৭ জেলায় নতুন আক্রান্ত ১৪২

কিশোরগঞ্জে ৫২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় ২৫ জন, আর ঢাকার মহাখালীর আইপিএইচ ল্যাবের পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। গত বুধবার রাতে পাওয়া ফলাফলে জানা যায়, দুই ল্যাবে ২২১টি নমুনার মধ্যে সদর উপজেলায় ১৩ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ৮ জন, ৮ জন, পাকুন্দিয়ায় ৭ জন, নিকলীতে ৪ জন, কুলিয়ারচরে একজন, বাজিতপুরে একজন এবং ইটনায় একজনের করোনা শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ১৬৮টি নমুনা, আর বাতিল হয়েছে একটি নমুনা।

বগুড়ায় ২৬

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ৭ জন মহিলা ও ২ জন শিশু। বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন গত বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বগুড়া সদরের। বগুড়া সদরের ১৪ জন, শাজাহানপুরে ২জন, গাবতলীতে ২ জন, শেরপুরে ২ জন, দুপচাচিয়ায় ৪ জন, সারিয়াকান্দি ও ধুনটে একজন করে। সদরের মালগ্রাম, জলেশ্বরীতলা ও ঠেঙ্গামারা করোনা শনাক্তের সংখ্যাই বেশি।

সোনারগাঁয়ে ২৮

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসে একদিনেই ২৮ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। সবশেষ গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে ২৮ জন সহ সোনারগাঁয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮ জনে। আর করোনাভাইরাসজনিত কারণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার সাহা জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে সবশেষ গতকাল বৃহস্পতিবার পাওয়া তথ্যমতে সোনারগাঁয়ে নতুন ২৮ জনের মধ্যে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে।

দোহারে ১৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে অধিকাংশই দক্ষিণ শিমুলিয়া এলাকার বাসিন্দা। এ ছাড়া মুকসুদপুর, ঝনকি ও জয়পাড়ার বাসিন্দা। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১০৪ জন। এ পর্যন্ত এক নারীসহ মৃত্যুবরণ করেছে দুইজন। সুস্থ হয়েছে ৩২ জন।

গোয়ালন্দে ১০

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। গত বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ। এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ১৯ জন করোনাভাইরাস আক্রান্ত হলো। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, নতুন আক্রান্ত ১০ জনই গত ২৯ মে করোনাভাইরাস আক্রান্ত স্কুল ছাত্রের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে।

নবাবগঞ্জে ৬

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৬ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তদের বাড়ি উপজেলার নয়নশ্রী, বান্দুরা, কলাকোপা, কৈলাইল ও চুড়াইন ইউনিয়নে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ জন। গত বুধবার রাতে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এবং নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড়ে ৪

প্রতিনিধি,পঞ্চগড়

পঞ্চগড়ে নতুন আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের করোনার নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। তিনি জানান, জেলার ৪ জন রোগীদের মধ্যে দেবীগঞ্জ উপজেলার ১ জন, তেঁতুলিয়া উপজেলার ১ জন, পঞ্চগড় সদর উপজেলার ২ জন।

ঝিনাইগাতীতে ৩

প্রতিনিধি, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক সাংবাদিকসহ তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, নিউনেশনের ঝিনাইগাতী প্রতিনিধি রফিকুল ইসলাম (৩৫), উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের কর্মরত নার্সের স্বামী সুজন মিয়া (৩৭), উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী রেহানা পারভিন (২৬)। গত বুধবার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গত এক সপ্তাহ পূর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা পাঠানো হয়েছিল। তিনি বলেন, আক্রান্তদের নিজ বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে।

শুক্রবার, ০৫ জুন ২০২০ , ২২ জৈষ্ঠ ১৪২৭, ১২ শাওয়াল ১৪৪১

৭ জেলায় নতুন আক্রান্ত ১৪২

কিশোরগঞ্জে ৫২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় ২৫ জন, আর ঢাকার মহাখালীর আইপিএইচ ল্যাবের পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। গত বুধবার রাতে পাওয়া ফলাফলে জানা যায়, দুই ল্যাবে ২২১টি নমুনার মধ্যে সদর উপজেলায় ১৩ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ৮ জন, ৮ জন, পাকুন্দিয়ায় ৭ জন, নিকলীতে ৪ জন, কুলিয়ারচরে একজন, বাজিতপুরে একজন এবং ইটনায় একজনের করোনা শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ১৬৮টি নমুনা, আর বাতিল হয়েছে একটি নমুনা।

বগুড়ায় ২৬

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ৭ জন মহিলা ও ২ জন শিশু। বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন গত বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বগুড়া সদরের। বগুড়া সদরের ১৪ জন, শাজাহানপুরে ২জন, গাবতলীতে ২ জন, শেরপুরে ২ জন, দুপচাচিয়ায় ৪ জন, সারিয়াকান্দি ও ধুনটে একজন করে। সদরের মালগ্রাম, জলেশ্বরীতলা ও ঠেঙ্গামারা করোনা শনাক্তের সংখ্যাই বেশি।

সোনারগাঁয়ে ২৮

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসে একদিনেই ২৮ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। সবশেষ গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে ২৮ জন সহ সোনারগাঁয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮ জনে। আর করোনাভাইরাসজনিত কারণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার সাহা জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে সবশেষ গতকাল বৃহস্পতিবার পাওয়া তথ্যমতে সোনারগাঁয়ে নতুন ২৮ জনের মধ্যে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে।

দোহারে ১৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে অধিকাংশই দক্ষিণ শিমুলিয়া এলাকার বাসিন্দা। এ ছাড়া মুকসুদপুর, ঝনকি ও জয়পাড়ার বাসিন্দা। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১০৪ জন। এ পর্যন্ত এক নারীসহ মৃত্যুবরণ করেছে দুইজন। সুস্থ হয়েছে ৩২ জন।

গোয়ালন্দে ১০

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। গত বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ। এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ১৯ জন করোনাভাইরাস আক্রান্ত হলো। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, নতুন আক্রান্ত ১০ জনই গত ২৯ মে করোনাভাইরাস আক্রান্ত স্কুল ছাত্রের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে।

নবাবগঞ্জে ৬

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৬ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তদের বাড়ি উপজেলার নয়নশ্রী, বান্দুরা, কলাকোপা, কৈলাইল ও চুড়াইন ইউনিয়নে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ জন। গত বুধবার রাতে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এবং নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড়ে ৪

প্রতিনিধি,পঞ্চগড়

পঞ্চগড়ে নতুন আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের করোনার নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। তিনি জানান, জেলার ৪ জন রোগীদের মধ্যে দেবীগঞ্জ উপজেলার ১ জন, তেঁতুলিয়া উপজেলার ১ জন, পঞ্চগড় সদর উপজেলার ২ জন।

ঝিনাইগাতীতে ৩

প্রতিনিধি, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক সাংবাদিকসহ তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, নিউনেশনের ঝিনাইগাতী প্রতিনিধি রফিকুল ইসলাম (৩৫), উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের কর্মরত নার্সের স্বামী সুজন মিয়া (৩৭), উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী রেহানা পারভিন (২৬)। গত বুধবার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গত এক সপ্তাহ পূর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা পাঠানো হয়েছিল। তিনি বলেন, আক্রান্তদের নিজ বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে।