বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কক্সবাজারের চকরিয়ার এক বৃদ্ধকে নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। ২ জুন রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। ৩ জুন চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে গ্রেফতারকৃতরা এজাহার নামীয় আসামি নয়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে ঘটনার সময় পাশে দাঁড়ানো ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত ২৪ মে কক্সবাজারের চকোরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় নির্যাতনের শিকার হন নুরুল আলম (৭২)। ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনছুর আলমের নেতৃত্বে একদল বখাটে যুবক ঘটনাটি ঘটায়। এ ঘটনার পর ৩১ মে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন চকরিয়া থানায় মামলা করেন।

আরও খবর
একজনের বদলে অন্যজন হাজতে : দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের
কোর্ট পরিচালনায় স্বাস্থ্যবিধি প্রণয়নের নির্দেশ চেয়ে রিট
রাজস্ব বিভাগের কর্মকর্তার মৃত্যু
সাদ এরশাদ ও সিটি মেয়র মুখোমুখি
যুক্তরাষ্ট্রে আটকে পড়াদের ফেরতে বিশেষ ফ্লাইট ৬ জুন
বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ কৃষকরা আতঙ্কের মাঝে ধান কাটছে
ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কুমেকের যাত্রা শুরু
নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে আগামী শিক্ষাবর্ষে
প্রকৌশলী বদলি নিয়ে ইইডিতে তুলকালাম কাণ্ড
এক কোটি তিন লাখ টাকা অতিরিক্ত বিল, সহকারী প্রকৌশলী সাসপেন্ড
ভৈরবে মানবপাচারকারী দলের ৩ দালাল গ্রেফতার
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
১৪ হতদরিদ্রের চাল চার বছর ধরে ভোগ করছে তিন ইউপি সদস্য
করোনায় আর্তমানবতার সেবায় ‘সময় ফাউন্ডেশন’

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ , ২১ জৈষ্ঠ ১৪২৭, ১১ শাওয়াল ১৪৪১

কক্সবাজার

বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেফতার

প্রতিনিধি, কক্সবাজার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কক্সবাজারের চকরিয়ার এক বৃদ্ধকে নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। ২ জুন রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। ৩ জুন চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে গ্রেফতারকৃতরা এজাহার নামীয় আসামি নয়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে ঘটনার সময় পাশে দাঁড়ানো ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত ২৪ মে কক্সবাজারের চকোরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় নির্যাতনের শিকার হন নুরুল আলম (৭২)। ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনছুর আলমের নেতৃত্বে একদল বখাটে যুবক ঘটনাটি ঘটায়। এ ঘটনার পর ৩১ মে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন চকরিয়া থানায় মামলা করেন।