা পরিবেশক |

নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না আগামী শিক্ষাবর্ষে। দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে এ কার্যক্রম পেছানোর সিন্ধান্ত নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা সংবাদকে বলেন, ‘করোনা-ভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় আমরা কাজ করতে পারিনি। এজন্য ২০২১ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে পাঠদান শুরু করার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। এখন ২০২২ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে পাঠদান শুরু করার পরিকল্পনা রয়েছে।’

করোনা পরিস্থিতি বিবেচনায় ২০২১ সালের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার আগে নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় নির্ধারণে ২ জুন রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় নতুন কারিকুলামে পাঠদানের সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়। ওই সভায় শৈশব ও কৈশর থেকে নীতি-নৈতিকতা বিষয়ে শিক্ষাদানে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পৃথক বিষয় পড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যেখানে নীতি-নৈতিকতার পাশাপাশি ভদ্রতা, নম্রতা, আচার-ব্যবহার, ট্রাফিক আইন শেখানোর কথা বলা হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২১ সাল থেকে নতুন কারিকুলামে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান শুরুর কথা ছিল। নতুন কারিকুলামে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না রাখা, নবম ও দশম শ্রেণীতে বিভাগ না রাখাসহ বেশকিছু প্রস্তাব ছিল শিক্ষা মন্ত্রণালয়ের।

কিন্তু করোনা পরিস্থিতিতে আড়াই মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং কবে নাগাদ শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে সে সর্ম্পকে নিশ্চিত নয় দুই মন্ত্রণালয়। এ কারণে বর্তমান পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।